নয়াদিল্লি, 10 এপ্রিল: আবারও বিমানে বিভ্রাট ! আবারও পাকড়াও যাত্রী ! আবারও খবরে এয়ার ইন্ডিয়া ! সোমবার দিল্লি পুলিশ 25 বছরের এক যুবককে আটক করে ৷ ওই যুবকের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের দুই কর্মীর সঙ্গে অশোভনীয় ব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিমানটি দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল ৷ কিন্তু, উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে ফের দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে হয় ৷ কারণ, বিমানের এক যাত্রী কেবিন ক্রুর দুই সদস্যকে শারীরিকভাবে হেনস্থা করেন ! এই ঘটনার জেরে ওই যাত্রীকে সটান বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীতে তাঁকে আটক করে পুলিশ ৷ ধৃতের নাম জসকিরত সিং ৷
বিমানবন্দরের ডেপুটি পুলিশ কমিশনার দাবেশ কুমার মাহলা এই প্রসঙ্গে জানিয়েছেন, "আমাদের কাছে এই ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় ৷ তার ভিত্তিতেই আমরা জসকিরত সিং নামে এক যুবককে গ্রেফতার করি ৷ তিনি তাঁর অভিভাবকদের সঙ্গে লন্ডন যাচ্ছিলেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে ৷" দাবেশ জানান, অশোভনীয় আচরণের জন্য ওই যুবককে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তার তদন্ত করে দেখা হচ্ছে ৷
পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি বিমানবন্দরের তরফেও একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, দিল্লি থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷ কিন্তু, এক যাত্রীর চরম অশোভনীয় আচরণের জন্য উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফেরত আসতে হয় ৷
আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডের জের, এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকার জরিমানা
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এআই 111 বিমানটি দিল্লি বিমানবন্দরে ফিরে আসতেই অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় ৷ সংস্থার তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "ওই যাত্রীকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি তা পাত্তা দেননি ৷ উলটে কেবিন ক্রুর দু'জন সদস্যের শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করেন তিনি ৷" প্রসঙ্গত, ইদানীংকালে একের পর এক অনভিপ্রেত ঘটনা ঘটেছে উড়ানে ৷ এমনকী, সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো কাণ্ডও ঘটিয়েছেন মদ্য়প যাত্রী ৷ এবারের ঘটনাটি সেই তালিকা আরও একটু দীর্ঘ করল ৷