ETV Bharat / bharat

Bus Accident in Tamil Nadu: তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু, 26 জন আহত - 26 জন আহত

তামিলনাড়ুতে সরকারি বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হল ৷ দুর্ঘটনার জেরে বাসটি রাস্তার পাশের একটি ট্যাঙ্কারে ধাক্কা মারে ৷ এর জেরে বাসে থাকা 26 জন আহত হন ৷ তাঁদের মধ্যে বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়েছে হাসপাতালে ৷ বাকিদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

Bus Accident in Tamil Nadu
Bus Accident in Tamil Nadu
author img

By

Published : May 12, 2023, 2:48 PM IST

মাইলাদুতুরাই (তামিলনাড়ু), 12 মে: পথ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত্যু হল চারজনের ৷ মৃতদের মধ্যে তিনজন একটি বাইকে যাচ্ছিলেন ৷ আর চতুর্থজন একটি সরকারি বাসের কন্ডাক্টর ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 26 জন ৷ বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর মাইলাদুতুরাই জেলার সিরকাজি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, আহতরা সকলেই বাসে ছিলেন ৷ আহতদের তালিকায় বাসের চালকও রয়েছেন ৷

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৷ ওই সরকারি বাসটি তামিলনাড়ুর তিরুভারুর জেলার তিরুতুরাইপুন্ডি থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল । গন্তব্যে যাওয়ার পথে সিরকাজি বাইপাস রোডে পাসের সামনে চলে আসে একটি বাইক ৷ সেই বাইকটিকে বাঁচাতে গিয়ে চালক বাসের মুখ ঘোরানোর চেষ্টা করে ৷ তার জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারায় ৷

দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে একটি ট্যাঙ্কার ট্রাক দাঁড় করানো ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওই ট্যাঙ্কার ট্রাকে ধাক্কা মারে ৷ সেই সময় ওই বাইকটিও বাসের সামনে চলে আসে ৷ ফলে তিন সওয়ারিকে বাইকেটি বাসের তলায় চলে যায় ৷ তার জেরে বাইকের তিন সওয়ারি পদ্মনাপন, অরুলরাজ ও বলমুরুগানের মৃত্যু হয় ৷ এই তিনজনই তামিলনাড়ুর চিদম্বরম পাল্লিপড়াই গ্রামের বাসিন্দা ৷

বাসের মধ্যে 44 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 26 জন আহত হন ৷ বাসের চালক বিজয় সারথীও গুরুতর আহত হন ৷ দমকল গিয়ে আহতদের উদ্ধার করে ৷ তাঁদের সিরকাজি সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ বাসের কন্ডাক্টরকে বাস থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

আহতদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের সিরকাজি সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় চিদম্বরম গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ মাইলাদুতুরাই জেলার পুলিশ সুপার নিশা ঘটনাস্থলে যান ৷ পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ পরে তিনি হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে কথা বলেন ৷ কীভাবে দুর্ঘটনা হল, তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন ৷

এই দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে অনেকটা সময় লেগে যায় পুলিশের ৷ ফলে দুর্ভোগের মুখে পড়তে হয় অনেককে ৷ অন্যদিকে যে ট্যাঙ্কারে বাসটি ধাক্কা মেরেছিল, সেটিতে জ্বালানি তেল ছিল ৷ তাই তড়িঘড়ি দমকল গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে ৷

আরও পড়ুন: সোনা-হিরে নয়, রাজকোটে লুট 40 কেজি চুল ! দাম 2 লাখ

মাইলাদুতুরাই (তামিলনাড়ু), 12 মে: পথ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত্যু হল চারজনের ৷ মৃতদের মধ্যে তিনজন একটি বাইকে যাচ্ছিলেন ৷ আর চতুর্থজন একটি সরকারি বাসের কন্ডাক্টর ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 26 জন ৷ বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর মাইলাদুতুরাই জেলার সিরকাজি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, আহতরা সকলেই বাসে ছিলেন ৷ আহতদের তালিকায় বাসের চালকও রয়েছেন ৷

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৷ ওই সরকারি বাসটি তামিলনাড়ুর তিরুভারুর জেলার তিরুতুরাইপুন্ডি থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল । গন্তব্যে যাওয়ার পথে সিরকাজি বাইপাস রোডে পাসের সামনে চলে আসে একটি বাইক ৷ সেই বাইকটিকে বাঁচাতে গিয়ে চালক বাসের মুখ ঘোরানোর চেষ্টা করে ৷ তার জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারায় ৷

দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে একটি ট্যাঙ্কার ট্রাক দাঁড় করানো ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওই ট্যাঙ্কার ট্রাকে ধাক্কা মারে ৷ সেই সময় ওই বাইকটিও বাসের সামনে চলে আসে ৷ ফলে তিন সওয়ারিকে বাইকেটি বাসের তলায় চলে যায় ৷ তার জেরে বাইকের তিন সওয়ারি পদ্মনাপন, অরুলরাজ ও বলমুরুগানের মৃত্যু হয় ৷ এই তিনজনই তামিলনাড়ুর চিদম্বরম পাল্লিপড়াই গ্রামের বাসিন্দা ৷

বাসের মধ্যে 44 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 26 জন আহত হন ৷ বাসের চালক বিজয় সারথীও গুরুতর আহত হন ৷ দমকল গিয়ে আহতদের উদ্ধার করে ৷ তাঁদের সিরকাজি সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ বাসের কন্ডাক্টরকে বাস থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

আহতদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের সিরকাজি সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় চিদম্বরম গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ মাইলাদুতুরাই জেলার পুলিশ সুপার নিশা ঘটনাস্থলে যান ৷ পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ পরে তিনি হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে কথা বলেন ৷ কীভাবে দুর্ঘটনা হল, তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন ৷

এই দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে অনেকটা সময় লেগে যায় পুলিশের ৷ ফলে দুর্ভোগের মুখে পড়তে হয় অনেককে ৷ অন্যদিকে যে ট্যাঙ্কারে বাসটি ধাক্কা মেরেছিল, সেটিতে জ্বালানি তেল ছিল ৷ তাই তড়িঘড়ি দমকল গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে ৷

আরও পড়ুন: সোনা-হিরে নয়, রাজকোটে লুট 40 কেজি চুল ! দাম 2 লাখ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.