ETV Bharat / bharat

রাজস্থানে মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্যবর্ধন-সহ শপথ 22 বিধায়কের - Cabinet Expansion

Rajasthan Cabinet Expansion: গত 15 ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির ভজন লাল শর্মা ৷ তাঁর সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিয়া কুমারী ও প্রেম কুমার বইরওয়া ৷ শনিবার রাজস্থানে মন্ত্রিসভার সম্প্রসারণ হল ৷ মন্ত্রী হিসেবে শপথ নিলেন 22 জন বিজেপি বিধায়ক ৷

Rajasthan Cabinet Expansion
Rajasthan Cabinet Expansion
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 8:14 PM IST

Updated : Dec 30, 2023, 9:45 PM IST

জয়পুর, 30 ডিসেম্বর: 22 জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন রাজস্থানে ৷ এ দিন জয়পুরে অবস্থিত রাজভবনে রাজস্থান সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের এই অনুষ্ঠান হয় ৷ এঁদের মধ্যে 12 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ পাঁচজনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে ৷ আর পাঁচজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷

রাজস্থানে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসার পর ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপি ৷ তাঁর সঙ্গে দু’জন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ সেই অনুষ্ঠান বেশ কয়েকদিন আগেই হয়েছে ৷ বছর শেষ হওয়ার আগে ভজনলাল শর্মা তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন ৷ এর জন্য তিনি আগেই রাজ্যপাল কালরাজ মিশ্রর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক অনুমতিও চেয়ে নেন ৷

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিরোরি লাল মিনা, মদন দিলওয়াল, বাবুলাল খারাডি, জোগারাম প্যাটেল, কানহাইয়া লাল চৌধুরি, সুরেশ রাওয়াত, অবিনাশ গেহলত, গজেন্দ্র সিং খিনভাসার, জোরারা কুমাওয়াত, হেমন্ত মিনা ও সুমিত গোদারা ৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন - সঞ্জয় মিশ্র, সুরেন্দ্র পাল সিং টিটি, ঝাবার সিং খারা, গৌতম কুমার ও হিরালাল নাগর ৷ প্রতিমন্ত্রী বিসেবে শপথ নিয়েছেন ওটারাম দেওয়াসি, মঞ্জু বাঘমার, বিজ সিং চৌধুরী, কেকে বিষ্ণোই ও ঝাওয়ার সিং বেদাম ৷

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে রাজস্থানের বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর বলেন, "মন্ত্রিসভা সমস্ত বিভাগের প্রতিনিধিত্ব করবে এবং রাজস্থানের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে ।" উল্লেখ্য, এ দিন দুপুর 3টে 15 মিনিট নাগাদ রাজভবনে মন্ত্রিসভার সম্প্রসারণের এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷

প্রসঙ্গত, রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার হাতবদল হওয়ার রেওয়াজ রয়েছে ৷ এবারের বিধানসভা ভোটে সেই রেওয়াজ ভাঙার মরিয়া প্রচেষ্টা করেছিল কংগ্রেস ৷ কিন্তু অশোক গেহলত তাঁর মুখ্যমন্ত্রিত্ব রক্ষা করতে পারেননি ৷ বরং রাজস্থানের মানুষ বিজেপির উপর আস্থা রাখে ৷ যার ফলে 115টি আসনে জয়ী হয় বিজেপি ৷ একক সংখ্য়াগরিষ্ঠ দল হিসেবেই তারা সরকার গড়ে ৷

তার পর রাজস্থানে মুখ্যমন্ত্রী ঠিক করতে 14 দিন কাটিয়ে দেয় বিজেপি ৷ তার পর ভজনলাল শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় ৷ সঙ্গে জানানো হয় যে রাজস্থানে দিয়া কুমারী ও প্রেম কুমার বইরওয়া হবেন উপ-মুখ্যমন্ত্রী ৷ গত 15 ডিসেম্বর মুখ্য়মন্ত্রী ও দু’জন উপ-মুখ্যমন্ত্রী শপথ নেন ৷ সেই শপথগ্রহণের ঠিক 15 দিন পর মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ৷

আরও পড়ুন:

  1. 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন', রাজস্থান নির্বাচনে বললেন রাজ্যবর্ধন
  2. রাজস্থানেও নতুন মুখে ভরসা বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা
  3. প্রথমবার ভোটে জিতেই মরুরাজ্যের মসনদে, জেনে নিন কে এই ভজন লাল শর্মা

জয়পুর, 30 ডিসেম্বর: 22 জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন রাজস্থানে ৷ এ দিন জয়পুরে অবস্থিত রাজভবনে রাজস্থান সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের এই অনুষ্ঠান হয় ৷ এঁদের মধ্যে 12 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ পাঁচজনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে ৷ আর পাঁচজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷

রাজস্থানে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসার পর ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপি ৷ তাঁর সঙ্গে দু’জন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ সেই অনুষ্ঠান বেশ কয়েকদিন আগেই হয়েছে ৷ বছর শেষ হওয়ার আগে ভজনলাল শর্মা তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন ৷ এর জন্য তিনি আগেই রাজ্যপাল কালরাজ মিশ্রর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক অনুমতিও চেয়ে নেন ৷

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিরোরি লাল মিনা, মদন দিলওয়াল, বাবুলাল খারাডি, জোগারাম প্যাটেল, কানহাইয়া লাল চৌধুরি, সুরেশ রাওয়াত, অবিনাশ গেহলত, গজেন্দ্র সিং খিনভাসার, জোরারা কুমাওয়াত, হেমন্ত মিনা ও সুমিত গোদারা ৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন - সঞ্জয় মিশ্র, সুরেন্দ্র পাল সিং টিটি, ঝাবার সিং খারা, গৌতম কুমার ও হিরালাল নাগর ৷ প্রতিমন্ত্রী বিসেবে শপথ নিয়েছেন ওটারাম দেওয়াসি, মঞ্জু বাঘমার, বিজ সিং চৌধুরী, কেকে বিষ্ণোই ও ঝাওয়ার সিং বেদাম ৷

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে রাজস্থানের বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর বলেন, "মন্ত্রিসভা সমস্ত বিভাগের প্রতিনিধিত্ব করবে এবং রাজস্থানের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে ।" উল্লেখ্য, এ দিন দুপুর 3টে 15 মিনিট নাগাদ রাজভবনে মন্ত্রিসভার সম্প্রসারণের এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷

প্রসঙ্গত, রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার হাতবদল হওয়ার রেওয়াজ রয়েছে ৷ এবারের বিধানসভা ভোটে সেই রেওয়াজ ভাঙার মরিয়া প্রচেষ্টা করেছিল কংগ্রেস ৷ কিন্তু অশোক গেহলত তাঁর মুখ্যমন্ত্রিত্ব রক্ষা করতে পারেননি ৷ বরং রাজস্থানের মানুষ বিজেপির উপর আস্থা রাখে ৷ যার ফলে 115টি আসনে জয়ী হয় বিজেপি ৷ একক সংখ্য়াগরিষ্ঠ দল হিসেবেই তারা সরকার গড়ে ৷

তার পর রাজস্থানে মুখ্যমন্ত্রী ঠিক করতে 14 দিন কাটিয়ে দেয় বিজেপি ৷ তার পর ভজনলাল শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় ৷ সঙ্গে জানানো হয় যে রাজস্থানে দিয়া কুমারী ও প্রেম কুমার বইরওয়া হবেন উপ-মুখ্যমন্ত্রী ৷ গত 15 ডিসেম্বর মুখ্য়মন্ত্রী ও দু’জন উপ-মুখ্যমন্ত্রী শপথ নেন ৷ সেই শপথগ্রহণের ঠিক 15 দিন পর মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ৷

আরও পড়ুন:

  1. 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন', রাজস্থান নির্বাচনে বললেন রাজ্যবর্ধন
  2. রাজস্থানেও নতুন মুখে ভরসা বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা
  3. প্রথমবার ভোটে জিতেই মরুরাজ্যের মসনদে, জেনে নিন কে এই ভজন লাল শর্মা
Last Updated : Dec 30, 2023, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.