ETV Bharat / bharat

Omicron in India : দেশে ওমিক্রন আক্রান্ত 25, জানাল কেন্দ্র - দেশে ওমিক্রন আক্রান্ত 25, জানাল কেন্দ্র

শুক্রবার কেন্দ্র জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত মোট 25 জনের দেহে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে (25 Omicron cases detected in India)

Omicron in India
দেশে ওমিক্রন আক্রান্ত 25, জানাল কেন্দ্র
author img

By

Published : Dec 10, 2021, 11:04 PM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : দেশ মোট ওমিক্রন আতঙ্কের সংখ্যা এখনও পর্যন্ত 25 (25 Omicron cases detected in India) ৷ শুক্রবার কেন্দ্রের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷

এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে যে 25টি ওমিক্রনের কেস ধরা পড়েছে তার মধ্যে 10টি মহারাষ্ট্রের, 9টিগুজরাতের, 3টি গুজরাত, 2টি কর্নাটক ও 1টি দিল্লির ৷ ওমিক্রনের কারণে দেশের স্বাস্থ্য ব্য়বস্থায় এখনই কোনও প্রভাব পড়ছে না বলে জানিয়েছে কেন্দ্র ৷ আক্রান্তদের শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে বলে দাবি কেন্দ্রের ৷

আরও পড়ুন : এবার কলকাতাতেও ওমিক্রন আতঙ্ক !

কেন্দ্রের তরফে এদিন জানানো হয়েছে দেশের 18 বছরের উর্ধ্বে দেশের 86.2 শতাংশ বাসিন্দা কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন ৷ দুটি ডোজই পেয়েছেন 53.5 শতাংশ মানুষ ৷

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : দেশ মোট ওমিক্রন আতঙ্কের সংখ্যা এখনও পর্যন্ত 25 (25 Omicron cases detected in India) ৷ শুক্রবার কেন্দ্রের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷

এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে যে 25টি ওমিক্রনের কেস ধরা পড়েছে তার মধ্যে 10টি মহারাষ্ট্রের, 9টিগুজরাতের, 3টি গুজরাত, 2টি কর্নাটক ও 1টি দিল্লির ৷ ওমিক্রনের কারণে দেশের স্বাস্থ্য ব্য়বস্থায় এখনই কোনও প্রভাব পড়ছে না বলে জানিয়েছে কেন্দ্র ৷ আক্রান্তদের শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে বলে দাবি কেন্দ্রের ৷

আরও পড়ুন : এবার কলকাতাতেও ওমিক্রন আতঙ্ক !

কেন্দ্রের তরফে এদিন জানানো হয়েছে দেশের 18 বছরের উর্ধ্বে দেশের 86.2 শতাংশ বাসিন্দা কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন ৷ দুটি ডোজই পেয়েছেন 53.5 শতাংশ মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.