ETV Bharat / bharat

Plea for Marriage Help: সরকারি প্রকল্পে মিলেছে গৃহ, এবার গৃহিণীর খোঁজে প্রশাসনের দ্বারে আড়াই ফিটের শরিফ - আড়াই ফিটের মানুষ

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মিলেছে গৃহ ৷ এ বার গৃহিণীর খোঁজে প্রশাসনের দ্বারস্থ হলেন রায়বরেলির আড়াই ফিটের মহম্মদ শরিফ (Plea for Marriage Help)৷

2.5 ft-tall Mohammad Sharif craves for marriage, seeks govt aid in Raebareli
সরকারি প্রকল্পে মিলেছে গৃহ, এবার গৃহিণীর খোঁজে প্রশাসনের দ্বারে আড়াই ফিটের শরিফ
author img

By

Published : Nov 30, 2022, 5:07 PM IST

রায়বরেলি, 30 নভেম্বর: বিয়ের মরশুম এসে গিয়েছে ৷ আর এই সময়ে গাঁটছড়া বাঁধতে সরকারের সাহায্যপ্রার্থী আড়াই ফিট লম্বা মহম্মদ শরিফ (Plea for Marriage Help)৷ সরকারি প্রকল্পে গৃহ পেয়েছেন ৷ এ বার গৃহিণীর খোঁজে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ তাঁর বিয়েতে সরকারি সাহায্য চেয়ে তিনি আবেদনপত্র জমা দিয়েছেন ৷ দিনকয়েক আগেই তাঁরই মতো আড়াই ফিট লম্বা আজিম মনসুরি সরকারি আধিকারিকদের সাহায্য নিয়ে শামলিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ তাঁকে দেখাদেখি আশা জাগে শরিফের মনে ৷

উত্তরপ্রদেশের রায়বরেলির মহারাজগঞ্জের বাসিন্দা 40 বছরের মহম্মদ শরিফ জেলাশাসকের সঙ্গে দেখা করে বিয়ে করার জন্য সরকারি সাহায্য প্রার্থনা করেছেন ৷ তিনি জেলাশাসককে বলেন, উচ্চতা কম হওয়ায় উপযুক্ত পাত্রী পাচ্ছেন না ৷ সেই কারণে তিনি বিয়ে করতে চেয়ে সরকারি সাহায্যের জন্য দরবার করেছেন ৷ সরকারি সাহায্যের মাধ্যমে গণবিবাহ অনুষ্ঠানে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি ৷ তিনি খাটো হওয়ায় নিত্যনৈমিত্যিক নানা কাজের জন্য তাঁর একজন সঙ্গী প্রয়োজন বলে জেলাশাসককে জানিয়েছেন মহম্মদ শরিফ ৷

আরও পড়ুন: Zombie Virus: 48500 বছরের পুরনো জম্বি ভাইরাসের হদিশ রাশিয়ায়, ফের প্যানডেমিকের আশঙ্কা

তবে এই প্রথম নয় ৷ শরিফ এর আগেও সরকারি সাহায্য প্রার্থনা করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ৷ তিনি পরিবারের উপর নির্ভরশীল হওয়ায় তাঁকে তাঁর বাড়ির লোকজন ঘর থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ সেই কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্জি জানান শরিফ ৷ পরিবারের থেকে বিতাড়িত হওয়ার পর এখন কয়েকজন বন্ধু ও আত্মীয়-স্বজনের ভরসায় জীবন কাটছে তাঁর ৷ সরকারের থেকে বাড়ি পেয়েছেন, এ বার তাঁর প্রয়োজন একজন হোমমেকার ৷ তাঁর আবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সরকার যতটা সম্ভব তাঁকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক ৷

রায়বরেলি, 30 নভেম্বর: বিয়ের মরশুম এসে গিয়েছে ৷ আর এই সময়ে গাঁটছড়া বাঁধতে সরকারের সাহায্যপ্রার্থী আড়াই ফিট লম্বা মহম্মদ শরিফ (Plea for Marriage Help)৷ সরকারি প্রকল্পে গৃহ পেয়েছেন ৷ এ বার গৃহিণীর খোঁজে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ তাঁর বিয়েতে সরকারি সাহায্য চেয়ে তিনি আবেদনপত্র জমা দিয়েছেন ৷ দিনকয়েক আগেই তাঁরই মতো আড়াই ফিট লম্বা আজিম মনসুরি সরকারি আধিকারিকদের সাহায্য নিয়ে শামলিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ তাঁকে দেখাদেখি আশা জাগে শরিফের মনে ৷

উত্তরপ্রদেশের রায়বরেলির মহারাজগঞ্জের বাসিন্দা 40 বছরের মহম্মদ শরিফ জেলাশাসকের সঙ্গে দেখা করে বিয়ে করার জন্য সরকারি সাহায্য প্রার্থনা করেছেন ৷ তিনি জেলাশাসককে বলেন, উচ্চতা কম হওয়ায় উপযুক্ত পাত্রী পাচ্ছেন না ৷ সেই কারণে তিনি বিয়ে করতে চেয়ে সরকারি সাহায্যের জন্য দরবার করেছেন ৷ সরকারি সাহায্যের মাধ্যমে গণবিবাহ অনুষ্ঠানে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি ৷ তিনি খাটো হওয়ায় নিত্যনৈমিত্যিক নানা কাজের জন্য তাঁর একজন সঙ্গী প্রয়োজন বলে জেলাশাসককে জানিয়েছেন মহম্মদ শরিফ ৷

আরও পড়ুন: Zombie Virus: 48500 বছরের পুরনো জম্বি ভাইরাসের হদিশ রাশিয়ায়, ফের প্যানডেমিকের আশঙ্কা

তবে এই প্রথম নয় ৷ শরিফ এর আগেও সরকারি সাহায্য প্রার্থনা করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ৷ তিনি পরিবারের উপর নির্ভরশীল হওয়ায় তাঁকে তাঁর বাড়ির লোকজন ঘর থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ সেই কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্জি জানান শরিফ ৷ পরিবারের থেকে বিতাড়িত হওয়ার পর এখন কয়েকজন বন্ধু ও আত্মীয়-স্বজনের ভরসায় জীবন কাটছে তাঁর ৷ সরকারের থেকে বাড়ি পেয়েছেন, এ বার তাঁর প্রয়োজন একজন হোমমেকার ৷ তাঁর আবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সরকার যতটা সম্ভব তাঁকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.