ETV Bharat / bharat

হায়দরাবাদের বিমানবন্দরে উদ্ধার আড়াই কেজি সোনা - মার্কিন ডলার উদ্ধার

হায়দারাবাদের শামশাবাদ বিমানবন্দরে উদ্ধার আড়াই কেজি সোনা ৷ যার বাজারদর প্রায় 1 কোটি 15 লাখ টাকা ৷ ঘটনায় দুবাই থেকে আসা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়াও, নগদ 30 হাজার মার্কিন ডলার-সহ এক ব্য়ক্তিকেও এদিন শামশাবাদ বিমানবন্দরে পাকড়াও করে শুল্ক দফতর ৷

2.5 kgs gold worth RS.1.15crores and 30,000 US dollars seized in Shamshabad Airport
শামশাবাদ বিমানবন্দরে উদ্ধার আড়াই কেজি সোনা
author img

By

Published : Mar 31, 2021, 5:21 PM IST

শামশাবাদ, 31 মার্চ : হায়দরাবাদের শামশাবাদ বিমানবন্দরে উদ্ধার হল আড়াই কেজি সোনা ৷ সঙ্গে মিলল 30 হাজার মার্কিন ডলারের নোট ৷ বুধবারের ঘটনায় বেশ কয়েক জনকে পাকড়াও করেছে শুল্ক দফতর ৷

বিমানবন্দর সূত্রে খবর, পাচারের উদ্দেশ্য়েই ওই সোনা ও ডলার নিয়ে আসা হয়েছিল ৷ এদিন দুবাই থেকে আসা কয়েকজন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় বেআইনি সোনা ৷ এছাড়া, অন্য এক ব্য়ক্তিকে পাকড়াও করা হয় মার্কিন ডলার-সহ ৷ তার গন্তব্যও ছিল দুবাই ৷ এদের সকলের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন : দিল্লি স্টেশনে 3.26 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

হায়দরাবাদের শুল্ক দফতরের তরফে জানা গিয়েছে, এফজ়েড-8779 নম্বর উড়ানে সওয়ার কয়েকজন যাত্রী মিক্সার-গ্রাইন্ডারের মধ্যে লুকিয়ে সোনা নিয়ে আসছিল ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ আড়াই কেজি ৷ যার বাজারদর প্রায় 1 কোটি 15 লাখ টাকা ৷ এরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷

এদিনই এফজ়েড-8776 নম্বর উড়ানে দুবাই যাওয়ার কথা ছিল এক ব্যক্তির ৷ তার সঙ্গে ছিল নগদ 30 হাজার মার্কিন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 21 লাখ 48 হাজার টাকার সমান ৷ 1962 সালের শুল্ক আইন অনুযায়ী ওই ব্য়ক্তিকেও গ্রেফতার করা হয় ৷

শামশাবাদ, 31 মার্চ : হায়দরাবাদের শামশাবাদ বিমানবন্দরে উদ্ধার হল আড়াই কেজি সোনা ৷ সঙ্গে মিলল 30 হাজার মার্কিন ডলারের নোট ৷ বুধবারের ঘটনায় বেশ কয়েক জনকে পাকড়াও করেছে শুল্ক দফতর ৷

বিমানবন্দর সূত্রে খবর, পাচারের উদ্দেশ্য়েই ওই সোনা ও ডলার নিয়ে আসা হয়েছিল ৷ এদিন দুবাই থেকে আসা কয়েকজন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় বেআইনি সোনা ৷ এছাড়া, অন্য এক ব্য়ক্তিকে পাকড়াও করা হয় মার্কিন ডলার-সহ ৷ তার গন্তব্যও ছিল দুবাই ৷ এদের সকলের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন : দিল্লি স্টেশনে 3.26 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

হায়দরাবাদের শুল্ক দফতরের তরফে জানা গিয়েছে, এফজ়েড-8779 নম্বর উড়ানে সওয়ার কয়েকজন যাত্রী মিক্সার-গ্রাইন্ডারের মধ্যে লুকিয়ে সোনা নিয়ে আসছিল ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ আড়াই কেজি ৷ যার বাজারদর প্রায় 1 কোটি 15 লাখ টাকা ৷ এরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷

এদিনই এফজ়েড-8776 নম্বর উড়ানে দুবাই যাওয়ার কথা ছিল এক ব্যক্তির ৷ তার সঙ্গে ছিল নগদ 30 হাজার মার্কিন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 21 লাখ 48 হাজার টাকার সমান ৷ 1962 সালের শুল্ক আইন অনুযায়ী ওই ব্য়ক্তিকেও গ্রেফতার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.