ETV Bharat / bharat

Republic day Parade Time : 75 বছরে এই প্রথম, পিছল 26 জানুয়ারি কুচকাওয়াজের সময় - Republic day Parade in New Delhi

প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ শুরু হয় সকাল 10টায় ৷ এবার সেই সময় পরিবর্তন করা হচ্ছে ৷ স্বাধীনতার পর এই প্রথম ব্যতিক্রম (Republic day Parade Time) ৷

Republic day Parade in New Delhi
সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে কুচকাওয়াজ
author img

By

Published : Jan 18, 2022, 10:06 AM IST

Updated : Jan 18, 2022, 10:17 AM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ নির্ধারিত সময়ে শুরু হবে না ৷ দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম চিরাচরিত রীতি ভেঙে সকাল 10টার বদলে আধ ঘণ্টা দেরিতে সূচনা হবে কুচকাওয়াজের ৷ কোভিড-19 বিধিনিষেধের জন্য আর জম্মু ও কাশ্মীরে মৃত নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হবে ৷ তারপর কুচকাওয়াজ, জানিয়েছেন পুলিশের এক উচ্চাধিকারিক (For first time in 75 years, Republic day parade to start 30 minutes late than scheduled time) ৷

প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ (Republic day parade) সকাল 10টায় শুরু হয়, কিন্তু এ বছর তা সাড়ে দশটায় হবে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "গত বছরের মতো এ বছরেও কুচকাওয়াজ 90 মিনিট ধরে চলবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন ৷ এরপর বাহিনী মার্চ পাস্ট করবে ৷ কুচকাওয়াজের সময় বিভিন্ন সম্প্রদায়, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়নের উপর নির্মিত ট্যাবলো প্রদর্শন হবে ৷"

আরও পড়ুন : Republic Day Celebrations : এবার নেতাজির জন্মজয়ন্তী থেকে শুরু সাধারণতন্ত্র দিবস উদযাপন

এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "জম্মু কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় বহু নিরাপত্তাকর্মী মারা গিয়েছেন ৷ কুচকাওয়াজের আগে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ৷"

ট্যাবলোগুলি লাল কেল্লা পর্যন্ত যাবে এবং জনসাধারণের জন্য সেখানে রাখা থাকবে ৷ কিন্তু বিভিন্ন বাহিনীর মার্চ পাস্ট ন্যাশনাল স্টেডিয়ামে গিয়ে শেষ হবে ৷

করোনা বিধিনিষেধের কড়াকড়িতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা কারও সঙ্গে দেখা করতে পারবেন না ৷ তাঁরা স্যানিটাইজ করা গাড়িতে থাকবেন ৷ আর কোনও ভাবে যেন সংক্রামিত না হয়ে যান, তাই তাঁদের আইসোলেশনে রাখা হবে ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ নির্ধারিত সময়ে শুরু হবে না ৷ দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম চিরাচরিত রীতি ভেঙে সকাল 10টার বদলে আধ ঘণ্টা দেরিতে সূচনা হবে কুচকাওয়াজের ৷ কোভিড-19 বিধিনিষেধের জন্য আর জম্মু ও কাশ্মীরে মৃত নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হবে ৷ তারপর কুচকাওয়াজ, জানিয়েছেন পুলিশের এক উচ্চাধিকারিক (For first time in 75 years, Republic day parade to start 30 minutes late than scheduled time) ৷

প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ (Republic day parade) সকাল 10টায় শুরু হয়, কিন্তু এ বছর তা সাড়ে দশটায় হবে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "গত বছরের মতো এ বছরেও কুচকাওয়াজ 90 মিনিট ধরে চলবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন ৷ এরপর বাহিনী মার্চ পাস্ট করবে ৷ কুচকাওয়াজের সময় বিভিন্ন সম্প্রদায়, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়নের উপর নির্মিত ট্যাবলো প্রদর্শন হবে ৷"

আরও পড়ুন : Republic Day Celebrations : এবার নেতাজির জন্মজয়ন্তী থেকে শুরু সাধারণতন্ত্র দিবস উদযাপন

এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "জম্মু কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় বহু নিরাপত্তাকর্মী মারা গিয়েছেন ৷ কুচকাওয়াজের আগে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ৷"

ট্যাবলোগুলি লাল কেল্লা পর্যন্ত যাবে এবং জনসাধারণের জন্য সেখানে রাখা থাকবে ৷ কিন্তু বিভিন্ন বাহিনীর মার্চ পাস্ট ন্যাশনাল স্টেডিয়ামে গিয়ে শেষ হবে ৷

করোনা বিধিনিষেধের কড়াকড়িতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা কারও সঙ্গে দেখা করতে পারবেন না ৷ তাঁরা স্যানিটাইজ করা গাড়িতে থাকবেন ৷ আর কোনও ভাবে যেন সংক্রামিত না হয়ে যান, তাই তাঁদের আইসোলেশনে রাখা হবে ৷

Last Updated : Jan 18, 2022, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.