ETV Bharat / bharat

Covid-19 Vaccination: করোনার লড়াইয়ে ভ্যাকসিনের 220 কোটি ডোজ দেওয়া হয়েছে, দাবি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার - নরেন্দ্র মোদি

করোনা অতিমারির সঙ্গে লড়াইয়ে এখনও পর্যন্ত 220 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে (220 Crore Doses Administered till Monday says Jyotiraditya Scindia) ৷ আজ এমনটাই জানালেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷

Jyotiraditya Scindia File Image
করোনা প্রতিরোধ নিয়ে বক্তব্য পেশ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার
author img

By

Published : Dec 23, 2022, 12:18 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: চিন-সহ বিভিন্ন দেশে করোনা অতিমারির সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে আগাম সতর্কতা নেওয়া শুরু করেছে কেন্দ্র ৷ এনিয়ে শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, গত সোমবার পর্যন্ত দেশে 220 কোটি করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে (220 Crore Doses Administered till Monday says Jyotiraditya Scindia) ৷ আর এই অতিমারির বিরুদ্ধে সমগ্র দেশ একত্রিত হয়ে লড়াই করেছে এবং করবে ৷ তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র নেতৃত্বে ‘এক দেশ এক স্বাস্থ্য’, এই লক্ষ্যে স্বাস্থ্য পরিচর্যাকে সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যায় পরিণত করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গত কয়েকদিনে যেভাবে বিদেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে নতুন করে চিন্তার কালো মেঘ ঘনিয়েছে ৷ তাই গতকাল জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে বৈঠকে তিনি দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন ৷ সেই সঙ্গে নজরদারি বাড়ানোর কথাও বলেছেন ৷ এ নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "আমাদের সরকারের প্রধান লক্ষ্য হল, স্বাস্থ্য পরিচর্যাকে সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যায় পরিণত করা ৷ আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ‘এক দেশ এক স্বাস্থ্য’ ব্য়বস্থায় করোনাকে সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করব ৷"

আরও পড়ুন: করোনা সংক্রমণ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মনসুখ মাণ্ডব্যর

তিনি আরও বলেন, "গত সোমবার পর্যন্ত ভারতে মোট 220টি করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ আর এটা করোনার মতো ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াইয়ের একটা অংশ ৷ প্রত্যন্ত এলাকায় রক্ত সরবরাহের জন্য ড্রোনের ব্যবহার করা হচ্ছে ৷ এমনকি ভ্যাকসিন এবং ওষুধও সরবরাহ করা হচ্ছে ড্রোনের মাধ্যমে ৷" আর স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 2014 সালে যেখানে ভারতে 6টি এইম হাসপাতাল ছিল ৷ বর্তমানে সেই সংখ্যাটা 22 হয়েছে ৷ আর এমবিবিএস-এর আসন সংখ্যা আগের থেকে 90 শতাংশ বেশি বেড়েছে ৷

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: চিন-সহ বিভিন্ন দেশে করোনা অতিমারির সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে আগাম সতর্কতা নেওয়া শুরু করেছে কেন্দ্র ৷ এনিয়ে শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, গত সোমবার পর্যন্ত দেশে 220 কোটি করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে (220 Crore Doses Administered till Monday says Jyotiraditya Scindia) ৷ আর এই অতিমারির বিরুদ্ধে সমগ্র দেশ একত্রিত হয়ে লড়াই করেছে এবং করবে ৷ তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র নেতৃত্বে ‘এক দেশ এক স্বাস্থ্য’, এই লক্ষ্যে স্বাস্থ্য পরিচর্যাকে সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যায় পরিণত করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গত কয়েকদিনে যেভাবে বিদেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে নতুন করে চিন্তার কালো মেঘ ঘনিয়েছে ৷ তাই গতকাল জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে বৈঠকে তিনি দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন ৷ সেই সঙ্গে নজরদারি বাড়ানোর কথাও বলেছেন ৷ এ নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "আমাদের সরকারের প্রধান লক্ষ্য হল, স্বাস্থ্য পরিচর্যাকে সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যায় পরিণত করা ৷ আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ‘এক দেশ এক স্বাস্থ্য’ ব্য়বস্থায় করোনাকে সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করব ৷"

আরও পড়ুন: করোনা সংক্রমণ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মনসুখ মাণ্ডব্যর

তিনি আরও বলেন, "গত সোমবার পর্যন্ত ভারতে মোট 220টি করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ আর এটা করোনার মতো ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াইয়ের একটা অংশ ৷ প্রত্যন্ত এলাকায় রক্ত সরবরাহের জন্য ড্রোনের ব্যবহার করা হচ্ছে ৷ এমনকি ভ্যাকসিন এবং ওষুধও সরবরাহ করা হচ্ছে ড্রোনের মাধ্যমে ৷" আর স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 2014 সালে যেখানে ভারতে 6টি এইম হাসপাতাল ছিল ৷ বর্তমানে সেই সংখ্যাটা 22 হয়েছে ৷ আর এমবিবিএস-এর আসন সংখ্যা আগের থেকে 90 শতাংশ বেশি বেড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.