ETV Bharat / bharat

Modi Reveals Tiger Census Data: 2022 শুমারি মতে দেশে বাঘের সংখ্যা 3167; গর্বের বিষয়, বলছেন মোদি

author img

By

Published : Apr 9, 2023, 4:02 PM IST

Updated : Apr 9, 2023, 4:43 PM IST

টুপি এবং খাকি পোশাক পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার বান্দিপুর টাইগার রিজার্ভে পৌঁছন । তিনি জানিয়েছেন, 2022 সালে দেশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে 3,167 ৷ গতকাল তেলাঙ্গানা ও তামিলনাড়ু সফরের পর মোদির দুই দিনের দক্ষিণ ভারত সফরের আজ দ্বিতীয় দিন ।

Modi Reveals Tiger Census Data
মোদি ও বাঘ

মাইসুরু (কর্ণাটক), 9 এপ্রিল: 2022 সালে ভারতে বাঘের সংখ্যা 3,167 ৷ রবিবার সাম্প্রতিক ব্যাঘ্রশুমারির এই তথ্য প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, দেশের জন্য এটা খুবই গর্বের বিষয় ৷

তথ্য বলছে যে, 2006 সালে দেশে বাঘের সংখ্যা ছিল 1,411 ৷ 2010 সালে ছিল 1,706 ৷ 2014 সালে সেই সংখ্যা আরও বেড়ে হয় 2,226 ৷ 2018 সালে হয় 2,967 এবং 2022 সালে তা আরও বেড়ে হয়েছে 3,167 । ব্যাঘ্র প্রকল্পের 50 বছর উদযাপনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী 'ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স'-এর উদ্বোধন করেন ৷ এই উদ্যোগ বাঘ ও সিংহ-সহ বিশ্বের সাতটি বিগ ক্যাটের সুরক্ষা এবং সংরক্ষণের উপর জোর দেবে । অমৃতকাল কা টাইগার ভিশন নামে একটি পুস্তিকাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, যা আগামী 25 বছরে বাঘ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে ।

কর্ণাটক সফরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যান বন্দিপুর টাইগার রিজার্ভে ৷ মাথায় টুপি, খাকি প্যান্ট ও এক হাতে জ্যাকেট নিয়ে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে অন্য মেজাজে । এ দিন প্রধানমন্ত্রী বলেন যে, "বন্যপ্রাণী সুরক্ষা একটি সর্বজনীন বিষয় ৷ আইবিসিএ (ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স) হল বিগ ক্যাটদের সুরক্ষা এবং সংরক্ষণের জন্য ভারতের একটা প্রচেষ্টা । কয়েক দশক আগে ভারতে চিতা অবলুপ্ত হয়ে গিয়েছিল । আমরা নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে এই দুর্দান্ত জন্তুকে ভারতে নিয়ে এসেছি । এটি বিগ ক্যাটের প্রথম সফল আন্তঃমহাদেশীয় স্থানান্তর ৷"

বন্যপ্রাণীর উন্নতির জন্য, বাস্তুতন্ত্রের উন্নতি গুরুত্বপূর্ণ ৷ ভারতে এটা ঘটছে বলে জানান প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, "ভারত এমন একটি দেশ যেখানে প্রকৃতি রক্ষা করা সংস্কৃতির অংশ...আমরা বাস্তুশাস্ত্র এবং অর্থনীতির মধ্যে দ্বন্দ্বে বিশ্বাস করি না, তবে উভয়ের মধ্যে সহাবস্থানকে গুরুত্ব দিই ৷"

2019 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী এশিয়ায় "চাহিদা নিরসনে" এবং দৃঢ়ভাবে শিকার ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য রোধ করার জন্য 'গ্লোবাল লিডারদের জোট'-এর কাছে আহ্বান জানিয়েছিলেন । বিশ্বের সাতটি বিগ ক্যাট - বাঘ, সিংহ, চিতাবাঘ, স্নো লেপার্ড, পুমা, জাগুয়ার এবং চিতা - এই প্রজাতিগুলির আশ্রয়কারী রেঞ্জের দেশগুলির সদস্যপদ নিয়ে ভারত আইবিসিএ চালু করেছে ৷

বাঘ সংরক্ষণের জন্য 1973 সালের 1 এপ্রিল 'প্রজেক্ট টাইগার' চালু করে ভারত । প্রাথমিকভাবে এটি 18,278 বর্গ কিমি জুড়ে বিস্তৃত নয়টি ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রকে কভার করেছিল । বর্তমানে 75,000 বর্গ কিমি (দেশের ভৌগোলিক এলাকার প্রায় 2.4 শতাংশ) জুড়ে বিস্তৃত 53টি বাঘ সংরক্ষণাগার রয়েছে ।

প্রধানমন্ত্রী রবিবার সকালে নৈসর্গিক বন্দিপুর টাইগার রিজার্ভে কাটান ৷ সেখানে তিনি একটি জিপে সাফারিতে যান এবং বন্যপ্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য উপভোগ করেন ।

আরও পড়ুন: বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে চেনা ছকের বাইরে প্রধানমন্ত্রী

মাইসুরু (কর্ণাটক), 9 এপ্রিল: 2022 সালে ভারতে বাঘের সংখ্যা 3,167 ৷ রবিবার সাম্প্রতিক ব্যাঘ্রশুমারির এই তথ্য প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, দেশের জন্য এটা খুবই গর্বের বিষয় ৷

তথ্য বলছে যে, 2006 সালে দেশে বাঘের সংখ্যা ছিল 1,411 ৷ 2010 সালে ছিল 1,706 ৷ 2014 সালে সেই সংখ্যা আরও বেড়ে হয় 2,226 ৷ 2018 সালে হয় 2,967 এবং 2022 সালে তা আরও বেড়ে হয়েছে 3,167 । ব্যাঘ্র প্রকল্পের 50 বছর উদযাপনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী 'ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স'-এর উদ্বোধন করেন ৷ এই উদ্যোগ বাঘ ও সিংহ-সহ বিশ্বের সাতটি বিগ ক্যাটের সুরক্ষা এবং সংরক্ষণের উপর জোর দেবে । অমৃতকাল কা টাইগার ভিশন নামে একটি পুস্তিকাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, যা আগামী 25 বছরে বাঘ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে ।

কর্ণাটক সফরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যান বন্দিপুর টাইগার রিজার্ভে ৷ মাথায় টুপি, খাকি প্যান্ট ও এক হাতে জ্যাকেট নিয়ে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে অন্য মেজাজে । এ দিন প্রধানমন্ত্রী বলেন যে, "বন্যপ্রাণী সুরক্ষা একটি সর্বজনীন বিষয় ৷ আইবিসিএ (ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স) হল বিগ ক্যাটদের সুরক্ষা এবং সংরক্ষণের জন্য ভারতের একটা প্রচেষ্টা । কয়েক দশক আগে ভারতে চিতা অবলুপ্ত হয়ে গিয়েছিল । আমরা নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে এই দুর্দান্ত জন্তুকে ভারতে নিয়ে এসেছি । এটি বিগ ক্যাটের প্রথম সফল আন্তঃমহাদেশীয় স্থানান্তর ৷"

বন্যপ্রাণীর উন্নতির জন্য, বাস্তুতন্ত্রের উন্নতি গুরুত্বপূর্ণ ৷ ভারতে এটা ঘটছে বলে জানান প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, "ভারত এমন একটি দেশ যেখানে প্রকৃতি রক্ষা করা সংস্কৃতির অংশ...আমরা বাস্তুশাস্ত্র এবং অর্থনীতির মধ্যে দ্বন্দ্বে বিশ্বাস করি না, তবে উভয়ের মধ্যে সহাবস্থানকে গুরুত্ব দিই ৷"

2019 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী এশিয়ায় "চাহিদা নিরসনে" এবং দৃঢ়ভাবে শিকার ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য রোধ করার জন্য 'গ্লোবাল লিডারদের জোট'-এর কাছে আহ্বান জানিয়েছিলেন । বিশ্বের সাতটি বিগ ক্যাট - বাঘ, সিংহ, চিতাবাঘ, স্নো লেপার্ড, পুমা, জাগুয়ার এবং চিতা - এই প্রজাতিগুলির আশ্রয়কারী রেঞ্জের দেশগুলির সদস্যপদ নিয়ে ভারত আইবিসিএ চালু করেছে ৷

বাঘ সংরক্ষণের জন্য 1973 সালের 1 এপ্রিল 'প্রজেক্ট টাইগার' চালু করে ভারত । প্রাথমিকভাবে এটি 18,278 বর্গ কিমি জুড়ে বিস্তৃত নয়টি ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রকে কভার করেছিল । বর্তমানে 75,000 বর্গ কিমি (দেশের ভৌগোলিক এলাকার প্রায় 2.4 শতাংশ) জুড়ে বিস্তৃত 53টি বাঘ সংরক্ষণাগার রয়েছে ।

প্রধানমন্ত্রী রবিবার সকালে নৈসর্গিক বন্দিপুর টাইগার রিজার্ভে কাটান ৷ সেখানে তিনি একটি জিপে সাফারিতে যান এবং বন্যপ্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য উপভোগ করেন ।

আরও পড়ুন: বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে চেনা ছকের বাইরে প্রধানমন্ত্রী

Last Updated : Apr 9, 2023, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.