ETV Bharat / bharat

Russian Tourist Death: পুতিনের সমালোচক রাশিয়ান সাংসদ পাভেল আন্তভের রহস্যমৃত্যু ওড়িশায়

25 ডিসেম্বর ওড়িশার রায়াগাদার হোটেলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পাভেল আন্তভ নামের এক রুশ রাজনীতিবিদের দেহ (2nd Russian Tourist Death) । তার দিনকয়েক আগে ওই হোটেলেই মারা গিয়েছেন তাঁর বন্ধু, ভ্লাদিমির বিদেনভ । পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে (2nd Russian Tourist Death in a week)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 27, 2022, 8:46 PM IST

পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশায়

ভুবনেশ্বর, 27 ডিসেম্বর: ওড়িশায় গত কয়েকদিনে মৃত্যু হয়েছে দুই রুশ নাগরিকের । একই হোটেলে পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে । রাশিয়ান আইনপ্রণেতা এবং সমাজসেবী পাভেল আন্তভকে 25 ডিসেম্বর হোটেলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । ওড়িশার রায়গাদায় নিজের 65 বছরের জন্মদিন উদযাপন করছিলেন তিনি । প্রাথমিক রিপোর্টে পুলিশ জানিয়েছে, হোটেলের তৃতীয় তলার জানালা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে (2nd Russian Tourist Death in a week) ।

পাভলের মৃত্যুর দু'দিন আগেই তাঁর আরেক সহকর্মী, 61 বছরেরে ভ্লাদিমির বুদানভকে ওই হোটেলেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । জানা গিয়েছে, ভ্লাদিমির এবং আন্তোভ-সহ চার রাশিয়ান পর্যটক 21 ডিসেম্বর দারিংবাড়ি ঘোরার পর ওই হোটেলে চেক ইন করেছিলেন ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে ধৃত 'সন্দেহজনক' বিদেশি

তদন্তকারীদের তরফে এসপি, বিবেকানন্দ শর্মা বলেন, "21 ডিসেম্বর রায়গাড়ার একটি হোটেলে 4 জন থাকতে এসেছিলেন । 22 ডিসেম্বর সকালে তাঁদের মধ্যে একজন, বি ভ্লাদিমির, মারা যান । ময়নাতদন্তের পরে দেখা যায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । তাঁর বন্ধু, পাভেল আন্তোভ সম্ভবত তাঁর মৃত্যুর পর হতাশায়, মনোকষ্টে ভুগছিলেন । তিনিও 25 ডিসেম্বর মারা যান ।" ওড়িশার ডিজিপি সুনীল বানসাল বলেন, "“আমি ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছি দু'জনের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য । জেলা পুলিশকে তদন্তে সহায়তা করতে হবে । প্রয়োজনে সিবি সম্পূর্ণভাবে মামলার তদন্তভার গ্রহণ করবে ।”

আরও পড়ুন: ক্যারাভ্যানে বিশ্বভ্রমণ ! ঘুরতে ঘুরতে ভারতে পৌঁছলেন 15 দম্পতি

রাশিয়ান সংসদের ভাইস স্পিকার ব্যাচেস্লাভ কার্তুখিন বলেন, "আমাদের সহকর্মী, একজন সফল উদ্যোক্তা এবং সমাজসেবী পাভেল আন্তোভ প্রয়াত হয়েছেন । ইউনাইটেড রাশিয়া উপদলের ডেপুটিদের পক্ষ থেকে, আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি তাঁর পেশাদারিত্ব এবং ব্যক্তিগত গুণাবলী, উভয়ের জন্যই সমাদৃত ছিলেন । পাভেলের মৃত্যু অপূরণীয় ক্ষতি ।"

আরও পড়ুন: ধারাবাহিক বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তানে, মৃত কমপক্ষে 5

পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশায়

ভুবনেশ্বর, 27 ডিসেম্বর: ওড়িশায় গত কয়েকদিনে মৃত্যু হয়েছে দুই রুশ নাগরিকের । একই হোটেলে পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে । রাশিয়ান আইনপ্রণেতা এবং সমাজসেবী পাভেল আন্তভকে 25 ডিসেম্বর হোটেলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । ওড়িশার রায়গাদায় নিজের 65 বছরের জন্মদিন উদযাপন করছিলেন তিনি । প্রাথমিক রিপোর্টে পুলিশ জানিয়েছে, হোটেলের তৃতীয় তলার জানালা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে (2nd Russian Tourist Death in a week) ।

পাভলের মৃত্যুর দু'দিন আগেই তাঁর আরেক সহকর্মী, 61 বছরেরে ভ্লাদিমির বুদানভকে ওই হোটেলেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । জানা গিয়েছে, ভ্লাদিমির এবং আন্তোভ-সহ চার রাশিয়ান পর্যটক 21 ডিসেম্বর দারিংবাড়ি ঘোরার পর ওই হোটেলে চেক ইন করেছিলেন ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে ধৃত 'সন্দেহজনক' বিদেশি

তদন্তকারীদের তরফে এসপি, বিবেকানন্দ শর্মা বলেন, "21 ডিসেম্বর রায়গাড়ার একটি হোটেলে 4 জন থাকতে এসেছিলেন । 22 ডিসেম্বর সকালে তাঁদের মধ্যে একজন, বি ভ্লাদিমির, মারা যান । ময়নাতদন্তের পরে দেখা যায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । তাঁর বন্ধু, পাভেল আন্তোভ সম্ভবত তাঁর মৃত্যুর পর হতাশায়, মনোকষ্টে ভুগছিলেন । তিনিও 25 ডিসেম্বর মারা যান ।" ওড়িশার ডিজিপি সুনীল বানসাল বলেন, "“আমি ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছি দু'জনের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য । জেলা পুলিশকে তদন্তে সহায়তা করতে হবে । প্রয়োজনে সিবি সম্পূর্ণভাবে মামলার তদন্তভার গ্রহণ করবে ।”

আরও পড়ুন: ক্যারাভ্যানে বিশ্বভ্রমণ ! ঘুরতে ঘুরতে ভারতে পৌঁছলেন 15 দম্পতি

রাশিয়ান সংসদের ভাইস স্পিকার ব্যাচেস্লাভ কার্তুখিন বলেন, "আমাদের সহকর্মী, একজন সফল উদ্যোক্তা এবং সমাজসেবী পাভেল আন্তোভ প্রয়াত হয়েছেন । ইউনাইটেড রাশিয়া উপদলের ডেপুটিদের পক্ষ থেকে, আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি তাঁর পেশাদারিত্ব এবং ব্যক্তিগত গুণাবলী, উভয়ের জন্যই সমাদৃত ছিলেন । পাভেলের মৃত্যু অপূরণীয় ক্ষতি ।"

আরও পড়ুন: ধারাবাহিক বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তানে, মৃত কমপক্ষে 5

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.