নয়া দিল্লি, 4 জুলাই : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ভবিষ্যদ্বাণী সময়মতো হয়নি ৷ কিন্তু তৃতীয় ঢেউয়ের ধাক্কা মারাত্মক হতে পারে অক্টোবর-নভেম্বরে, আগেভাগে জানিয়ে দিলেন কেন্দ্রীয় সরকারের কোভিড-19 মডেল প্য়ানেলের বিজ্ঞানী মণীন্দ্র আগরওয়াল ৷ তিনি আইআইটি-কানপুরের অধ্য়াপক ৷ এমনকি কোভিড বিধিনিষেধ ঠিকমতো না মানলে ওই সময় প্রতিদিন সংক্রামিত রোগীর সংখ্য়া দ্বিতীয় ঢেউয়ের অর্ধেক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর তৃতীয় ঢেউয়ে যদি সার্স-কোভ-2-এর আরও শক্তিশালী কোনও ভ্যারিয়্যান্টের উৎপত্তি হয়, তাহলে সংক্রমণ ছড়াবে আরও দ্রুত ৷
আরও পড়ুন : Corona in India : কোভিডের নিত্যনতুন সংস্করণ চিনতে ভাইরাসের ডিএনএর চরিত্র বোঝায় জোর ভেঙ্কাইয়ার
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক গত বছর করোনাভাইরাস সংক্রমণের পূর্বাভাস পাওয়ার জন্য এই প্যানেল গঠন করে ৷ আর তা জানতে "ম্যাথামেটিকাল মডেল" (mathematical models) "সূত্র মডেল" (Sutra Model) ব্যবহার করা হয় ৷ এই প্যানেলের বিজ্ঞানী আগরওয়াল একটি টুইটে লেখেন, "আমরা তিন ধরনের পরিস্থিতির আভাস পেয়েছি ৷ একটা আশাজনক, অগস্টে হয়ত স্বাভাবিক জীবন যাপন ফিরে আসবে, নতুন কোনও মিউট্যান্ট থাকবে না ৷ দ্বিতীয়টি মাঝারি, যেখানে আশাজনক পরিস্থিতিতেও ভ্যাকসিনেশন 20% কম কাজ করতে পারে ৷ আর তৃতীয় বা শেষটি হতাশাজনক ৷ হতে পারে যে অগস্টে 25% বেশি সংক্রমণের ক্ষমতাসম্পন্ন নতুন কোনও মিউট্যান্ট ছড়িয়ে পড়ল (ডেল্টার চেয়ে বেশি শক্তিশালী ডেল্টা প্লাস নয়) ৷" টুইটে তাঁর পোস্ট করা রেখাচিত্র অনুযায়ী অগস্টের মাঝামাঝি দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের মাত্রা মাঝামাঝি অবস্থায় আসবে আর হয়ত তৃতীয় ঢেউ অক্টোবর-নভেম্বরের মধ্যে শিখরে পৌঁছাবে ৷ তবে তিনি আশ্বস্ত করেছেন, যত বেশি সংখ্যায় ভ্যাকসিনেশন হবে, তৃতীয় বা চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা তত কমবে ৷ তাঁর উল্লেখিত আশাজনক পরিস্থিতিতে প্রতিদিন সংক্রমণ 50,000 থেকে 1,00,000-এর মধ্যে থাকবে ৷ আর মাঝারি ক্ষেত্রে তা এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৷
এই প্যানেলের অন্য সদস্য আইআইটি-হায়দরাবাদের অধ্যাপক এম বিদ্যাসাগর জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে হাসপাতালের ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম হবে ৷ এই প্রসঙ্গে তিনি ব্রিটেনের উদাহরণ দিয়ে বলেন, "ব্রিটেনে ভ্যাকসিনেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা কমেছে ৷ তিনটি পরিস্থিতির আভাসের ক্ষেত্রে এই বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে ৷"
তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস দিতে দেরি হওয়ার তিনটি কারণ প্রসঙ্গে আগরওয়াল বলেছেন, "প্রথমত, সংক্রমণের জের কাটিয়ে ওঠা জনসংখ্য়ার মধ্যে রোগপ্রতিরোধক ক্ষমতা, দ্বিতীয়, এই ক্ষমতার উপর ভ্যাকসিনেশনের প্রভাব ৷ তৃতীয়, এই দুটি বিষয় (Factor)-কে কী ভাবে সূত্র মডেলে ব্যবহার করব ৷" তবে তা সম্ভব আর প্রথম দুটি বিষয়ে বিস্তারিত তথ্য প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানী ৷ আগামী মাসগুলিতে ভ্য়াকসিনেশনের হার-সহ একাধিক বিষয়ের উপরে নজর রাখছেন তাঁরা ৷