ETV Bharat / bharat

আর কত উদাসীনতা? ট্রেনের ধাক্কায় ফের প্রাণ গেল হাতির, গর্তে পড়ে মৃত্যু আরেক হস্তিশাবকের

Elephant Died: দু'টি ভিন্ন ঘটনায় মর্মান্তিকভাবে দুই হাতির মৃত্যু হয়েছে। প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অসমের জোরহাট জেলার মারিয়ানি এলাকার খড়িকাটিয়া চা বাগানে। প্রশ্ন উঠছে, কিন্তু আর কতদিন ?

ট্রেনের ধাক্কায় ফের প্রাণ গেল হাতির
Elephant Died
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 9:53 PM IST

ট্রেনের ধাক্কায় ফের প্রাণ গেল হাতির

মারিয়ানি/বিশ্বনাথ (অলম), 28 নভেম্বর: প্রতিবেশী রাজ্য অসমে গতকাল রাতে ট্রেনের ধাক্কায় ফের প্রাণ গেল দাঁতালের ৷ পাশাপাশি চাষের কাজের জন্য গর্তে পড়ে মৃত্যু হয়েছে এক হস্তিশাবকের ৷ সোমবার এ রাজ্যে আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছে তিন হাতির ৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে বঙ্গে ৷ তাতে বারবার সংঘাতে জড়িয়েছে, রেল ও বন দফতর ৷ প্রশ্ন উঠছে, কিন্তু আর কতদিন? বন্যপ্রাণী কি থাকবে এভাবে সংরক্ষিত...

ঘটনাক্রমে জানা যায়, ওষুধ মেশানোর জন্য চা-বাগানে ব্লকের লাইনে একটি গর্ত খনন করা হয়। কিন্তু বাগান কর্তৃপক্ষের তরফে খুঁড়ে রাখা ওই খোলা গর্তে সোমবার রাতে হাতি শাবকটি পড়ে যায় ৷ ওই বন্য হাতির বাচ্চাটি গর্তে পড়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ চেষ্টা করা হয় তাকে উদ্ধারের ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ শেষমেশ গর্ত থেকে যখন হস্তিশাবকটিকে তোলা হয় তখন সে মারা যায় ৷ আরও জানা গিয়েছে, সদ্যোজাত ওই হাতির শাবকটি একটি বড় বন্য হাতির পালের সঙ্গে খাবারের সন্ধানে গিবন অভয়ারণ্য থেকে বেরচ্ছিল ৷ তারই মাঝে চা-বাগানের বাইরে খুঁড়ে রাখা গর্তে পড়ে মারা যায়। ঘটনায় মারিয়ানি থেকে বন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃত শাবকের দেহ উদ্ধার করেছে ৷

অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে সোমবার রাতে অসমের বিশ্বনাথ জেলার বেহালি এলাকার বুড়াইঘাটে ৷ মর্মান্তিক ওই দুর্ঘটনায় একটি হাতি মারা যায়। রাতে খাবারের সন্ধানে কাজিরাঙার ষষ্ঠ ডিভিশন থেকে বেরিয়ে আসার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন ওই দাঁতালটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই বন্য হাতিটি মারা যায়। সোমবার রাতে, 10টার দিকে 15618 ডাউন ডনি পোলো এক্সপ্রেসের ধাক্কায় ওই বন্য হাতিটি মারা গিয়েছে বলে জানা গিয়েছে। ট্রেনটি অরুণাচল প্রদেশের নাহারলাগুন থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।

উল্লেখ্য, প্রতিদিনের খাবারের সন্ধানে বেহালির কাজিরাঙার ষষ্ঠ ডিভিশন থেকে শত শত বন্য হাতি বেরিয়ে আসে। এদিনও বন্য হাতির পাল এই পথে রেললাইন পার হচ্ছিল ৷ তখনই এই বিপত্তি!

আরও পড়ুন:

  1. হাতির আক্রমণে মৃত প্রৌঢ়! রাতভর জঙ্গলেই পড়ে রইলেন জখম স্ত্রী
  2. ফের উদাসীনতা ! ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু, প্রশ্নের মুখে রেল
  3. মানুষ ও বন্যপ্রাণী সংঘাত রুখতে বুধে বনাধিকারিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রীর

ট্রেনের ধাক্কায় ফের প্রাণ গেল হাতির

মারিয়ানি/বিশ্বনাথ (অলম), 28 নভেম্বর: প্রতিবেশী রাজ্য অসমে গতকাল রাতে ট্রেনের ধাক্কায় ফের প্রাণ গেল দাঁতালের ৷ পাশাপাশি চাষের কাজের জন্য গর্তে পড়ে মৃত্যু হয়েছে এক হস্তিশাবকের ৷ সোমবার এ রাজ্যে আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছে তিন হাতির ৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে বঙ্গে ৷ তাতে বারবার সংঘাতে জড়িয়েছে, রেল ও বন দফতর ৷ প্রশ্ন উঠছে, কিন্তু আর কতদিন? বন্যপ্রাণী কি থাকবে এভাবে সংরক্ষিত...

ঘটনাক্রমে জানা যায়, ওষুধ মেশানোর জন্য চা-বাগানে ব্লকের লাইনে একটি গর্ত খনন করা হয়। কিন্তু বাগান কর্তৃপক্ষের তরফে খুঁড়ে রাখা ওই খোলা গর্তে সোমবার রাতে হাতি শাবকটি পড়ে যায় ৷ ওই বন্য হাতির বাচ্চাটি গর্তে পড়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ চেষ্টা করা হয় তাকে উদ্ধারের ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ শেষমেশ গর্ত থেকে যখন হস্তিশাবকটিকে তোলা হয় তখন সে মারা যায় ৷ আরও জানা গিয়েছে, সদ্যোজাত ওই হাতির শাবকটি একটি বড় বন্য হাতির পালের সঙ্গে খাবারের সন্ধানে গিবন অভয়ারণ্য থেকে বেরচ্ছিল ৷ তারই মাঝে চা-বাগানের বাইরে খুঁড়ে রাখা গর্তে পড়ে মারা যায়। ঘটনায় মারিয়ানি থেকে বন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃত শাবকের দেহ উদ্ধার করেছে ৷

অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে সোমবার রাতে অসমের বিশ্বনাথ জেলার বেহালি এলাকার বুড়াইঘাটে ৷ মর্মান্তিক ওই দুর্ঘটনায় একটি হাতি মারা যায়। রাতে খাবারের সন্ধানে কাজিরাঙার ষষ্ঠ ডিভিশন থেকে বেরিয়ে আসার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন ওই দাঁতালটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই বন্য হাতিটি মারা যায়। সোমবার রাতে, 10টার দিকে 15618 ডাউন ডনি পোলো এক্সপ্রেসের ধাক্কায় ওই বন্য হাতিটি মারা গিয়েছে বলে জানা গিয়েছে। ট্রেনটি অরুণাচল প্রদেশের নাহারলাগুন থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।

উল্লেখ্য, প্রতিদিনের খাবারের সন্ধানে বেহালির কাজিরাঙার ষষ্ঠ ডিভিশন থেকে শত শত বন্য হাতি বেরিয়ে আসে। এদিনও বন্য হাতির পাল এই পথে রেললাইন পার হচ্ছিল ৷ তখনই এই বিপত্তি!

আরও পড়ুন:

  1. হাতির আক্রমণে মৃত প্রৌঢ়! রাতভর জঙ্গলেই পড়ে রইলেন জখম স্ত্রী
  2. ফের উদাসীনতা ! ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু, প্রশ্নের মুখে রেল
  3. মানুষ ও বন্যপ্রাণী সংঘাত রুখতে বুধে বনাধিকারিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.