আহমেদাবাদ, 16 সেপ্টেম্বর: বাসচালকের তৎপরতায় প্রাণ বাঁচল 25 জন যাত্রীর ৷ অল্পের জন্য আগুনে জীবন্ত পুড়ে মরার হাত থেকে রক্ষা পেলেন তাঁরা ! এই ঘটনা গুজরাতের (Gujarat) আহমেদাবাদের (Ahmedabad) মেমনগর স্টেশনের (Memnagar Station) ৷
ওই বাসের চালক জানিয়েছেন, হঠাৎই তিনি লক্ষ্য করেন চলন্ত বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছ ৷ বাসটিতে যাত্রীরা থাকায় কোনও ঝুঁকি নেননি ওই ব্যক্তি ৷ মেমনগর বাসস্ট্য়ান্ডে বাস থামিয়ে দেন তিনি ৷ ততক্ষণে ধোঁয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ চালক বুঝতে পারেন, বাসের ইঞ্জিনে আগুন ধরেছে ৷ তাঁর অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে ৷ এরপরই যাত্রীদের দ্রুত বাস থেকে নেমে যেতে বলেন চালক ৷ কোনও বড় অঘটন ঘটার আগেই বাস খালি করে দেন যাত্রীরা ৷ খবর পাঠানো হয় দমকলে ৷ কিছুক্ষণের মধ্য়েই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ ততক্ষণে অবশ্য দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে বাসটি (Fire Engulfs Bus) ৷
-
#WATCH | Gujarat: Fire breaks out in a bus in Ahmedabad's Memnagar station. All passengers were safe. The bus stop was immediately evacuated due to which no one was injured.
— ANI (@ANI) September 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Source: Ahmedabad Municipal Corporation) pic.twitter.com/0lWX0qeSMN
">#WATCH | Gujarat: Fire breaks out in a bus in Ahmedabad's Memnagar station. All passengers were safe. The bus stop was immediately evacuated due to which no one was injured.
— ANI (@ANI) September 16, 2022
(Source: Ahmedabad Municipal Corporation) pic.twitter.com/0lWX0qeSMN#WATCH | Gujarat: Fire breaks out in a bus in Ahmedabad's Memnagar station. All passengers were safe. The bus stop was immediately evacuated due to which no one was injured.
— ANI (@ANI) September 16, 2022
(Source: Ahmedabad Municipal Corporation) pic.twitter.com/0lWX0qeSMN
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে বাস ! পালিয়ে বাঁচলেন সওয়ারিরা
ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভাতে তৎপর হয়ে পড়েন দমকলকর্মীরা ৷ তাঁদের সকলের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে ৷ পরে সেটি পুরোপুরি নিভে যায় ৷ যদিও ততক্ষণে পুরো বাসটিই ভস্মীভূত হয়ে যায় ৷ সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে ৷
কোনও যাত্রীর প্রাণ না গেলেও ঘটনার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন ওই বাসচালক ৷ তিনি বলেন,"আমি ধোঁয়া দেখেই যাত্রীদের সতর্ক করি ৷ চেঁচিয়ে সকলকে বাস থেকে নেমে যেতে বলি ৷" চালক জানান, যে মুহূর্তে বাসে সওয়ার শেষ যাত্রীটি নেমে যান, সঙ্গে সঙ্গে হটাৎই আগুন ভয়াবহ রূপ নেয় ৷ মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা বাসে ৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, শেষ যে যাত্রী বাস থেকে নেমেছিলেন, তিনি যদি আর এক সেকেন্ডও বাসে থাকতেন, তাহলে হয়তো মারাত্মকভাবে জখম হতেন ৷ এমনকী, তাঁর প্রাণনাশও হতে পারত ৷ কিন্তু, চালকের তৎপরতায় তেমন কোনও মর্মান্তিক পরিণতি ঘটেনি ৷ চালকের এই তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে ৷