বাল্লারি (কর্ণাটক), 30 মার্চ: কর্ণাটকের বাল্লারি কর্পোরেশনের পেল কনিষ্ঠ মেয়র (Mayor) ৷ তাঁর নাম ডি. ত্রিবেণী (D. Triveni) ৷ বয়স 23 বছর ৷ কর্ণাটকের ইতিহাসে সবচেয়ে কম বয়সি মেয়র হিসেবে নির্বাচিত হলেন ত্রিবেণী ৷ বুধবার বাল্লারি সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Ballari City Municipal Corporation) মেয়র হিসেবে তাঁকে নির্বাচন করা হয়েছে ৷ এমনকী তিনি কর্পোরেশনের কনিষ্ঠ সদস্যও (23-year-old Triveni become Youngest Mayor in Karnataka) । 33 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি (Janakamma) ডেপুটি মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।
ডি. ত্রিবেণী 2022 সালের নির্বাচনে বাল্লারির 4 নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে জিতেছিলেন । তিনি ত্রিবেণী স্থানীয় কংগ্রেস নেতা এবং প্রাক্তন কাউন্সিলর ডি সুরির (D Suri) মেয়ে । তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 এর আগে সুরির স্ত্রী এবং ত্রিবেণীর মাও বাল্লারি সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন । 2022 সালে কর্পোরেশন নির্বাচনে জয়ী হল কনিষ্ঠ সদস্য ত্রিবেণী । তিনি প্যারা-মেডিক্যাল নিয়ে পড়াশুনা করেছেন ৷ মেয়র হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য দলীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন ত্রিবেণী । তিনি বলেন, '"আমি খুব অল্প বয়সে কর্পোরেশনের সদস্য নির্বাচিত হয়েছিলাম । এখন আমি মেয়র । এনিয়ে আমি খুব খুশি । আমি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজগুলি ভালোভাবে করব ।"
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ডি. ত্রিবেণীর অপরদিকে ছিলেন বিজেপির নাগরত্ন (Nagaratna) । তাঁকে হারিয়ে নির্বাচনে ত্রিবেণী পেয়েছেন 28টি ভোট ৷ নাগরত্ন পেয়েছেন 16টি ভোট । কর্পোরেশনে 39 জন সদস্য রয়েছেন ৷ তাঁদের মধ্যে কংগ্রেসের 21 এবং বিজেপির 13 সদস্য রয়েছেন । পাঁচজন নির্দল সদস্য কংগ্রেসকে সমর্থন করেছেন । বিধানসভা, আইন পরিষদ এবং সংসদের সদস্যদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে ।
আঞ্চলিক কমিশনার কৃষ্ণ বাজপেয়ী (Regional Commissioner Krishna Bajpai) ত্রিবেণীর নাম মেয়র হিসেবে ঘোষণা করেন । সেখানে উপস্থিত ছিলেন কর্পোরেশনের কমিশনার রুদ্রেশ (Corporation Commissioner Rudresh), এডিসি প্রমুখ । গত বছর, 2022 সালের মার্চ মাসে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৷ 34 নম্বর ওয়ার্ডের কংগ্রেস সদস্য এম রাজেশ্বরী সুব্বারায়ুডু (Congress member M Rajeshwari Subbarayudu) মেয়র হিসাবে এবং 37 নম্বর ওয়ার্ডের মলান বি ডেপুটি মেয়র হিসাবে নির্বাচিত হন ৷ এখন মেয়র ও ডেপুটি মেয়রের দায়িত্বের এক বছর পূর্ণ হওয়ায় আবারও নির্বাচন হয়েছে । যেখানে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন করা হল ৷
আরও পড়ুন: মা'কে হারিয়ে নাবালিকার দায়িত্ব পেলেন দিদা, অনন্য রায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের