ETV Bharat / bharat

জম্মুতে সেনার গুলিতে খতম 3 অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান

author img

By

Published : Jan 20, 2021, 1:36 PM IST

সেনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণরেখার আকনুর সেক্টরের খার এলাকায় পাকিস্তানের দিক থেকে ভারীমাত্রায় শেলিং শুরু হয়৷ আর তখনই সেনা জওয়ানরা বুঝতে পারেন যে কোথাও অনুপ্রবেশ ঘটাতে চাইছে জঙ্গিরা, তাই সেনার নজর ঘোরানোর চেষ্টা চলছে৷

3 infiltrators killed, 4 army soldiers injured on LoC
জম্মুতে নিয়ন্ত্রণ রেখার কাছে নিহত 3 অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান

জম্মু, 20 জানুয়ারি : পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা ৷ নিয়ন্ত্রণরেখাতেই সেই প্রচেষ্টা আটকে দেয় সেনাবাহিনী ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের জম্মু জেলায় ৷ ঘটনায় সেনার গুলিতে খতম তিন অনুপ্রবেশকারী ৷ অন্যদিকে আহত হয়েছেন চার জওয়ান৷ বুধবার সেনার তরফে বিষয়টি জানা গিয়েছে৷

সেনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণরেখার আকনুর সেক্টরের খার এলাকায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে ভারীমাত্রায় শেলিং শুরু হয়৷ আর তখনই জওয়ানরা বুঝতে পারেন যে কোথাও অনুপ্রবেশ ঘটাতে চাইছে জঙ্গিরা, তাই সেনার নজর ঘোরানোর চেষ্টা চলছে ৷ সেই কারণে নিয়ন্ত্রণরেখা বরাবর কড়া নজরদারি চালানো হচ্ছিল৷ সেই সময়ই অনুপ্রবেশের বিষয়টি সামনে আসে৷

আরও পড়ুন : অরুণাচলে চিনা অনুপ্রবেশ ! প্রধানমন্ত্রীকে ‘প্রতিজ্ঞা’র কথা মনে করালেন রাহুল

একটি সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশকারীদের দেহগুলি পাক অধিকৃত কাশ্মীরের দিকে পড়ে রয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ দেহগুলি তুলে নিয়ে যায়নি ৷ সেনা সূত্রে খবর, 2021 সালে এটাই সবচেয়ে বড় সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা৷

জম্মু, 20 জানুয়ারি : পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা ৷ নিয়ন্ত্রণরেখাতেই সেই প্রচেষ্টা আটকে দেয় সেনাবাহিনী ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের জম্মু জেলায় ৷ ঘটনায় সেনার গুলিতে খতম তিন অনুপ্রবেশকারী ৷ অন্যদিকে আহত হয়েছেন চার জওয়ান৷ বুধবার সেনার তরফে বিষয়টি জানা গিয়েছে৷

সেনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণরেখার আকনুর সেক্টরের খার এলাকায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে ভারীমাত্রায় শেলিং শুরু হয়৷ আর তখনই জওয়ানরা বুঝতে পারেন যে কোথাও অনুপ্রবেশ ঘটাতে চাইছে জঙ্গিরা, তাই সেনার নজর ঘোরানোর চেষ্টা চলছে ৷ সেই কারণে নিয়ন্ত্রণরেখা বরাবর কড়া নজরদারি চালানো হচ্ছিল৷ সেই সময়ই অনুপ্রবেশের বিষয়টি সামনে আসে৷

আরও পড়ুন : অরুণাচলে চিনা অনুপ্রবেশ ! প্রধানমন্ত্রীকে ‘প্রতিজ্ঞা’র কথা মনে করালেন রাহুল

একটি সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশকারীদের দেহগুলি পাক অধিকৃত কাশ্মীরের দিকে পড়ে রয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ দেহগুলি তুলে নিয়ে যায়নি ৷ সেনা সূত্রে খবর, 2021 সালে এটাই সবচেয়ে বড় সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.