কুলগাম (জম্মু-কাশ্মীর), 30 জুন: উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম তিন অজ্ঞাত পরিচয় জঙ্গি ৷ আরও এক জঙ্গি এদিনের অভিযানের পর আত্মসমর্পণ করেছে ৷ বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার চিম্মারে ৷
এদিন চিম্মারে জঙ্গিদের খোঁজ পেয়ে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ শুরুতে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে একটানা গুলির লড়াই চলে ৷ তাতেই মৃত্যু হয় তিন জঙ্গির ৷ পরে অপর জঙ্গি আত্মসমর্পণ করে ৷
-
#KulgamEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation in progress. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/IKtQfdXIn6
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#KulgamEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation in progress. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/IKtQfdXIn6
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2021#KulgamEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation in progress. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/IKtQfdXIn6
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2021
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের পারিমপোরায় এনকাউন্টারে খতম 2 জঙ্গি
এই বিষয়ে কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, "কুলগামে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গিকে খতম করা হয়েছে ৷ পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে ৷"