ETV Bharat / bharat

Dalit Families: উচ্চবর্ণের অত্যাচার ! বাঁচতে বৌদ্ধধর্ম গ্রহণ করল রাজস্থানের একাধিক দলিত পরিবার - দলিত পরিবারের উপর অত্যাচার

রাজস্থানের বারান জেলার ছাবড়া এলাকায় দলিতদের উপর উচ্চবর্ণের অত্যাচারের অভিযোগ উঠেছে (torture on Dalit families in Rajasthan) ৷ প্রতিবাদে বৌদ্ধধর্ম গ্রহণ করেছে প্রায় 250টি পরিবার (Dalit families adopted Buddhism) ৷

ETV Bharat
atrocities on dalit families
author img

By

Published : Oct 22, 2022, 7:31 PM IST

বারান (রাজস্থান), 22 অক্টোবর: 2022 সালের আধুনিক দুনিয়ায় দাঁড়িয়েও দেশের নানা প্রান্তে এখনও ঘটে চলেছে জাতি, বর্ণের ভিত্তিতে এক শ্রেণির মানুষের উপর অত্যাচারের ঘটনা ৷ রাজস্থান থেকেও সম্প্রতি এরকম এক ঘটনার খবর মিলেছে ৷ এখানকার বারান জেলার ছাবড়া এলাকার ভুলো গ্রামে উচ্চবর্ণের নিগ্রহের হাত থেকে বাঁচতে বৌদ্ধধর্ম গ্রহণ করেছে 250টি পরিবার (Dalit families adopted Buddhism) ৷

শুক্রবার এই পরিবারগুলি একটি প্রতিবাদ মিছিল বের করে ও বৈথালি নদীতে বিভিন্ন দেব-দেবীর মূর্তি বিসর্জন করে ৷ প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দেন তাঁরা ৷ প্রতিবাদীদের মধ্যে বালমুকুন্দ বৈরা নামে এক ব্যক্তি জানিয়েছেন, গত 5 অক্টোবর ভুলো গ্রামের দুই বাসিন্দা রাজেন্দ্র এবং রামেথ ঐরওয়াল যখন দুর্গার পুজো করছিলেন সেসময় সহকারী পঞ্চায়েত প্রধান রাহুল শর্মা লালচাঁদ লোধা তাঁদের উপর চড়াও হয় ৷ তারপরে আমরা পুলিশ-প্রশাসনে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি (torture on Dalit families in Rajasthan) ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রথম সাইবার অপরাধীর সাজা ঘোষণা, কম্পিউটার ইঞ্জিনিয়রের যাবজ্জীবন

এই ঘটনার প্রতিবাদেই শুক্রবার মিছিল বের করে দলিত পরিবারগুলি (Rajasthan Dalit Families) ৷ তার পরেই তাঁরা বাবাসাহেব আম্বেদকরের নামে শপথ নেন ৷ অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে পুজা নগরের ডিএসপি জানিয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত চলছে ৷ তবে তাঁর পালটা দাবি বিষয়টিতে রাজনীতির রং দেওয়ার চেষ্টা হচ্ছে ৷

বারান (রাজস্থান), 22 অক্টোবর: 2022 সালের আধুনিক দুনিয়ায় দাঁড়িয়েও দেশের নানা প্রান্তে এখনও ঘটে চলেছে জাতি, বর্ণের ভিত্তিতে এক শ্রেণির মানুষের উপর অত্যাচারের ঘটনা ৷ রাজস্থান থেকেও সম্প্রতি এরকম এক ঘটনার খবর মিলেছে ৷ এখানকার বারান জেলার ছাবড়া এলাকার ভুলো গ্রামে উচ্চবর্ণের নিগ্রহের হাত থেকে বাঁচতে বৌদ্ধধর্ম গ্রহণ করেছে 250টি পরিবার (Dalit families adopted Buddhism) ৷

শুক্রবার এই পরিবারগুলি একটি প্রতিবাদ মিছিল বের করে ও বৈথালি নদীতে বিভিন্ন দেব-দেবীর মূর্তি বিসর্জন করে ৷ প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দেন তাঁরা ৷ প্রতিবাদীদের মধ্যে বালমুকুন্দ বৈরা নামে এক ব্যক্তি জানিয়েছেন, গত 5 অক্টোবর ভুলো গ্রামের দুই বাসিন্দা রাজেন্দ্র এবং রামেথ ঐরওয়াল যখন দুর্গার পুজো করছিলেন সেসময় সহকারী পঞ্চায়েত প্রধান রাহুল শর্মা লালচাঁদ লোধা তাঁদের উপর চড়াও হয় ৷ তারপরে আমরা পুলিশ-প্রশাসনে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি (torture on Dalit families in Rajasthan) ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রথম সাইবার অপরাধীর সাজা ঘোষণা, কম্পিউটার ইঞ্জিনিয়রের যাবজ্জীবন

এই ঘটনার প্রতিবাদেই শুক্রবার মিছিল বের করে দলিত পরিবারগুলি (Rajasthan Dalit Families) ৷ তার পরেই তাঁরা বাবাসাহেব আম্বেদকরের নামে শপথ নেন ৷ অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে পুজা নগরের ডিএসপি জানিয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত চলছে ৷ তবে তাঁর পালটা দাবি বিষয়টিতে রাজনীতির রং দেওয়ার চেষ্টা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.