গুজরাত, 2 মে : গুজরাতের সুরেন্দ্রনগর জেলার লিম্বডির কাছে একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হল ৷ পাশাপাশি আরও দু'জনের অবস্থা গুরুতর (4 people died, 2 injured on road accident in Gujarat)৷ স্থানীয়রা সংঘর্ষের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন ৷ বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷
সূত্রের খবর, ওই ভ্যানে ছ'জন রাজকোট থেকে রাজস্থান যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৷ রাত 2.30টের সময় ভ্যানটি যখন রাজকোট-আমেদাবাদ হাইওয়ে দিয়ে যাচ্ছিল, তখন আমেদাবাদ থেকে 100 কিলোমিটার দূরে কাটারিয়া গ্রামের কাছে অপরদিকে আসা একটি বাস সজোরে ধাক্কা মারে ভ্যানটিকে ৷
আরও পড়ুন : মাথার উপর বাঙ্কার ভেঙে পড়াতেই আহত যাত্রীরা, জানালেন চিকিৎসক
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় লিম্বডি থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, ভ্যানে থাকা ছ'জনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান ৷ অন্য দু'জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় লিম্বডির স্থানীয় হাসপাতালে ৷ সূত্রের খবর, মৃত চারজনের সবাই যুবক এবং তাঁরা সবাই রাজকোটের বাসিন্দা। পুলিশ ইতিমধ্যই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷