মুম্বাই, 26 মার্চ : মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকার করোনা হাসপাতালে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের । শুক্রবার রাত সাড়ে 12 টা নাগাদ হাসপাতালে আগুন লাগে ৷ সেখানে 76 জন করোনা রোগী ভর্তি ছিলেন ৷ উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 22টি ইঞ্জিন ৷
"গত বছর করোনা পরিস্থিতির জন্য বেশ কিছু জায়গায় করোনা রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছিল ৷ একইভাবে ভাণ্ডুপের ড্রিমস মলেও অস্থায়ী করোনা হাসপাতাল গড়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ এই অস্থায়ী অনুমোদন শেষ হবে 31 মার্চ ৷ তার মধ্যেই এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ৷ ঘটনাটি তদন্তসাপেক্ষ ৷ অবহেলাজনিত কারণে দুর্ঘনাটি ঘটলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ " পাশাপাশি মৃতের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষমা চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ জানান, " অবহেলাঘটিত কারণে দুর্ঘনাটি ঘটলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷" দমকল বাহিনীর কর্মীদের বাহবা জানিয়ে বলেন , " দমকল বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন ৷ " পাশাপাশি তিনি বলেন, " যাঁরা ভেন্টিলেশনে ছিলেন , তাঁদের উদ্ধার করা যায়নি ৷ তাঁদের পরিবারের কাছে ক্ষমা চাইছি ৷"
এদিন উদ্ধব ঠাকরের পাশাপাশি প্রধানমন্ত্রীও টুইটের মাধ্যমে মৃত পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন ৷
-
Pained by the loss of lives due to a fire at a hospital in Mumbai. I pray that the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pained by the loss of lives due to a fire at a hospital in Mumbai. I pray that the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 26, 2021Pained by the loss of lives due to a fire at a hospital in Mumbai. I pray that the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 26, 2021
ডেপুটি কমিশনার প্রশান্ত কদম জানিয়েছেন, " হাসপাতালটি একটি মলের চার তলায় অবস্থিত ৷ প্রায় 76 জন করোনা রোগী হাসপাতালটিতে ভর্তি ছিলেন ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের 22টি ইঞ্জিন ৷"
তিনি আরও জানান, " রাত প্রায় সাড়ে 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ মলটির একদম নিচের তলায় প্রথম আগুন লাগে ৷ পরে আগুন দ্রুত অন্যান্য ফ্লোরগুলিতেও ছড়িয়ে পড়ে ৷ "
মুম্বইয়ের মেয়র কিশোরী পান্ডেকর জানান , "আমি এই প্রথম মলের উপর কোনও হাসপাতাল দেখলাম ৷ কয়েকজন ভেন্টিলেশনে রয়েছেন ৷ 70 জন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ ঠিক কী কারণে আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে ৷ "
আরও পড়ুন : রাজস্থানে প্রশিক্ষণের মাঝে অগ্নিদগ্ধ হয়ে নিহত 3 জওয়ান