বিশাখাপত্তনম,27 ডিসেম্বর: ওষুধ তৈরির ল্যাবরেটরিতে আগুন লেগে প্রাণ গেল 4 কর্মীর (Andhra Pradesh Pharma Fire Killed 4 Workers)। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনকাপাল্লি জেলার আনকাপল্লি এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাতের দিকে আচমকাই আগুন লেগে যায় লউরাস ফার্মা নামে ওই ল্যাবরেটরিতে। স্থানীয় সরকারি হাসপাতালে ঘটনায় জখম পুলিশ কর্মীর চিকিৎসা শুরু হয়েছে ।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বাণিজ্যমন্ত্রী অমরনাথ । তিনি জানান, নিহতদের পরিবার পিছু 25 লাখ টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার । তাছাড়া ঠিক কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে তদন্ত হবে । ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ওই ল্যাবোরেটরির কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে । বিভিন্ন দিক খতিয়ে দেখে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে। কথা বলা হচ্ছে কর্মীদের সঙ্গেও ।
আরও পড়ুন: গুজরাত উপকূলে পাকিস্তানি নৌকা থেকে মাদক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত
করোনা শুরুর সময় থেকেই বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে । কখনও হাসাপাতালে আগুন লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছুদিন আগে করোনার ভ্য়াকসিন তৈরির গবেষণাগারেও আগুন লেগে গিয়েছিল। তবে তাতে উৎপাদনের কোনও ক্ষতি হয়নি । এর পাশাপাশি মুম্বই-সহ দেশের নানা জায়গার কোভিড হাসপাতালেও আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটেছে । এবার আগুনে পুড়ল অন্ধ্রপ্রদেশের ওষুধ তৈরির ল্যাবরেটরি ।