ETV Bharat / bharat

গত 2 বছরে ছাপাই হয়নি 2000 টাকার নোট, লোকসভায় জানাল মোদি সরকার

উল্লেখ্য, 2016 সালে বিমুদ্রাকরণের সময় 2 হাজার টাকার নোট চালু করে আরবিআই ৷ সেই সময় নতুন 500 টাকার নোটও চালু হয় ৷ তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিল করেন ৷

author img

By

Published : Mar 15, 2021, 11:18 PM IST

গত 2 বছরে ছাপাই হয়নি 2000 টাকার নোট, লোকসভায় জানাল মোদি সরকার
গত 2 বছরে ছাপাই হয়নি 2000 টাকার নোট, লোকসভায় জানাল মোদি সরকার

নয়াদিল্লি, 15 মার্চ : গত 2 বছরে ছাপা হয়নি 2 হাজার নোট৷ আজ, সোমবার সংসদে এই তথ্য তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রকের তরফে ৷ এমডিএমকের সাংসদ এ গণেশমূর্তি 2 হাজার টাকার নোটের সংখ্যা কেন কমে যাচ্ছে, তা অর্থমন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন ৷ তারই উত্তরে লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য দিয়েছেন ৷

উল্লেখ্য, 2016 সালে বিমুদ্রাকরণের সময় 2 হাজার টাকার নোট চালু করে আরবিআই ৷ সেই সময় নতুন 500 টাকার নোটও চালু হয় ৷ তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিল করেন ৷

অনুরাগ ঠাকুর জানান, কত টাকার নোট কতটা ছাপা হবে, তা আরবিআই এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ এই নোট ব্যবহার করা সহজ হচ্ছে কি না, সেই বিষয়টি মাথায় রাখা হয় ৷ দেখা গিয়েছে যে 2 হাজার টাকার নোটের ব্যবহার কমে যাচ্ছে ৷

আরও পড়ুন : বাটলা হাউস এনকাউন্টারে দোষীসাব্যস্ত আরিজ খানকে ফাঁসির সাজা

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে যে গত বছর 2 হাজার টাকার নোটের ব্যবহার 35 শতাংশ কমে গিয়েছিল ৷

নয়াদিল্লি, 15 মার্চ : গত 2 বছরে ছাপা হয়নি 2 হাজার নোট৷ আজ, সোমবার সংসদে এই তথ্য তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রকের তরফে ৷ এমডিএমকের সাংসদ এ গণেশমূর্তি 2 হাজার টাকার নোটের সংখ্যা কেন কমে যাচ্ছে, তা অর্থমন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন ৷ তারই উত্তরে লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য দিয়েছেন ৷

উল্লেখ্য, 2016 সালে বিমুদ্রাকরণের সময় 2 হাজার টাকার নোট চালু করে আরবিআই ৷ সেই সময় নতুন 500 টাকার নোটও চালু হয় ৷ তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিল করেন ৷

অনুরাগ ঠাকুর জানান, কত টাকার নোট কতটা ছাপা হবে, তা আরবিআই এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ এই নোট ব্যবহার করা সহজ হচ্ছে কি না, সেই বিষয়টি মাথায় রাখা হয় ৷ দেখা গিয়েছে যে 2 হাজার টাকার নোটের ব্যবহার কমে যাচ্ছে ৷

আরও পড়ুন : বাটলা হাউস এনকাউন্টারে দোষীসাব্যস্ত আরিজ খানকে ফাঁসির সাজা

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে যে গত বছর 2 হাজার টাকার নোটের ব্যবহার 35 শতাংশ কমে গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.