নয়াদিল্লি, 10 ডিসেম্বর : দেশ মোট ওমিক্রন আতঙ্কের সংখ্যা এখনও পর্যন্ত 25 (25 Omicron cases detected in India) ৷ শুক্রবার কেন্দ্রের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷
এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে যে 25টি ওমিক্রনের কেস ধরা পড়েছে তার মধ্যে 10টি মহারাষ্ট্রের, 9টিগুজরাতের, 3টি গুজরাত, 2টি কর্নাটক ও 1টি দিল্লির ৷ ওমিক্রনের কারণে দেশের স্বাস্থ্য ব্য়বস্থায় এখনই কোনও প্রভাব পড়ছে না বলে জানিয়েছে কেন্দ্র ৷ আক্রান্তদের শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে বলে দাবি কেন্দ্রের ৷
আরও পড়ুন : এবার কলকাতাতেও ওমিক্রন আতঙ্ক !
কেন্দ্রের তরফে এদিন জানানো হয়েছে দেশের 18 বছরের উর্ধ্বে দেশের 86.2 শতাংশ বাসিন্দা কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন ৷ দুটি ডোজই পেয়েছেন 53.5 শতাংশ মানুষ ৷