জয়পুর, 30 ডিসেম্বর: 22 জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন রাজস্থানে ৷ এ দিন জয়পুরে অবস্থিত রাজভবনে রাজস্থান সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের এই অনুষ্ঠান হয় ৷ এঁদের মধ্যে 12 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ পাঁচজনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে ৷ আর পাঁচজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷
রাজস্থানে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসার পর ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপি ৷ তাঁর সঙ্গে দু’জন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ সেই অনুষ্ঠান বেশ কয়েকদিন আগেই হয়েছে ৷ বছর শেষ হওয়ার আগে ভজনলাল শর্মা তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন ৷ এর জন্য তিনি আগেই রাজ্যপাল কালরাজ মিশ্রর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক অনুমতিও চেয়ে নেন ৷
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিরোরি লাল মিনা, মদন দিলওয়াল, বাবুলাল খারাডি, জোগারাম প্যাটেল, কানহাইয়া লাল চৌধুরি, সুরেশ রাওয়াত, অবিনাশ গেহলত, গজেন্দ্র সিং খিনভাসার, জোরারা কুমাওয়াত, হেমন্ত মিনা ও সুমিত গোদারা ৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন - সঞ্জয় মিশ্র, সুরেন্দ্র পাল সিং টিটি, ঝাবার সিং খারা, গৌতম কুমার ও হিরালাল নাগর ৷ প্রতিমন্ত্রী বিসেবে শপথ নিয়েছেন ওটারাম দেওয়াসি, মঞ্জু বাঘমার, বিজ সিং চৌধুরী, কেকে বিষ্ণোই ও ঝাওয়ার সিং বেদাম ৷
মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে রাজস্থানের বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর বলেন, "মন্ত্রিসভা সমস্ত বিভাগের প্রতিনিধিত্ব করবে এবং রাজস্থানের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে ।" উল্লেখ্য, এ দিন দুপুর 3টে 15 মিনিট নাগাদ রাজভবনে মন্ত্রিসভার সম্প্রসারণের এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷
প্রসঙ্গত, রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার হাতবদল হওয়ার রেওয়াজ রয়েছে ৷ এবারের বিধানসভা ভোটে সেই রেওয়াজ ভাঙার মরিয়া প্রচেষ্টা করেছিল কংগ্রেস ৷ কিন্তু অশোক গেহলত তাঁর মুখ্যমন্ত্রিত্ব রক্ষা করতে পারেননি ৷ বরং রাজস্থানের মানুষ বিজেপির উপর আস্থা রাখে ৷ যার ফলে 115টি আসনে জয়ী হয় বিজেপি ৷ একক সংখ্য়াগরিষ্ঠ দল হিসেবেই তারা সরকার গড়ে ৷
তার পর রাজস্থানে মুখ্যমন্ত্রী ঠিক করতে 14 দিন কাটিয়ে দেয় বিজেপি ৷ তার পর ভজনলাল শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় ৷ সঙ্গে জানানো হয় যে রাজস্থানে দিয়া কুমারী ও প্রেম কুমার বইরওয়া হবেন উপ-মুখ্যমন্ত্রী ৷ গত 15 ডিসেম্বর মুখ্য়মন্ত্রী ও দু’জন উপ-মুখ্যমন্ত্রী শপথ নেন ৷ সেই শপথগ্রহণের ঠিক 15 দিন পর মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ৷
আরও পড়ুন: