বুদাপেস্ট, 7 মার্চ : রাজধানী কিভ ও ইউক্রেনের বিভিন্ন শহর থেকে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ৷ কিন্তু ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত সুমি শহরে এখনও আটকে 700-র বেশি ভারতীয় (Indian Students in Ukraine) ৷ তাঁদের নিরাপদে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ কেন্দ্র সরকারের ৷ তবে লাগাতার গোলাবর্ষণ আর এয়ারস্ট্রাইকের কারণে রবিবার সেই কাজে খুব একটা সাফল্য মেলেনি ৷
শনিবার সকালে সুমি স্টেট ইউনিভার্সিটির একঝাঁক ছাত্র-ছাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ ভিডিয়োতে নিজেদের দুর্দশার কথা উল্লেখ করে এক ছাত্রী জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তাঁরা হস্টেলে আটকে রয়েছেন ৷ লাগাতার গোলাগুলির আওয়াজ ভেসে আসছে ৷ এই পরিস্থিতিতে তাঁদের সীমান্তের দিকে যাওয়ার উপায় নেই ৷ তা সত্ত্বেও দেশে ফিরতে তাঁরা রাশিয়ার বর্ডারের দিকে রওনা দেবেন ৷ ক্ষুব্ধ পড়ুয়ারা জানান, তাঁদের কিছু হলে ভারত সরকার এবং ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস দায়ী থাকবে (Russia Ukraine Conflict) ৷
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভারতীয় দূতাবাসের তরফে প্রাণের ঝুঁকি নিয়ে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয় ৷ তবে মানবিক করিডর তৈরি করে যুদ্ধবিধ্বস্ত শহরগুলিতে আটকে থাকা সাধারণ মানুষকে বের করে আনার উদ্যোগ তেমন কাজে লাগেনি ৷ রাশিয়া ও ইউক্রেন, দুপক্ষই সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করা নিয়ে একে অপরকে দোষারোপ করেছে ৷ রাশিয়ার দাবি, সুমি ও খারকিভে মানব করিডর খোলার প্রস্তাবকে অগ্রাহ্য করেছে ইউক্রেন ৷
আজই শেষ হচ্ছে অপারেশন গঙ্গা ৷ অপারেশন গঙ্গা-র শেষভাগে দেশে ফিরছেন প্রায় 1200 পড়ুয়া ৷ তবে সুমিতে আটকে থাকা পড়ুয়াদের কীভাবে উদ্ধার করা হবে ? এই বিষয়ে হাঙ্গেরি থেকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, "দিল্লির কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলেছি ৷ সুমিতে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য চারটি বাস ইতিমধ্যেই পোল্টাভার দিকে রওনা দিয়েছে ৷ খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে ৷ পরিস্থিতি বিচার করে বাকি পরিকল্পনা নেওয়া হবে ৷"
অপারেশন গঙ্গায় গত এক সপ্তাহ ধরে 10 হাজারের বেশি ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ৷ সুমি ও খারকিভ ছাড়া ইউক্রেনের প্রায় সব এলাকা থেকেই ভারতীয়দের উদ্ধার করা সম্ভব হয়েছে ৷
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেন দাবি মানলে তবেই বন্ধ হবে যুদ্ধ, কড়া বার্তা পুতিনের