ETV Bharat / bharat

'আত্মসমর্পণে আরও সময় চাই', সুপ্রিম কোর্টে আবেদন বিলকিস বানো মামলায় 3 দোষীর - Supreme Court

Bilkis Bano Case: বিলকিস বানো মামলায় দোষীদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ আজ 3 দোষী আরও সময় চেয়ে আদালতের দ্বারস্থ হল ৷

ETV Bharat
বিলকিস বানো
author img

By PTI

Published : Jan 18, 2024, 12:38 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: আত্মসমর্পণের জন্য আরও সময় চাইল বিলকিস বানো মামলায় সাব্যস্ত তিন দোষী ৷ এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা ৷ গত 8 জানুয়ারি গুজরাত সরকারের রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ 2 সপ্তাহের মধ্যে দোষীদের জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত ৷ রবিবার সেই নির্ধারিত সময়ের মেয়াদ শেষ হচ্ছে ৷ তারপর বৃহস্পতিবার তিন দোষী আরও সময় চেয়ে আবেদন জানিয়েছে ৷

বৃহস্পতিবার বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শোনেন ৷ তাঁরা রেজিস্ট্রিকে এই মামলাটি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পাঠানোর কথা জানান ৷ এদিন বেঞ্চ জানায়, "আত্মসমর্পণের জন্য আরও সময় চেয়ে তিনজন আবেদন জানিয়েছে ৷ এদিকে এই বেঞ্চটি পুনর্গঠন করতে হবে ৷ এই বিষয়ে রেজিস্ট্রিকে দেশের প্রধান বিচারপতির কাছ থেকে নির্দেশ নিয়ে আসতে হবে ৷ কারণ রবিবারই সময় শেষ হচ্ছে ৷"

2002 সালে গুজরাত দাঙ্গার সময়ে অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণের অভিযোগ ওঠে 11 জনের বিরুদ্ধে ৷ ধর্ষণ ছাড়াও তারা বিলকিস বানোর পরিবারের 7 জন সদস্যকে খুন করে ৷ মৃতদের মধ্যে বিলকিস বানোর শিশুকন্যাও ছিল ৷ 2022 সালের 15 অগস্ট এই মামলায় 11 জন দোষীকে কারাবাসের সময় শেষের আগেই ছেড়ে দেয় গুজরাত সরকার ও কেন্দ্রীয় সরকার ৷

দোষীদের মুক্তিতে দেশ তোলপাড় হয়ে যায় ৷ 11 জনকে সময়ের আগে মুক্তি দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷ সেই মামলাগুলির শুনানি শুরু হয় ৷ 2024 সালের 8 জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ দোষীদের জেলে আত্মসমর্পণের নির্দেশ দেয় ৷


আরও পড়ুন:

  1. বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
  2. দোষীদের ফাঁসি অথবা আজীবন কারাবাস হওয়া উচিত, মত বিলকিস মামলার একমাত্র প্রত্যক্ষদর্শীর
  3. বিলকিস মামলায় 11 আসামিকে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 18 জানুয়ারি: আত্মসমর্পণের জন্য আরও সময় চাইল বিলকিস বানো মামলায় সাব্যস্ত তিন দোষী ৷ এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা ৷ গত 8 জানুয়ারি গুজরাত সরকারের রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ 2 সপ্তাহের মধ্যে দোষীদের জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত ৷ রবিবার সেই নির্ধারিত সময়ের মেয়াদ শেষ হচ্ছে ৷ তারপর বৃহস্পতিবার তিন দোষী আরও সময় চেয়ে আবেদন জানিয়েছে ৷

বৃহস্পতিবার বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শোনেন ৷ তাঁরা রেজিস্ট্রিকে এই মামলাটি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পাঠানোর কথা জানান ৷ এদিন বেঞ্চ জানায়, "আত্মসমর্পণের জন্য আরও সময় চেয়ে তিনজন আবেদন জানিয়েছে ৷ এদিকে এই বেঞ্চটি পুনর্গঠন করতে হবে ৷ এই বিষয়ে রেজিস্ট্রিকে দেশের প্রধান বিচারপতির কাছ থেকে নির্দেশ নিয়ে আসতে হবে ৷ কারণ রবিবারই সময় শেষ হচ্ছে ৷"

2002 সালে গুজরাত দাঙ্গার সময়ে অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণের অভিযোগ ওঠে 11 জনের বিরুদ্ধে ৷ ধর্ষণ ছাড়াও তারা বিলকিস বানোর পরিবারের 7 জন সদস্যকে খুন করে ৷ মৃতদের মধ্যে বিলকিস বানোর শিশুকন্যাও ছিল ৷ 2022 সালের 15 অগস্ট এই মামলায় 11 জন দোষীকে কারাবাসের সময় শেষের আগেই ছেড়ে দেয় গুজরাত সরকার ও কেন্দ্রীয় সরকার ৷

দোষীদের মুক্তিতে দেশ তোলপাড় হয়ে যায় ৷ 11 জনকে সময়ের আগে মুক্তি দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷ সেই মামলাগুলির শুনানি শুরু হয় ৷ 2024 সালের 8 জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ দোষীদের জেলে আত্মসমর্পণের নির্দেশ দেয় ৷


আরও পড়ুন:

  1. বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
  2. দোষীদের ফাঁসি অথবা আজীবন কারাবাস হওয়া উচিত, মত বিলকিস মামলার একমাত্র প্রত্যক্ষদর্শীর
  3. বিলকিস মামলায় 11 আসামিকে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.