ETV Bharat / bharat

Man Rapes Stepdaughter: যৌন অত্যাচারে সন্তানের জন্ম সৎ মেয়ের, বাবাকে 20 বছরের কারাদণ্ড দিল আদালত - সৎ মেয়ের উপর যৌন নির্যাতন

Man gets 20 years imprisonment for raping Stepdaughter: লাগাতার যৌন অত্যাচারে সন্তানের জন্ম দিল এক নাবালিকা ৷ 14 বছরের সৎ মেয়র উপর যৌন নির্যাতন চালানোয় বাবাকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ৷

Man Rapes Stepdaughter
নাবালিকার উপর যৌন নির্যাতন
author img

By

Published : Aug 20, 2023, 1:35 PM IST

সুরাত, 20 অগস্ট: 14 বছর বয়সি সৎ মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর অপরাধে শনিবার বাবাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত । সুরাতের সেই কিশোরী অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে এবং এক সন্তানের জন্ম দেয় ৷

গ্রেফতার বাবা: জানা গিয়েছে, 2022 সালে বাবা তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন ৷ মেয়ে গর্ভবতী হয়ে পড়ার পর তার কাছ থেকে জানতে পেরে, ওই ব্যক্তিকে গোটা বিষয়টি জিজ্ঞাসা করেন মেয়েটির মা । এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ এরপর এই ঘটনায় নাবালিকা কন্যার সৎ বাবার বিরুদ্ধে স্থানীয় সালাবতপুরা থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ তদন্তের পরে অভিযুক্তকে পক্সো আইন-সহ বিভিন্ন ধারায় গ্রেফতার করে ।

মেয়ের পেট দেখে সন্দেহ হয় মায়ের: ঘটনাটি গত বছর 2022 সালে সালাবতপুরা এলাকায় ঘটে ৷ 14 বছর বয়সি কন্যার পেট গর্ভবতীদের মতো হয়ে যাচ্ছে দেখে, তাকে নিয়ে হাসপাতালে যান তার মা ৷ ডাক্তার ওষুধ দেওয়ার পর তাঁদের বাড়ি পাঠিয়ে দেন । নির্যাতিতাও মায়ের কথার কোনও উত্তর দেয়নি । কিন্তু ওষুধ খেয়েও পেটের ফোলাভাব না কমায়, পরীক্ষা-নীরিক্ষা করে জানা যায় যে, মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা । অবশেষে মা তাঁর মেয়েকে জিজ্ঞাসা করলে জানতে পারেন, তাঁর স্বামী অনিল রাজপুত দিনের পর দিন যৌন অত্যাচার চালিয়েছেন তাঁর মেয়ের উপর ৷ এই নিয়ে দম্পতির মধ্যে তীব্র ঝগড়া হয় বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী দীপেশ দাভে ৷

আরও পড়ুন: চোরাপথে ভারতে প্রবেশের পর গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা ! গ্রেফতার চার

অভিযুক্ত বাবাকে গ্রেফতার: সরকার পক্ষের আইনজীবী আরও জানান, অবশেষে পুরো ঘটনায় নাবালিকা মেয়ের সৎ বাবার বিরুদ্ধে স্থানীয় সালাবতপুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । পুলিশ তদন্তের পর অভিযুক্ত অনিল রাজপুতকে পক্সো আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় গ্রেফতার করে । পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং পরে মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে যায় ৷ ফাস্ট ট্র্যাক কোর্টের বিশেষ জজ কিশোর কুমার হীরাপাড়া সব প্রমাণের ভিত্তিতে আসামিকে 20 বছরের সাজা দেন ।

সুরাত, 20 অগস্ট: 14 বছর বয়সি সৎ মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর অপরাধে শনিবার বাবাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত । সুরাতের সেই কিশোরী অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে এবং এক সন্তানের জন্ম দেয় ৷

গ্রেফতার বাবা: জানা গিয়েছে, 2022 সালে বাবা তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন ৷ মেয়ে গর্ভবতী হয়ে পড়ার পর তার কাছ থেকে জানতে পেরে, ওই ব্যক্তিকে গোটা বিষয়টি জিজ্ঞাসা করেন মেয়েটির মা । এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ এরপর এই ঘটনায় নাবালিকা কন্যার সৎ বাবার বিরুদ্ধে স্থানীয় সালাবতপুরা থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ তদন্তের পরে অভিযুক্তকে পক্সো আইন-সহ বিভিন্ন ধারায় গ্রেফতার করে ।

মেয়ের পেট দেখে সন্দেহ হয় মায়ের: ঘটনাটি গত বছর 2022 সালে সালাবতপুরা এলাকায় ঘটে ৷ 14 বছর বয়সি কন্যার পেট গর্ভবতীদের মতো হয়ে যাচ্ছে দেখে, তাকে নিয়ে হাসপাতালে যান তার মা ৷ ডাক্তার ওষুধ দেওয়ার পর তাঁদের বাড়ি পাঠিয়ে দেন । নির্যাতিতাও মায়ের কথার কোনও উত্তর দেয়নি । কিন্তু ওষুধ খেয়েও পেটের ফোলাভাব না কমায়, পরীক্ষা-নীরিক্ষা করে জানা যায় যে, মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা । অবশেষে মা তাঁর মেয়েকে জিজ্ঞাসা করলে জানতে পারেন, তাঁর স্বামী অনিল রাজপুত দিনের পর দিন যৌন অত্যাচার চালিয়েছেন তাঁর মেয়ের উপর ৷ এই নিয়ে দম্পতির মধ্যে তীব্র ঝগড়া হয় বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী দীপেশ দাভে ৷

আরও পড়ুন: চোরাপথে ভারতে প্রবেশের পর গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা ! গ্রেফতার চার

অভিযুক্ত বাবাকে গ্রেফতার: সরকার পক্ষের আইনজীবী আরও জানান, অবশেষে পুরো ঘটনায় নাবালিকা মেয়ের সৎ বাবার বিরুদ্ধে স্থানীয় সালাবতপুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । পুলিশ তদন্তের পর অভিযুক্ত অনিল রাজপুতকে পক্সো আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় গ্রেফতার করে । পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং পরে মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে যায় ৷ ফাস্ট ট্র্যাক কোর্টের বিশেষ জজ কিশোর কুমার হীরাপাড়া সব প্রমাণের ভিত্তিতে আসামিকে 20 বছরের সাজা দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.