ETV Bharat / bharat

গতকালের তুলনায় দেশে কিছুটা বাড়ল সংক্রমণ

দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 78 হাজার 909 । এখনও পর্যন্ত কোরোনা থেকে মোট সুস্থ হয়েছে 92 লাখ 78 হাজার 946 জন ৷

Coronavirus
কোরোনাভাইরাস
author img

By

Published : Dec 9, 2020, 11:55 AM IST

দিল্লি, 9 ডিসেম্বর : দেশে বেশ কয়েকদিন ধরে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 30 হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল । তবে, গতকাল পাঁচ মাসের মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সবথেকে কম ছিল । কিন্তু, 24 ঘণ্টায় ফের কিছুটা বাড়ল সংক্রমণ । স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় মোট 32,080 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এই নিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 97 লাখ 35 হাজার 850 জন ৷

অন্যদিকে, 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 402 জনের । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 41 হাজার 360 জন । দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 78 হাজার 909 । এখনও পর্যন্ত কোরোনা থেকে মোট সুস্থ হয়েছে 92 লাখ 78 হাজার 946 জন ৷ 24 ঘণ্টায় দেশে 10 লাখ 22 হাজার 720 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । 8 সেপ্টেম্বর পর্যন্ত মোট 14 কোটি 98 লাখ 36 হাজার 767 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । এরপরেই দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক , অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে । স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, 18 সেপ্টেম্বরে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 10 লাখ । 8 অক্টোবর তা কমে হয় 9 লাখ । 16 , 22 , 29 অক্টোবর আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে 8 লাখ , 7 লাখ ও 6 লাখ । 10 নভেম্বর পাঁচ লাখ এবং 6 ডিসেম্বরে ছিল চার লাখ ।

দিল্লি, 9 ডিসেম্বর : দেশে বেশ কয়েকদিন ধরে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 30 হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল । তবে, গতকাল পাঁচ মাসের মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সবথেকে কম ছিল । কিন্তু, 24 ঘণ্টায় ফের কিছুটা বাড়ল সংক্রমণ । স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় মোট 32,080 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এই নিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 97 লাখ 35 হাজার 850 জন ৷

অন্যদিকে, 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 402 জনের । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 41 হাজার 360 জন । দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 78 হাজার 909 । এখনও পর্যন্ত কোরোনা থেকে মোট সুস্থ হয়েছে 92 লাখ 78 হাজার 946 জন ৷ 24 ঘণ্টায় দেশে 10 লাখ 22 হাজার 720 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । 8 সেপ্টেম্বর পর্যন্ত মোট 14 কোটি 98 লাখ 36 হাজার 767 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । এরপরেই দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক , অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে । স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, 18 সেপ্টেম্বরে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 10 লাখ । 8 অক্টোবর তা কমে হয় 9 লাখ । 16 , 22 , 29 অক্টোবর আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে 8 লাখ , 7 লাখ ও 6 লাখ । 10 নভেম্বর পাঁচ লাখ এবং 6 ডিসেম্বরে ছিল চার লাখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.