ETV Bharat / bharat

punjab terror suspects arrested : তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ - Bhikhiwinid

পঞ্জাবে ধৃত তিন সন্দেহভাজন জঙ্গি ৷ উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ৷

punjab terror suspects arrested
তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ
author img

By

Published : Sep 24, 2021, 3:13 PM IST

তরণ তারণ (পঞ্জাব), 24 সেপ্টেম্বর : পঞ্জাবের তরণ তারণ জেলার ভগবানপুরা গ্রাম থেকে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷

ভিখিউইন্ডের পুলিশ আধিকারিক নভদীপ সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, পুলিশ যখন ওই তিন সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করতে যায় তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং পালানোর চেষ্টা করে ৷ যদিও পরে পুলিশ তাদের ধরে ফেলে ৷ গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Minor Girl Gang Raped : মহারাষ্ট্রের থানেতে কয়েক মাস ধরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত 30

নভদীপ সিং আরও জানিয়েছেন, ধৃত তিন জনেরই যোগ রয়েছে গরম খিয়ালি আন্দোলনের সঙ্গে ৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ ধৃত এই তিন সন্দেহভাজন জঙ্গিদের নেতা কানাডা থেকে তাদের নির্দেশ দিত বলেই সন্দেহ পুলিশের ৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃত তিন জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পঞ্জাব পুলিশ ৷ ধৃতদের থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, প্লাস্টিক বিস্ফোরক ও দুটি হ্যান্ড গ্রেনেড ৷

তরণ তারণ (পঞ্জাব), 24 সেপ্টেম্বর : পঞ্জাবের তরণ তারণ জেলার ভগবানপুরা গ্রাম থেকে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷

ভিখিউইন্ডের পুলিশ আধিকারিক নভদীপ সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, পুলিশ যখন ওই তিন সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করতে যায় তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং পালানোর চেষ্টা করে ৷ যদিও পরে পুলিশ তাদের ধরে ফেলে ৷ গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Minor Girl Gang Raped : মহারাষ্ট্রের থানেতে কয়েক মাস ধরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত 30

নভদীপ সিং আরও জানিয়েছেন, ধৃত তিন জনেরই যোগ রয়েছে গরম খিয়ালি আন্দোলনের সঙ্গে ৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ ধৃত এই তিন সন্দেহভাজন জঙ্গিদের নেতা কানাডা থেকে তাদের নির্দেশ দিত বলেই সন্দেহ পুলিশের ৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃত তিন জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পঞ্জাব পুলিশ ৷ ধৃতদের থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, প্লাস্টিক বিস্ফোরক ও দুটি হ্যান্ড গ্রেনেড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.