ETV Bharat / bharat

Gujarat Bomb Threat Case: মোদি-রাজ্যের সরকারি অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, কলকাতা থেকে গ্রেফতার 2 - Gujarat

বেনিয়াপুকুর থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দারা (Gujarat Government Office Bomb Threat Case) । ব্যান্ডেল গেট এবং লেডিস পার্ক এলাকা থেকে মোট দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (2 arrested from Kolkata)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 19, 2022, 8:27 PM IST

Updated : Oct 19, 2022, 9:44 PM IST

কলকাতা, 19 অক্টোবর: গুজরাতের সরকারি অফিস বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি (Gujarat Government Office Bomb Threat Case) । ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে জানা যায় অভিযুক্তরা প্রত্যেকেই কলকাতার । এরপরেই গুজরাত পুলিশের অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের গোয়েন্দারা যোগাযোগ করেন লালবাজারের গোয়েন্দাদের সঙ্গে । তদন্তে নেমে বেনিয়াপুকুর থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দারা (2 arrested from Kolkata) । ব্যান্ডেল গেট এবং লেডিস পার্ক এলাকা থেকে মোট দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

ধৃতদের নাম হাবিব মণ্ডল এবং সারবার হোসেন । লেডিস পার্ক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল অভিযুক্তরা । ঘটনাস্থল থেকে মোট 10টি সিম বক্স বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে । লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন । এসটিএফ-এর গোয়েন্দারা জানাচ্ছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনি, তিলজলা থানা এলাকার পাশাপাশি বেনিয়াপুকুর এবং তপসিয়া এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আরও পড়ুন: কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ, ইঞ্জিনিয়ারের বাড়িতে পুলিশি হানা

কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ থাকলেও থাকতে পারে । কেন তারা ওই এলাকায় মোট 10টি সিম বক্স রেখেছিল সেই নিয়েও ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে । লালবাজার সূত্রে খবর, দু'মাস আগে গুজরাত পুলিশের লালবাজারের সঙ্গে যোগাযোগ করে । জানানো হয়, গুজরাতের একটি সরকারি অফিস বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় । গোটা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে গুজরাত পুলিশের অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের গোয়েন্দারা । তদন্ত শুরু করে তারা জানতে পারেন, যেই নম্বর থেকে হুমকি ফোনগুলি এসেছিল, সেগুলির বর্তমান লোকেশন কলকাতা দেখাচ্ছে । এরপরেই তদন্তে নামেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

কলকাতা, 19 অক্টোবর: গুজরাতের সরকারি অফিস বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি (Gujarat Government Office Bomb Threat Case) । ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে জানা যায় অভিযুক্তরা প্রত্যেকেই কলকাতার । এরপরেই গুজরাত পুলিশের অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের গোয়েন্দারা যোগাযোগ করেন লালবাজারের গোয়েন্দাদের সঙ্গে । তদন্তে নেমে বেনিয়াপুকুর থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দারা (2 arrested from Kolkata) । ব্যান্ডেল গেট এবং লেডিস পার্ক এলাকা থেকে মোট দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

ধৃতদের নাম হাবিব মণ্ডল এবং সারবার হোসেন । লেডিস পার্ক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল অভিযুক্তরা । ঘটনাস্থল থেকে মোট 10টি সিম বক্স বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে । লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন । এসটিএফ-এর গোয়েন্দারা জানাচ্ছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনি, তিলজলা থানা এলাকার পাশাপাশি বেনিয়াপুকুর এবং তপসিয়া এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

আরও পড়ুন: কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ, ইঞ্জিনিয়ারের বাড়িতে পুলিশি হানা

কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ থাকলেও থাকতে পারে । কেন তারা ওই এলাকায় মোট 10টি সিম বক্স রেখেছিল সেই নিয়েও ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে । লালবাজার সূত্রে খবর, দু'মাস আগে গুজরাত পুলিশের লালবাজারের সঙ্গে যোগাযোগ করে । জানানো হয়, গুজরাতের একটি সরকারি অফিস বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় । গোটা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে গুজরাত পুলিশের অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের গোয়েন্দারা । তদন্ত শুরু করে তারা জানতে পারেন, যেই নম্বর থেকে হুমকি ফোনগুলি এসেছিল, সেগুলির বর্তমান লোকেশন কলকাতা দেখাচ্ছে । এরপরেই তদন্তে নামেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

Last Updated : Oct 19, 2022, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.