ETV Bharat / bharat

করোনাকে হারিয়ে একই পরিবারের 26 জন সুস্থ প্রয়াগরাজে - করোনা সংক্রমণ

পরিবারের সদস্য সংখ্যা 26 ৷ এপ্রিলের প্রথম একজন সংক্রামিত হলে, পর পর সবাই কোভিড আক্রান্ত হলেন ৷ তার পরেও পরিবারের প্রবীণ সদস্য 85 থেকে সবচেয়ে ছোট সদস্য সবাই করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷

রাঘবেন্দ্র প্রসাদ মিশ্রর পরিবার
রাঘবেন্দ্র প্রসাদ মিশ্রর পরিবার
author img

By

Published : May 14, 2021, 1:46 PM IST

প্রয়াগরাজ (উত্তর প্রদেশ), 14 মে : একই পরিবারের 26 জন কোভিড আক্রান্ত ৷ কিন্তু আসল চমক এটা যে তারা সবাই একে অপরকে সাহায্য করে কোভিড যুদ্ধে জয়ী হয়েছে ৷ এপ্রিল মাসে পরিবারের কয়েকজন সদস্যের প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷

রাঘবেন্দ্রর পরিবার

রাঘবেন্দ্র প্রসাদ মিশ্র, বয়স 85 ৷ থাকেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৷ তাঁর 8 ছেলে আর তাদের স্ত্রী-পুত্রদের নিয়েই রাঘবেন্দ্রর 26 সদস্যের পরিবার ৷ এপ্রিল মাসে একজনের কোভিড পজিটিভ ধরা পড়ে, পরে বাকিরাও সংক্রামিত হয়ে যান স্বাভাবিক ভাবেই ৷ এর পর একজন সংক্রামিত আরেকজন সংক্রামিতের দেখাশোনা করতে থাকেন, সঙ্গে নিয়মানুযায়ী সহজ জীবন যাপন, ধ্যান আর ভাল চিকিৎসায় একে একে পরিবারের বাচ্চা থেকে প্রবীণ, সবাই সুস্থ হয়ে ওঠেন ৷

আরো পড়ুন : বাংলা-সহ দেশের 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে 19000 কোটি টাকা ট্রান্সফার মোদির

তবে এর মধ্যেও দুশ্চিন্তা ছিল স্বয়ং রাঘবেন্দ্রকে নিয়ে ৷ কারণ, তিনি 2012 সালে তাঁর এক ছেলেকে একটি কিডনি দিয়ে নিজে একটি কিডনি নিয়ে বেঁচে আছেন ৷ যদিও অশীতিপর এই বৃদ্ধ বারে বারেই সবাইকে আশ্বস্ত করেছিলেন যে তিনি সুস্থ হবেন ৷ প্রতিদিন নিয়ম করে যোগ-ব্যায়াম করে ধীরে ধীরে করোনাকে হারিয়ে জয়ী হন পরিবারের প্রবীণ সদস্য ৷

রাঘবেন্দ্রের এক ছেলে দন্ত চিকিৎসক মুনীর মিশ্র নিজে সংক্রামিত হলেও পরিবারের প্রত্যেকের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ৷ তিনি সকলের রক্তচাপ, পালস, অক্সিজেনের মাত্রা মাপতেন প্রতিদিন ৷ যাদের অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করত, তাদের জন্য বাড়িতেই আগেভাগে অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন দূরদৃষ্টিসম্পন্ন চিকিৎসক ৷

আরেক সদস্য শশীও যোগায় ডিপ্লোমা করেছেন রাজর্ষি ট্যান্ডন ওপেন ইউনিভার্সিটি থেকে ৷ তিনি যোগা প্রশিক্ষক হিসেবে কাজ করতেন ৷ পরিবারের 26-31 বছর বয়সীদের প্রতিদিন সকাল, সন্ধেয় যোগার ট্রেনিং দিতেন তিনি ৷

যখন প্রতিদিন চারিদিকে বাড়তে থাকা সংক্রমণ আর মৃ্ত্যুর খবরে ভারাক্রান্ত সংক্রামিত ও তাঁর পরিবার, তখন রাঘবেন্দ্র একটু আশার আলো দেখালেন অবশ্যই ৷

প্রয়াগরাজ (উত্তর প্রদেশ), 14 মে : একই পরিবারের 26 জন কোভিড আক্রান্ত ৷ কিন্তু আসল চমক এটা যে তারা সবাই একে অপরকে সাহায্য করে কোভিড যুদ্ধে জয়ী হয়েছে ৷ এপ্রিল মাসে পরিবারের কয়েকজন সদস্যের প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷

রাঘবেন্দ্রর পরিবার

রাঘবেন্দ্র প্রসাদ মিশ্র, বয়স 85 ৷ থাকেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৷ তাঁর 8 ছেলে আর তাদের স্ত্রী-পুত্রদের নিয়েই রাঘবেন্দ্রর 26 সদস্যের পরিবার ৷ এপ্রিল মাসে একজনের কোভিড পজিটিভ ধরা পড়ে, পরে বাকিরাও সংক্রামিত হয়ে যান স্বাভাবিক ভাবেই ৷ এর পর একজন সংক্রামিত আরেকজন সংক্রামিতের দেখাশোনা করতে থাকেন, সঙ্গে নিয়মানুযায়ী সহজ জীবন যাপন, ধ্যান আর ভাল চিকিৎসায় একে একে পরিবারের বাচ্চা থেকে প্রবীণ, সবাই সুস্থ হয়ে ওঠেন ৷

আরো পড়ুন : বাংলা-সহ দেশের 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে 19000 কোটি টাকা ট্রান্সফার মোদির

তবে এর মধ্যেও দুশ্চিন্তা ছিল স্বয়ং রাঘবেন্দ্রকে নিয়ে ৷ কারণ, তিনি 2012 সালে তাঁর এক ছেলেকে একটি কিডনি দিয়ে নিজে একটি কিডনি নিয়ে বেঁচে আছেন ৷ যদিও অশীতিপর এই বৃদ্ধ বারে বারেই সবাইকে আশ্বস্ত করেছিলেন যে তিনি সুস্থ হবেন ৷ প্রতিদিন নিয়ম করে যোগ-ব্যায়াম করে ধীরে ধীরে করোনাকে হারিয়ে জয়ী হন পরিবারের প্রবীণ সদস্য ৷

রাঘবেন্দ্রের এক ছেলে দন্ত চিকিৎসক মুনীর মিশ্র নিজে সংক্রামিত হলেও পরিবারের প্রত্যেকের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ৷ তিনি সকলের রক্তচাপ, পালস, অক্সিজেনের মাত্রা মাপতেন প্রতিদিন ৷ যাদের অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করত, তাদের জন্য বাড়িতেই আগেভাগে অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন দূরদৃষ্টিসম্পন্ন চিকিৎসক ৷

আরেক সদস্য শশীও যোগায় ডিপ্লোমা করেছেন রাজর্ষি ট্যান্ডন ওপেন ইউনিভার্সিটি থেকে ৷ তিনি যোগা প্রশিক্ষক হিসেবে কাজ করতেন ৷ পরিবারের 26-31 বছর বয়সীদের প্রতিদিন সকাল, সন্ধেয় যোগার ট্রেনিং দিতেন তিনি ৷

যখন প্রতিদিন চারিদিকে বাড়তে থাকা সংক্রমণ আর মৃ্ত্যুর খবরে ভারাক্রান্ত সংক্রামিত ও তাঁর পরিবার, তখন রাঘবেন্দ্র একটু আশার আলো দেখালেন অবশ্যই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.