ETV Bharat / bharat

মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুনে মৃত 10, ক্ষমা চাইলেন উদ্ধব - udvab Thackeray

মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকার করোনা হাসপাতালে আগুন লেগে 10 জনের মৃত্যু হয়েছে। সেখানে 76 জন রোগী ছিলেন। তাই আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পাশাপাশি প্রধানমন্ত্রীও টুইটে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 26, 2021, 7:52 AM IST

Updated : Mar 26, 2021, 2:58 PM IST

মুম্বাই, 26 মার্চ : মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকার করোনা হাসপাতালে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের । শুক্রবার রাত সাড়ে 12 টা নাগাদ হাসপাতালে আগুন লাগে ৷ সেখানে 76 জন করোনা রোগী ভর্তি ছিলেন ৷ উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 22টি ইঞ্জিন ৷

"গত বছর করোনা পরিস্থিতির জন্য বেশ কিছু জায়গায় করোনা রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছিল ৷ একইভাবে ভাণ্ডুপের ড্রিমস মলেও অস্থায়ী করোনা হাসপাতাল গড়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ এই অস্থায়ী অনুমোদন শেষ হবে 31 মার্চ ৷ তার মধ্যেই এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ৷ ঘটনাটি তদন্তসাপেক্ষ ৷ অবহেলাজনিত কারণে দুর্ঘনাটি ঘটলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ " পাশাপাশি মৃতের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষমা চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ জানান, " অবহেলাঘটিত কারণে দুর্ঘনাটি ঘটলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷" দমকল বাহিনীর কর্মীদের বাহবা জানিয়ে বলেন , " দমকল বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন ৷ " পাশাপাশি তিনি বলেন, " যাঁরা ভেন্টিলেশনে ছিলেন , তাঁদের উদ্ধার করা যায়নি ৷ তাঁদের পরিবারের কাছে ক্ষমা চাইছি ৷"

এদিন উদ্ধব ঠাকরের পাশাপাশি প্রধানমন্ত্রীও টুইটের মাধ্যমে মৃত পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন ৷

  • Pained by the loss of lives due to a fire at a hospital in Mumbai. I pray that the injured recover soon: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) March 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


ডেপুটি কমিশনার প্রশান্ত কদম জানিয়েছেন, " হাসপাতালটি একটি মলের চার তলায় অবস্থিত ৷ প্রায় 76 জন করোনা রোগী হাসপাতালটিতে ভর্তি ছিলেন ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের 22টি ইঞ্জিন ৷"

তিনি আরও জানান, " রাত প্রায় সাড়ে 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ মলটির একদম নিচের তলায় প্রথম আগুন লাগে ৷ পরে আগুন দ্রুত অন্যান্য ফ্লোরগুলিতেও ছড়িয়ে পড়ে ৷ "

মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন

মুম্বইয়ের মেয়র কিশোরী পান্ডেকর জানান , "আমি এই প্রথম মলের উপর কোনও হাসপাতাল দেখলাম ৷ কয়েকজন ভেন্টিলেশনে রয়েছেন ৷ 70 জন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ ঠিক কী কারণে আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে ৷ "

আরও পড়ুন : রাজস্থানে প্রশিক্ষণের মাঝে অগ্নিদগ্ধ হয়ে নিহত 3 জওয়ান

মুম্বাই, 26 মার্চ : মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকার করোনা হাসপাতালে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের । শুক্রবার রাত সাড়ে 12 টা নাগাদ হাসপাতালে আগুন লাগে ৷ সেখানে 76 জন করোনা রোগী ভর্তি ছিলেন ৷ উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 22টি ইঞ্জিন ৷

"গত বছর করোনা পরিস্থিতির জন্য বেশ কিছু জায়গায় করোনা রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছিল ৷ একইভাবে ভাণ্ডুপের ড্রিমস মলেও অস্থায়ী করোনা হাসপাতাল গড়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ এই অস্থায়ী অনুমোদন শেষ হবে 31 মার্চ ৷ তার মধ্যেই এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ৷ ঘটনাটি তদন্তসাপেক্ষ ৷ অবহেলাজনিত কারণে দুর্ঘনাটি ঘটলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ " পাশাপাশি মৃতের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষমা চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ জানান, " অবহেলাঘটিত কারণে দুর্ঘনাটি ঘটলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷" দমকল বাহিনীর কর্মীদের বাহবা জানিয়ে বলেন , " দমকল বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন ৷ " পাশাপাশি তিনি বলেন, " যাঁরা ভেন্টিলেশনে ছিলেন , তাঁদের উদ্ধার করা যায়নি ৷ তাঁদের পরিবারের কাছে ক্ষমা চাইছি ৷"

এদিন উদ্ধব ঠাকরের পাশাপাশি প্রধানমন্ত্রীও টুইটের মাধ্যমে মৃত পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন ৷

  • Pained by the loss of lives due to a fire at a hospital in Mumbai. I pray that the injured recover soon: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) March 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


ডেপুটি কমিশনার প্রশান্ত কদম জানিয়েছেন, " হাসপাতালটি একটি মলের চার তলায় অবস্থিত ৷ প্রায় 76 জন করোনা রোগী হাসপাতালটিতে ভর্তি ছিলেন ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের 22টি ইঞ্জিন ৷"

তিনি আরও জানান, " রাত প্রায় সাড়ে 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ মলটির একদম নিচের তলায় প্রথম আগুন লাগে ৷ পরে আগুন দ্রুত অন্যান্য ফ্লোরগুলিতেও ছড়িয়ে পড়ে ৷ "

মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন

মুম্বইয়ের মেয়র কিশোরী পান্ডেকর জানান , "আমি এই প্রথম মলের উপর কোনও হাসপাতাল দেখলাম ৷ কয়েকজন ভেন্টিলেশনে রয়েছেন ৷ 70 জন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ ঠিক কী কারণে আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে ৷ "

আরও পড়ুন : রাজস্থানে প্রশিক্ষণের মাঝে অগ্নিদগ্ধ হয়ে নিহত 3 জওয়ান

Last Updated : Mar 26, 2021, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.