ETV Bharat / bharat

Cocaine Seized: আন্তর্জাতিক মাদক পাচারচক্রের হদিশ, এনসিবির জালে দুই বিদেশি নাগরিক - এনসিবি

Cocaine Seized from Mumbai Hotel: মাদক পাচারের অভিযোগে দু’জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে এনসিবি ৷ তাদের একজন জাম্বিয়ার ও অন্যজন তানজানিয়ার নাগরিক ৷ তাদের কাছ থেকে প্রায় দু’কেজি কোকেন উদ্ধার হয়েছে ৷ যার বাজার মূল্য 15 কোটি টাকা ৷

Cocaine Seized
Cocaine Seized
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 8:19 PM IST

মুম্বই, 13 নভেম্বর: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি মুম্বইয়ে একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে ৷ শহরের একটি হোটেল থেকে জাম্বিয়ান নাগরিককে দুই কেজি কোকেন এবং দিল্লি থেকে একজন তানজানিয়ান মহিলাকে গ্রেফতার করেছে ৷ সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে ।

জানা গিয়েছে যে ওই মাদক নিয়ে জাম্বিয়ার নাগরিকের দিল্লিতে তানজানিয়ার মহিলার হাতে দেওয়ার কথা ছিল । পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া মাদকের মূল্য 15 কোটি টাকা ৷ এই বিষয়ে তদন্ত চলছে । এর সঙ্গে আর কে কে জড়িত আছে, তা পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে ৷

Cocaine Seized
উদ্ধার করা হচ্ছে কোকেন

এনসিবি-র মুম্বই জোনালের ডিরেক্টর অমিত ঘাওয়াতে জানান, তাঁরা একটি আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেট ভারতে কোকেন পাচারের পরিকল্পনা করবে তথ্য পান । ওই তথ্যের ভিত্তিতে গত 9 নভেম্বর মুম্বইয়ের একটি হোটেলে অভিযান চালানো হয় ৷ হোটেলের রেকর্ডে দেখা যায় যে জাম্বিয়ার নাগরিক এলএ গিলমোর কয়েকঘণ্টা আগে সেখানে চেক-ইন করেছেন এবং তাঁকে গ্রেফতার করা হয় ৷

Cocaine Seized
কোকেন পাচারের অভিযোগে ধৃত

গিলমোরের লাগেজ তল্লাশি করার সময়,পুলিশ প্রাথমিকভাবে কোনও সন্দেহজনক জিনিস পায়নি । কিন্তু ভালো করে খোঁজার পর তাঁর ব্যাগের ভিতরেরস্তরে লুকানো কোকেন পাওয়া যায় । তদন্তের সময় জানা যায় যে গিলমোর সেদিন মুম্বইতে এসেছিলেন এবং মাদকের বাহক হিসাবে কাজ করতেই তাঁর মুম্বইয়ে আসা । তাঁকে দিল্লির এক ব্যক্তির কাছে মাদকদ্রব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ।

Cocaine Seized
উদ্ধার হওয়া কোকেন

তথ্য পাওয়ার পরপরই, এনসিবি-র দল দিল্লি পৌঁছয় এবং মাদক সরবরাহের জন্য নির্বাচিত এলাকায় একটি ফাঁদ তৈরি করে ৷ কিছুক্ষণ অপেক্ষা করার পর, এমআর অগাস্টিনো নামে পরিচিত একজন তানজানিয়ান মহিলা ঘটনাস্থলে আসেন ৷ তাঁকেই গিলমোরের মাদক দেওয়ার কথা ছিল ৷ গত 11 নভেম্বর ওই মহিলাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে ৷

Cocaine Seized
কোকেন পাচারের অভিযোগে ধৃত

আরও পড়ুন:

  1. কলকাতায় বাজেয়াপ্ত 5 কোটি টাকার মাদক, গ্রেফতার 2 কনস্টেবল সহ 5
  2. চুড়িতে লুকিয়ে মাদক পাচার, খিদিরপুর থেকে উদ্ধার 50 লাখের কোকেন

মুম্বই, 13 নভেম্বর: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি মুম্বইয়ে একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে ৷ শহরের একটি হোটেল থেকে জাম্বিয়ান নাগরিককে দুই কেজি কোকেন এবং দিল্লি থেকে একজন তানজানিয়ান মহিলাকে গ্রেফতার করেছে ৷ সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে ।

জানা গিয়েছে যে ওই মাদক নিয়ে জাম্বিয়ার নাগরিকের দিল্লিতে তানজানিয়ার মহিলার হাতে দেওয়ার কথা ছিল । পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া মাদকের মূল্য 15 কোটি টাকা ৷ এই বিষয়ে তদন্ত চলছে । এর সঙ্গে আর কে কে জড়িত আছে, তা পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে ৷

Cocaine Seized
উদ্ধার করা হচ্ছে কোকেন

এনসিবি-র মুম্বই জোনালের ডিরেক্টর অমিত ঘাওয়াতে জানান, তাঁরা একটি আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেট ভারতে কোকেন পাচারের পরিকল্পনা করবে তথ্য পান । ওই তথ্যের ভিত্তিতে গত 9 নভেম্বর মুম্বইয়ের একটি হোটেলে অভিযান চালানো হয় ৷ হোটেলের রেকর্ডে দেখা যায় যে জাম্বিয়ার নাগরিক এলএ গিলমোর কয়েকঘণ্টা আগে সেখানে চেক-ইন করেছেন এবং তাঁকে গ্রেফতার করা হয় ৷

Cocaine Seized
কোকেন পাচারের অভিযোগে ধৃত

গিলমোরের লাগেজ তল্লাশি করার সময়,পুলিশ প্রাথমিকভাবে কোনও সন্দেহজনক জিনিস পায়নি । কিন্তু ভালো করে খোঁজার পর তাঁর ব্যাগের ভিতরেরস্তরে লুকানো কোকেন পাওয়া যায় । তদন্তের সময় জানা যায় যে গিলমোর সেদিন মুম্বইতে এসেছিলেন এবং মাদকের বাহক হিসাবে কাজ করতেই তাঁর মুম্বইয়ে আসা । তাঁকে দিল্লির এক ব্যক্তির কাছে মাদকদ্রব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ।

Cocaine Seized
উদ্ধার হওয়া কোকেন

তথ্য পাওয়ার পরপরই, এনসিবি-র দল দিল্লি পৌঁছয় এবং মাদক সরবরাহের জন্য নির্বাচিত এলাকায় একটি ফাঁদ তৈরি করে ৷ কিছুক্ষণ অপেক্ষা করার পর, এমআর অগাস্টিনো নামে পরিচিত একজন তানজানিয়ান মহিলা ঘটনাস্থলে আসেন ৷ তাঁকেই গিলমোরের মাদক দেওয়ার কথা ছিল ৷ গত 11 নভেম্বর ওই মহিলাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে ৷

Cocaine Seized
কোকেন পাচারের অভিযোগে ধৃত

আরও পড়ুন:

  1. কলকাতায় বাজেয়াপ্ত 5 কোটি টাকার মাদক, গ্রেফতার 2 কনস্টেবল সহ 5
  2. চুড়িতে লুকিয়ে মাদক পাচার, খিদিরপুর থেকে উদ্ধার 50 লাখের কোকেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.