ETV Bharat / bharat

Dhanbad Coal Encounter: ধানবাদে কয়লাখনিতে এনকাউন্টার ! মৃত 4 কয়লা চোর - কয়লা মাফিয়া

ধানবাদে কয়লা চোর আর সিআইএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই ৷ মৃত্যু চার কয়লা মাফিয়া ৷ দু'জনের অবস্থাই আশঙ্কাজনক (encounter between CISF jawan and coal thieves) ৷

Coal Smuggling
ETV Bharat
author img

By

Published : Nov 20, 2022, 12:44 PM IST

Updated : Nov 20, 2022, 6:19 PM IST

ধানবাদ, 20 নভেম্বর: কয়লা মাফিয়া আর সিআইএসএফ জওয়ানদের মধ্যে সংঘর্ষ ৷ দু'পক্ষের মধ্যে চলল দেদার গোলাগুলি ৷ জানা গিয়েছে 6 জনের গুলি লেগেছে ৷ তার মধ্যে মৃত্যু হয়েছে 4 জন কয়লা মাফিয়ার ৷ বাকি দু'জনের অবস্থা সংকটজনক ৷ তাঁদের রাঁচিতে পাঠানো হয়েছে (Four Coal smugglers killed in encounter in Dhanbad Jharkhand) ৷

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কয়লা চোরদের একটি দল, অস্ত্রশস্ত্র নিয়ে কয়লা চুরি করতে বাগমারার ডুমরায় বিসিসিএল ব্লক-2-এর কেকেসি মেন সাইডিংয়ে পৌঁছয় । তাদের সতর্ক করে সিআইএসএফ ৷ এর জবাবে সিআইএসএফ হামলা চালায় ৷ এরপর জওয়ান ও কয়লাচোরদের মধ্যে গুলিগোলা শুরু হয় ৷ চারজন কয়লা চোরের গুলি লাগে ৷ তারা সেখানে মারা যায় ৷

আরও পড়ুন: পুষ্পা সিনেমার কায়দায় দুধের কন্টেনারে কয়লা পাচার জামুড়িয়ায়

সিআইএসএফ জওয়ানেরা সবাইকে ভোর 4টের সময় শহিদ নির্মল মহতো মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায় ৷ দু'জনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাদের রাঁচিতে পাঠানো হয় ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় সিআইএসএফ ও জেলা পুলিশের তরফ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি ৷ পুরো জায়গাটি ঘিরে রাখা হয়েছে ৷ পুলিশ এবং সিআইএসএফ- কেউই সংবাদমাধ্য়মে কিছু বলতে চায়নি ৷

ধানবাদ, 20 নভেম্বর: কয়লা মাফিয়া আর সিআইএসএফ জওয়ানদের মধ্যে সংঘর্ষ ৷ দু'পক্ষের মধ্যে চলল দেদার গোলাগুলি ৷ জানা গিয়েছে 6 জনের গুলি লেগেছে ৷ তার মধ্যে মৃত্যু হয়েছে 4 জন কয়লা মাফিয়ার ৷ বাকি দু'জনের অবস্থা সংকটজনক ৷ তাঁদের রাঁচিতে পাঠানো হয়েছে (Four Coal smugglers killed in encounter in Dhanbad Jharkhand) ৷

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কয়লা চোরদের একটি দল, অস্ত্রশস্ত্র নিয়ে কয়লা চুরি করতে বাগমারার ডুমরায় বিসিসিএল ব্লক-2-এর কেকেসি মেন সাইডিংয়ে পৌঁছয় । তাদের সতর্ক করে সিআইএসএফ ৷ এর জবাবে সিআইএসএফ হামলা চালায় ৷ এরপর জওয়ান ও কয়লাচোরদের মধ্যে গুলিগোলা শুরু হয় ৷ চারজন কয়লা চোরের গুলি লাগে ৷ তারা সেখানে মারা যায় ৷

আরও পড়ুন: পুষ্পা সিনেমার কায়দায় দুধের কন্টেনারে কয়লা পাচার জামুড়িয়ায়

সিআইএসএফ জওয়ানেরা সবাইকে ভোর 4টের সময় শহিদ নির্মল মহতো মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায় ৷ দু'জনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাদের রাঁচিতে পাঠানো হয় ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় সিআইএসএফ ও জেলা পুলিশের তরফ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি ৷ পুরো জায়গাটি ঘিরে রাখা হয়েছে ৷ পুলিশ এবং সিআইএসএফ- কেউই সংবাদমাধ্য়মে কিছু বলতে চায়নি ৷

Last Updated : Nov 20, 2022, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.