ETV Bharat / bharat

Bhadrak Accident: ভদ্রকে পথ দুর্ঘটনায় মৃত্যু পশ্চিমবঙ্গের দুই বাসিন্দার, আহত আরও 2 - Accident in Bhadrak

পুরী যাওয়ার পথে রবিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে (Accident in Bhadrak) ৷ তাতেই প্রাণ যায় দু'জনের ৷ আহত হন আরও দু'জন ৷ মৃত দু'জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

Bhadrak Accident
ভদ্রকে পথ দুর্ঘটনায় মৃত্যু পশ্চিমবঙ্গের দুই বাসিন্দার
author img

By

Published : Jul 24, 2022, 10:44 PM IST

ভদ্রক, 24 জুলাই: ভদ্রকে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের ৷ গুরুতর আহত হলেন আরও 2 জন ৷ পুরী যাওয়ার পথে রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে (Accident in Bhadrak) ৷ তাতেই প্রাণ যায় দু'জনের ৷ আহত হন আরও দু'জন ৷ মৃত দু'জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

আরও পড়ুন: পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

জানা গিয়েছে গাড়িতে চার জন পুরীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷ কিন্তু 17 নম্বর জাতীয় সড়কের উপর ভদ্রকের বিষ্ণুপর স্কোয়ারের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডাম্পারে ধাক্কা মারে ৷

স্থানীয়দের তৎপরতায় আহতদের ভদ্রক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁদের গুরতর আঘাত লেগেছে ৷ পরিস্থিতি বুঝে আহতদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে ৷

ভদ্রক, 24 জুলাই: ভদ্রকে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের ৷ গুরুতর আহত হলেন আরও 2 জন ৷ পুরী যাওয়ার পথে রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে (Accident in Bhadrak) ৷ তাতেই প্রাণ যায় দু'জনের ৷ আহত হন আরও দু'জন ৷ মৃত দু'জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

আরও পড়ুন: পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

জানা গিয়েছে গাড়িতে চার জন পুরীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷ কিন্তু 17 নম্বর জাতীয় সড়কের উপর ভদ্রকের বিষ্ণুপর স্কোয়ারের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডাম্পারে ধাক্কা মারে ৷

স্থানীয়দের তৎপরতায় আহতদের ভদ্রক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁদের গুরতর আঘাত লেগেছে ৷ পরিস্থিতি বুঝে আহতদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.