ETV Bharat / bharat

Bengal Tourists Died: পুরীর সমুদ্রে তলিয়ে গেলেন হাওড়ার বাসিন্দা বাবা-ছেলে - পুরীর সমুদ্রে ডুবে গেলেন দুই বাঙালি পর্যটক

পুরীর সমুদ্রে স্নান করতে নেমে ডুবে গেলেন দু'জন বাঙালি পর্যটক ৷ তাঁদের সঙ্গে থাকা একজনকে উদ্ধার করা হয়েছে ৷

Etv Bharat
পুরীর সমুদ্র
author img

By

Published : May 3, 2023, 4:49 PM IST

Updated : May 3, 2023, 9:05 PM IST

পুরী, 3 মে: পুরীর সমুদ্রে নেমে তলিয়ে গেলেন বাংলার দুই পর্যটক ৷ মৃতদের নাম রঞ্জন দাস ও ঋষভ দাস ৷ সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে ৷ বুধবার পুরীর স্বর্গদ্বারের কাছে 13 নম্বর সেক্টরে সমুদ্রে স্নান করতে নেমে ডুবে যান ওই দুই বাঙালি পর্যটক ৷ অপর একজন পর্যটককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা ৷ সুনীল শেখর মাহাতো নামে ওই পর্যটককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ খবর পেয়েই তাঁর পরিবার পৌঁছয় সেখানে ৷ তবে কীভাবে এই ঘটনা ঘটল তা দেখতে তদন্ত শুরু করেছে সাগরপাড়ের পুলিশ ও বালিয়াপাণ্ডা থানা ৷ পর্যটকরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সমুদ্রের কতটা কাছে ছিলেন তাঁরা সবই খতিয়ে দেখছে পুলিশ ৷

হাওড়া থেকে 5 জন পর্যটক এসেছিলেন পুরীতে জগন্নাথ দর্শনে ৷ এর মধ্যে স্নান করার সময় 3 জন জোয়ারের জলে ভেসে যান ৷ লাইফ গার্ড একজনকে বাঁচাতে পারলেও বাকিরা তলিয়ে যান সমুদ্রে ৷ মঙ্গলবার সকাল 11টা নাগাদ পুরীর সমুদ্রে নেমে ভেসে যান 3 পর্যটক ৷ এর মধ্যে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে ৷ অন্য দু'জনকে ব্লু ফ্ল্যাগ বিচ থেকে উদ্ধার করেন লাইফ গার্ডরা ৷ মৃত মহিলার নাম ছত্তিশগড়ের রায়গড়ের মীনাক্ষী নায়ক ৷ জানা গিয়েছে, মৃত মহিলা আরও ছ'জনের সঙ্গে পুরীতে এসেছিলেন ৷ তাঁরা দিগবরেণী খুন্তির কাছে সাগরে স্নান করতে নামে ৷ কিন্তু জোয়ারের সময় তিন জন ভেসে যায় ৷

সি-বিচ পুলিশ মীনাক্ষীর দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ৷ তবে তাঁর পরিবারের সদস্যরা আসার পর তবেই ময়নাতদন্ত করা হবে ৷ কারণ তাঁর সঙ্গে থাকা 6 জন তাঁরই পরিবারের সদস্য কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷ মীনাক্ষীর সঙ্গে আসা সমস্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

এই বিষয়ে সি-বিচ পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নিম্নচাপের কারণে পর্যটকদের লাল পতাকা দেখিয়ে সতর্ক করা হয়েছে ৷ কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁরা প্রবল স্রোতে ভেসে যান ৷ দু'জন পর্যটককে উদ্ধার করা হয়েছে ৷ বর্তমানে ব্লু ফ্ল্যাগ সৈকত, নীলাদ্রি সৈকত, সেক্টর-14 ও চন্দ্রভাগা সৈকতে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন : দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র

পুরী, 3 মে: পুরীর সমুদ্রে নেমে তলিয়ে গেলেন বাংলার দুই পর্যটক ৷ মৃতদের নাম রঞ্জন দাস ও ঋষভ দাস ৷ সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে ৷ বুধবার পুরীর স্বর্গদ্বারের কাছে 13 নম্বর সেক্টরে সমুদ্রে স্নান করতে নেমে ডুবে যান ওই দুই বাঙালি পর্যটক ৷ অপর একজন পর্যটককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা ৷ সুনীল শেখর মাহাতো নামে ওই পর্যটককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ খবর পেয়েই তাঁর পরিবার পৌঁছয় সেখানে ৷ তবে কীভাবে এই ঘটনা ঘটল তা দেখতে তদন্ত শুরু করেছে সাগরপাড়ের পুলিশ ও বালিয়াপাণ্ডা থানা ৷ পর্যটকরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সমুদ্রের কতটা কাছে ছিলেন তাঁরা সবই খতিয়ে দেখছে পুলিশ ৷

হাওড়া থেকে 5 জন পর্যটক এসেছিলেন পুরীতে জগন্নাথ দর্শনে ৷ এর মধ্যে স্নান করার সময় 3 জন জোয়ারের জলে ভেসে যান ৷ লাইফ গার্ড একজনকে বাঁচাতে পারলেও বাকিরা তলিয়ে যান সমুদ্রে ৷ মঙ্গলবার সকাল 11টা নাগাদ পুরীর সমুদ্রে নেমে ভেসে যান 3 পর্যটক ৷ এর মধ্যে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে ৷ অন্য দু'জনকে ব্লু ফ্ল্যাগ বিচ থেকে উদ্ধার করেন লাইফ গার্ডরা ৷ মৃত মহিলার নাম ছত্তিশগড়ের রায়গড়ের মীনাক্ষী নায়ক ৷ জানা গিয়েছে, মৃত মহিলা আরও ছ'জনের সঙ্গে পুরীতে এসেছিলেন ৷ তাঁরা দিগবরেণী খুন্তির কাছে সাগরে স্নান করতে নামে ৷ কিন্তু জোয়ারের সময় তিন জন ভেসে যায় ৷

সি-বিচ পুলিশ মীনাক্ষীর দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ৷ তবে তাঁর পরিবারের সদস্যরা আসার পর তবেই ময়নাতদন্ত করা হবে ৷ কারণ তাঁর সঙ্গে থাকা 6 জন তাঁরই পরিবারের সদস্য কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷ মীনাক্ষীর সঙ্গে আসা সমস্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

এই বিষয়ে সি-বিচ পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নিম্নচাপের কারণে পর্যটকদের লাল পতাকা দেখিয়ে সতর্ক করা হয়েছে ৷ কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁরা প্রবল স্রোতে ভেসে যান ৷ দু'জন পর্যটককে উদ্ধার করা হয়েছে ৷ বর্তমানে ব্লু ফ্ল্যাগ সৈকত, নীলাদ্রি সৈকত, সেক্টর-14 ও চন্দ্রভাগা সৈকতে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন : দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র

Last Updated : May 3, 2023, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.