নয়াদিল্লি, 14 এপ্রিল: ইস্তাগাসা, ইনসদাদি, তাসদিক, ইত্তিলা, খানা তলাশি, মজরুবের মতো 383টি উর্দু-ফার্সি শব্দ এ বার দিল্লি পুলিশের অভিধান থেকে উধাও হতে চলেছে । অর্থাৎ যে কোনও মামলায় আপনি পক্ষ হয়ে থাকলে, এই শব্দগুলির অর্থ খুঁজতে আপনাকে উর্দু ও ফার্সি অভিধান নিয়ে বসতে হবে না । কারণ দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা অবিলম্বে এই শব্দগুলির ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ৷ তাঁর দাবি, এই শব্দগুলি সাধারণ মানুষের জন্য সমস্যা সৃষ্টি করে । বলা হয়েছে, উর্দু-ফার্সির পরিবর্তে সহজ হিন্দি বা ইংরেজি শব্দ ব্যবহার করতে হবে, যা মানুষ সহজেই বুঝতে পারে ।
2018 সালে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল । 2019 সালের 7 অগাস্ট সেই মামলায় রায় দেওয়ার সময় দিল্লি হাইকোর্ট বলেছিল যে, অভিযোগকারীর কথায় এফআইআর নথিভুক্ত করা উচিত । এতে খুব বেশি জটিল ভাষা ব্যবহার করা উচিত নয় । বিশালাক্ষ্মী বনাম ভারত সরকারের মামলায় রায় দিতে গিয়ে আদালত মন্তব্য করেছে যে, পুলিশ অফিসাররা সাধারণ জনগণের জন্য কাজ করছেন ৷ উর্দু-ফার্সিতে ডক্টরেট ডিগ্রিধারীদের জন্য নয় । আদালত বলেছিল যে, পুলিশের এফআইআর-এ এমন জটিল ভাষা ব্যবহার করা উচিত নয়, যার অর্থ খুঁজতে কোনও পক্ষকে উর্দু-ফার্সি অভিধান ব্যবহার করতে হবে ।
ব্রিটিশ শাসনকাল থেকেই পুলিশ তাদের কাজে উর্দু-ফার্সি শব্দ ব্যবহার করে আসছে । এফআইআর, চার্জশিট এবং জেনারেল ডায়েরিতে এই ধরনের শব্দগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে । এই শব্দগুলি এত কঠিন যে, প্রায়শই শিক্ষিত লোকেরাও সেগুলি বুঝতে পারেন না । এই সমস্যা থেকে মুক্তি পেতে নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিন্দি ও ইংরেজি কথোপকথনের শব্দ দিয়ে উর্দু-ফার্সি শব্দ প্রতিস্থাপন করতে হবে ।
কোন কোন শব্দ বাদ দিতে হবে এবং তাদের জায়গায় হিন্দি ও ইংরেজি শব্দ ব্যবহার করতে হবে, তার একটি তালিকাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ বিজ্ঞপ্তিতে 383টি উর্দু-ফার্সি শব্দের একটি তালিকা দেওয়া হয়েছে, যেগুলি হিন্দি এবং ইংরেজিতে সহজ শব্দ দিয়ে প্রতিস্থাপিত হবে । বলা হয়েছে, পুলিশকর্মী বা কর্মকর্তাদের জেনারেল ডায়েরি লেখার সময়, চার্জশিট তৈরির সময় যতটা সম্ভব সহজ শব্দ ব্যবহার করতে হবে, যা অভিযোগকারী সহজেই বুঝতে পারবেন । যাঁরা তা করবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পড়ল অবমাননাকর পোস্টার, গ্রেফতার 6