ETV Bharat / bharat

Stray Dogs Mauled Girl: হিমাচলে কুকুরের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর - পথকুকুর

পথকুকুরের কামড়ে মৃত্যু হল 3 বছরের এক শিশুকন্যার (3 Years Old Girl Mauled to Death by Stray Dogs) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের হামিরপুরে ৷

3 Years Old Girl Mauled to Death by Stray Dogs in Himachal Pradesh Hamirpur
3 Years Old Girl Mauled to Death by Stray Dogs in Himachal Pradesh Hamirpur
author img

By

Published : Nov 26, 2022, 1:40 PM IST

হামিরপুর (হিমাচল প্রদেশ), 26 নভেম্বর: পথকুকুরের কামড়ে মৃত্যু হল 3 বছরের শিশুকন্যার (3 Years Old Girl Mauled to Death by Stray Dogs) ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের হামিরপুরে ৷ জানা গিয়েছে, শিশুটি শৌচালয়ে যাবে বলে, ঘর থেকে বেরিয়েছিল ৷ সেই সময় বাড়ির সামনে থাকা বেশ কয়েকটি পথকুকুর তার উপর হামলা করে ৷ শিশুটির পরিবারের লোকজনের দাবি তাকে কামড়ানোর পাশাপাশি, টেনে হিঁচড়ে বাড়ির পিছনে ঝোপের মধ্যে নিয়ে যায় ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরনোর পরেই, শিশুটির উপর কয়েকটি কুকুর লাফিয়ে পড়ে ৷ সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও, ব্যর্থ হয় ৷ শিশুটিকে মাটিতে ফেলে কামড়াতে থাকে কুকুরগুলি (Stray Dogs Mauled Girl) ৷ তবে, বাড়ির লোক তাকে বাঁচানোর আগেই কুকুরগুলি শিশুটিকে টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে যায় ৷ সেখান থেকে তাকে উদ্ধার করার আগেই শরীরের অধিকাংশ জায়গা কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় ৷ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, সেখানে তাকে মৃত ঘোষণা করে ৷

আরও পড়ুন: ইন্দোরে পথ কুকুরকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 2 যুবক

শিশুটির বাড়ি পঞ্জাবের ৷ বাবা এখানে সাফাইকর্মীর কাজ করেন ৷ স্থানীয়দের অভিযোগ, এই ঘটনা প্রথমবার নয় ৷ এর আগেও একাধিক শিশুকে কামড়েছে ওই এলাকার পথকুকুর ৷ প্রশাসনকে এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে স্থানীয়রা ৷ পুলিশ এই ঘটনার খবর পেয়ে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

হামিরপুর (হিমাচল প্রদেশ), 26 নভেম্বর: পথকুকুরের কামড়ে মৃত্যু হল 3 বছরের শিশুকন্যার (3 Years Old Girl Mauled to Death by Stray Dogs) ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের হামিরপুরে ৷ জানা গিয়েছে, শিশুটি শৌচালয়ে যাবে বলে, ঘর থেকে বেরিয়েছিল ৷ সেই সময় বাড়ির সামনে থাকা বেশ কয়েকটি পথকুকুর তার উপর হামলা করে ৷ শিশুটির পরিবারের লোকজনের দাবি তাকে কামড়ানোর পাশাপাশি, টেনে হিঁচড়ে বাড়ির পিছনে ঝোপের মধ্যে নিয়ে যায় ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরনোর পরেই, শিশুটির উপর কয়েকটি কুকুর লাফিয়ে পড়ে ৷ সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও, ব্যর্থ হয় ৷ শিশুটিকে মাটিতে ফেলে কামড়াতে থাকে কুকুরগুলি (Stray Dogs Mauled Girl) ৷ তবে, বাড়ির লোক তাকে বাঁচানোর আগেই কুকুরগুলি শিশুটিকে টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে যায় ৷ সেখান থেকে তাকে উদ্ধার করার আগেই শরীরের অধিকাংশ জায়গা কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় ৷ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, সেখানে তাকে মৃত ঘোষণা করে ৷

আরও পড়ুন: ইন্দোরে পথ কুকুরকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 2 যুবক

শিশুটির বাড়ি পঞ্জাবের ৷ বাবা এখানে সাফাইকর্মীর কাজ করেন ৷ স্থানীয়দের অভিযোগ, এই ঘটনা প্রথমবার নয় ৷ এর আগেও একাধিক শিশুকে কামড়েছে ওই এলাকার পথকুকুর ৷ প্রশাসনকে এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে স্থানীয়রা ৷ পুলিশ এই ঘটনার খবর পেয়ে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.