বেঙ্গালুরু, 14 ফেব্রুয়ারি: ''টুলকিট'' কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হল 21 বছরের এক সমাজকর্মীকে। কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাতে টুইটারে সেই ''টুলকিট'' শেয়ার করেছিলেন সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন। একটি খালিস্তানি দল সেটি প্রস্তুত করেছে বলে দাবি দিল্লি পুলিশের।
ধৃত কিশোরী বেঙ্গালুরুর শীর্ষ মহিলা কলেজ মাউন্ট কারমেলের ছাত্রী। সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গ টুলকিটটি টুইটারে শেয়ার করার পর 4 ফেব্রুয়ারি তা নিয়ে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ও হিংসার ঘটনাকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে এনেছিল গ্রেটার টুইট। দিল্লি পুলিশের দাবি, সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গিয়েছে ওই টুলকিট। এর থেকেই বোঝা যায়, 26 জানুয়ারির ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল।
আরও পড়ুন: কৃষক বিক্ষোভ সমর্থনে গ্রেটার 'টুলকিট', তথ্য় জানতে গুগলকে চিঠি দিল্লি পুলিশের
দিল্লি পুলিশ জানিয়েছে, ''26 জানুয়ারির ঘটনাগুলি সাজালে দেখা যায়, একটি অ্যাকশন প্ল্যান অনুকরণ করা হয়েছিল।'' দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার প্রবীণ রঞ্জনের কথায়, ''ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রাদেশিক যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল।'' টুলকিটটির প্রস্তুতকারক সংস্থা নিজেদের পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন বলে দাবি করলেও, তারা আদপে খালিস্তানি দল বলে দাবি করেছে পুলিশ।