ETV Bharat / bharat

IAF Officers Sacked পাক ভূখণ্ডে ভুলবশত ব্রহ্মস নিক্ষেপ, বরখাস্ত বায়ুসেনার তিন আধিকারিক - Air Vice Marshal RK Sinha

পাঁচ মাস আগের এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয় ৷ যার নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল আর কে সিনহা (Air Vice Marshal RK Sinha) ৷ সেই তদন্তের নির্যাস হিসেবেই এদিন তিন বায়ুসেনা আধিকারিককে বরখাস্ত করা হল (3 IAF officers sacked for accidental firing of BrahMos missile into Pakistan) ৷

Etv Bharat
বরখাস্ত বায়ুসেনার তিন আধিকারিক
author img

By

Published : Aug 23, 2022, 10:26 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: পাক ভূখণ্ডের দিকে ভুল করে ব্রহ্মস (BrahMos Missile) নিক্ষেপের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রতিরক্ষা মন্ত্রক ৷ গত 9 মার্চের ঘটনায় বায়ুসেনার তিন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করল প্রতিরক্ষা মন্ত্রক ৷ পাঁচ মাস আগের এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয় ৷ যার নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল আরকে সিনহা (Air Vice Marshal RK Sinha) ৷ সেই তদন্তের নির্যাস হিসেবেই এদিন তিন বায়ুসেনা আধিকারিককে বরখাস্ত করা হল (3 IAF officers sacked for accidental firing of BrahMos missile into Pakistan) ৷ প্রতিরক্ষামন্ত্রক ঘটনাটিকে 'গভীর দুঃখজনক' হিসেবে অভিহিত করেছিল আগেই ৷

মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এদিন বলা হয়েছে, "গত 9 মার্চ একটি ব্রহ্মস ভুলবশত ক্ষেপণ করা হয় ৷ বিষয়টি তদন্ত করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয় ৷ তদন্তে উঠে আসে যে, সে সময় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরের দায়িত্বে থাকা বায়ুসেনার তিনজন অফিসারের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট তিন অফিসারকেই দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার তাদের তড়িঘড়ি চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ 23 অগস্টেই তাঁদের বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, চলতি বছরের 9 মার্চ ভারতীয় সুপারসনিক মিসাইল ব্রহ্মস ভুলবশত পাক ভূখণ্ডে ক্ষেপণ করা হয় ৷ যা লাহোর থেকে প্রায় 275 কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ে ৷ এ ব্যাপারে সংসদে বিবৃতি দিয়ে রাজনাথ সিং (Rajnath Singh) বলেছিলেন, 'আমরা যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছি তা অন্য কোনও দেশকে আক্রমণ করার জন্য নয়। তা নেহাতই দেশের নিরাপত্তার জন্য। '

নয়াদিল্লি, 23 অগস্ট: পাক ভূখণ্ডের দিকে ভুল করে ব্রহ্মস (BrahMos Missile) নিক্ষেপের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রতিরক্ষা মন্ত্রক ৷ গত 9 মার্চের ঘটনায় বায়ুসেনার তিন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করল প্রতিরক্ষা মন্ত্রক ৷ পাঁচ মাস আগের এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয় ৷ যার নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল আরকে সিনহা (Air Vice Marshal RK Sinha) ৷ সেই তদন্তের নির্যাস হিসেবেই এদিন তিন বায়ুসেনা আধিকারিককে বরখাস্ত করা হল (3 IAF officers sacked for accidental firing of BrahMos missile into Pakistan) ৷ প্রতিরক্ষামন্ত্রক ঘটনাটিকে 'গভীর দুঃখজনক' হিসেবে অভিহিত করেছিল আগেই ৷

মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এদিন বলা হয়েছে, "গত 9 মার্চ একটি ব্রহ্মস ভুলবশত ক্ষেপণ করা হয় ৷ বিষয়টি তদন্ত করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয় ৷ তদন্তে উঠে আসে যে, সে সময় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরের দায়িত্বে থাকা বায়ুসেনার তিনজন অফিসারের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট তিন অফিসারকেই দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার তাদের তড়িঘড়ি চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ 23 অগস্টেই তাঁদের বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, চলতি বছরের 9 মার্চ ভারতীয় সুপারসনিক মিসাইল ব্রহ্মস ভুলবশত পাক ভূখণ্ডে ক্ষেপণ করা হয় ৷ যা লাহোর থেকে প্রায় 275 কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ে ৷ এ ব্যাপারে সংসদে বিবৃতি দিয়ে রাজনাথ সিং (Rajnath Singh) বলেছিলেন, 'আমরা যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছি তা অন্য কোনও দেশকে আক্রমণ করার জন্য নয়। তা নেহাতই দেশের নিরাপত্তার জন্য। '

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.