কর্নাটক, 13 মে : কর্নাটকের তুমকুরে দুই তরুণী প্রেম করছে অনেকদিন ধরে ৷ প্রেমে মশগুল হয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চায় ৷ কিন্তু পিড়িতে বসেও হল না বিয়ে ৷ পুলিশ দিল 'বাধা' ৷ বুঝিয়ে-শুনিয়ে দু'জনকেই নিজের নিজের বাড়িতে ফেরত পাঠায় (2 girls love each other and elope ready to get married)৷
শহরের একটি ডিপ্লোমা কলেজে পড়াশোনা করেন তাঁরা ৷ দু'জনের বয়স 22 বছর ৷ কলেজে পড়তে পড়তে একে অপরকে দেখে প্রেমে পড়ে যায় ৷ একজনের বাড়ি তুমকুরে ৷ আর অন্যজন কর্নাটকেরই পাবগাদা তালুকের। তাঁরা দু'জনই একই সম্প্রদায়ের ৷ মিল একবার ভাবুন ! এক বয়স, এক কলেজ, এক সম্প্রদায়ের ৷ এই দেখেই কি তাহলে সম্পর্ক আরও মজবুত হয়েছে ?
আরও পড়ুন : করোনা কেড়েছে ছেলেকে, পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর
বাড়ি থেকে না মেনে নেওয়ায় পালিয়ে যায় বৃহস্পতিবার তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন ৷ এরপর বিয়ে করবে বলে পুলিশের অনুমতি চায় ৷ এরপরই 'বাধা'৷ তিলক পার্ক থানার পুলিশ তাঁদের বিয়ে করতে দেন না ৷ পাশাপাশি বিষয়টি তাঁদের অভিভাবকদের জানায়। তারপর মেয়েদের অনেক বুঝিয়ে-শুনিয়ে রাজি করিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়।