ETV Bharat / bharat

Tiger killed a Man: লখিমপুরের খেরিতে বাঘের হামলয় প্রাণ হারাল যুবক - বাঘের হামলায় প্রাণ গেল যুবকের

উত্তর প্রদেশে বাঘের হানায় মৃত্যু 22 বছরের এক যুবকের ৷ ঘটনার পরেই আতঙ্কিত এলাকাবাসী ৷ এলাকায় একটি পুরুষ বাঘের সন্ধান মিলেছে ৷ বন কর্মীদের পক্ষ থেকে এলাকাবাসীকে সাবধান করা হয়েছে ৷

Tiger killed a Man
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 20, 2023, 1:36 PM IST

লখিমপুর খেরি (উত্তর প্রদেশ), 20 জুলাই: বাঘের হামলায় প্রাণ গেল যুবকের ৷ মৃতের নাম রোহিত (22) ৷ বাঘটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার দক্ষিণ খেরির মহাম্মাডি (Mohammadi)রেঞ্জের বলে পুলিশ সূত্রে খবর । মঙ্গলবার রাতে যুবকের উপর হামলা করে বাঘ । উদয়পুর গ্রামে বাঘটি ঢুকে পরে বলে খবর । গৃহপালিত পশুদের জন্য ঘাস আনতে বেরিয়েছিলেন গ্রামেরই বাসিন্দা রোহিত । তখনই তার উপর হামলা করে বাঘ । পুলিশ সূত্রে খবর, উদয়পুর গ্রামটি হায়দরাবাদ পুলিশ-নিয়ন্ত্রিত এলাকা । দক্ষিণ খেরির মহাম্মাডি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পরে বাঘ ।

গ্রামবাসীরা জানান, মঙ্গলবার বাড়ির পশুদের খাবারের জন্য ঘাস আনতে জঙ্গলের দিকে গিয়েছিল রোহিত ৷ কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও ওই যুবক বাড়ি না ফেরায় গ্রামবাসীরা তাঁকে খুঁজতে বের হন ৷ কিছুদূর যাওয়ার পরেই তার বাড়ির সদস্যরা ওই যুবকের বাইকটি খুঁজে পায় ৷ একটি ঘাস কাটার যন্ত্র, ঘাসের বান্ডিল পাওয়া গিয়েছে ৷ বাঘের পায়ের ছাপও দেখা গিয়েছে ওই এলাকায় ৷ গ্রামবাসীদের মতে ঘাস কেটে ফেরার সময়ে বাঘের শিকার হয়েছে ওই যুবক ৷ গ্রামবাসীরা স্থানীয় থানায় সমস্ত বিষয়টি জানান ৷

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও বন বিভাগের কর্মীরা ৷ বনকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ যুবকের দেহটি খুঁজতে উদ্যোগ নেয় ৷ কিছু দূর যাওযার পরে, আখ ক্ষেতের মধ্যে একটি ক্ষত-বিক্ষত দেহ খুঁজে পায় ৷ জানা যায় ওই যুবকই রোহিত । ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ খেরির বিভাগীয় বন আধিকারিক সঞ্জয় বিসওয়াল গ্রামবাসীদের সাবধানে থাকায় পরামর্শ দিয়েছেন ৷

আরও পড়ুন: বিহারে ফের মানুষখেকো বাঘের হানা, নিহত মা-ছেলে

তিনি আরও জানান, যুবকের মৃতদেহটি যেখান থেকে উদ্ধার হয়েছে, সেই এলাকার আশেপাশে বাঘের পায়ের ছাপ মিলেছে ৷ ওই যুবকের মৃত্যু বাঘের আক্রমণে হয়েছ বলেই তিনি জানিয়েছেন ৷ দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ তদন্ত রিপোর্ট এলেই মত্যুর কারণ স্পষ্ট হবে ৷ তিনি গ্রামবাসীদের জানান, এলাকায় একটি পুরুষ বাঘকে ঘোরাফেরা করতে দেখে গিয়েছে ৷ তাই গ্রামবাসীরা যেন সাবধানে থাকেন ৷

লখিমপুর খেরি (উত্তর প্রদেশ), 20 জুলাই: বাঘের হামলায় প্রাণ গেল যুবকের ৷ মৃতের নাম রোহিত (22) ৷ বাঘটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার দক্ষিণ খেরির মহাম্মাডি (Mohammadi)রেঞ্জের বলে পুলিশ সূত্রে খবর । মঙ্গলবার রাতে যুবকের উপর হামলা করে বাঘ । উদয়পুর গ্রামে বাঘটি ঢুকে পরে বলে খবর । গৃহপালিত পশুদের জন্য ঘাস আনতে বেরিয়েছিলেন গ্রামেরই বাসিন্দা রোহিত । তখনই তার উপর হামলা করে বাঘ । পুলিশ সূত্রে খবর, উদয়পুর গ্রামটি হায়দরাবাদ পুলিশ-নিয়ন্ত্রিত এলাকা । দক্ষিণ খেরির মহাম্মাডি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পরে বাঘ ।

গ্রামবাসীরা জানান, মঙ্গলবার বাড়ির পশুদের খাবারের জন্য ঘাস আনতে জঙ্গলের দিকে গিয়েছিল রোহিত ৷ কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও ওই যুবক বাড়ি না ফেরায় গ্রামবাসীরা তাঁকে খুঁজতে বের হন ৷ কিছুদূর যাওয়ার পরেই তার বাড়ির সদস্যরা ওই যুবকের বাইকটি খুঁজে পায় ৷ একটি ঘাস কাটার যন্ত্র, ঘাসের বান্ডিল পাওয়া গিয়েছে ৷ বাঘের পায়ের ছাপও দেখা গিয়েছে ওই এলাকায় ৷ গ্রামবাসীদের মতে ঘাস কেটে ফেরার সময়ে বাঘের শিকার হয়েছে ওই যুবক ৷ গ্রামবাসীরা স্থানীয় থানায় সমস্ত বিষয়টি জানান ৷

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও বন বিভাগের কর্মীরা ৷ বনকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ যুবকের দেহটি খুঁজতে উদ্যোগ নেয় ৷ কিছু দূর যাওযার পরে, আখ ক্ষেতের মধ্যে একটি ক্ষত-বিক্ষত দেহ খুঁজে পায় ৷ জানা যায় ওই যুবকই রোহিত । ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ খেরির বিভাগীয় বন আধিকারিক সঞ্জয় বিসওয়াল গ্রামবাসীদের সাবধানে থাকায় পরামর্শ দিয়েছেন ৷

আরও পড়ুন: বিহারে ফের মানুষখেকো বাঘের হানা, নিহত মা-ছেলে

তিনি আরও জানান, যুবকের মৃতদেহটি যেখান থেকে উদ্ধার হয়েছে, সেই এলাকার আশেপাশে বাঘের পায়ের ছাপ মিলেছে ৷ ওই যুবকের মৃত্যু বাঘের আক্রমণে হয়েছ বলেই তিনি জানিয়েছেন ৷ দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ তদন্ত রিপোর্ট এলেই মত্যুর কারণ স্পষ্ট হবে ৷ তিনি গ্রামবাসীদের জানান, এলাকায় একটি পুরুষ বাঘকে ঘোরাফেরা করতে দেখে গিয়েছে ৷ তাই গ্রামবাসীরা যেন সাবধানে থাকেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.