ETV Bharat / bharat

Madhya Pradesh Borewell Accident: মধ্যপ্রদেশে 300 ফুট গভীর কুয়োতে আড়াই বছরের শিশু কন্যা, চলছে উদ্ধারকাজ - কুয়ো

ফের মধ্যপ্রদেশে কুয়োতে পড়ে গেল শিশু ৷ আড়াই বছরের মেয়েটি মঙ্গলবার বিকেলে খেলতে খেলতে কুয়োতে পড়ে যায় ৷ তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷ শিশুটিকে কুয়োর ভিতরে অক্সিজেন দেওয়া হচ্ছে ৷

Madhya Pradesh Borewell incident
কুয়োতে পড়ে গেল শিশু
author img

By

Published : Jun 7, 2023, 1:26 PM IST

সেহোর(মধ্যপ্রদেশ), 7 জুন: মধ্যপ্রদেশে 300 ফুট গভীর কুয়োতে পড়ে গেল আড়াই বছরের শিশু কন্যা ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে সিহোর জেলার মুঙ্গাভালি গ্রামের একটি মাঠে । মেয়েটির নাম সৃষ্টি কুশওয়াহা ৷ জানা গিয়েছে, সে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল ৷ সেসময় খেলতে খেলতে ভুলবশত কুয়োর মধ্যে পড়ে যায় ৷

গতকাল থেকে এখনও পর্যন্ত ভারী আর্থ মুভারের সাহায্যে শিশুটিকে উদ্ধারের কাজ চলছে । উদ্ধারকারী দলগুলি কুয়োর সমান্তরাল আরও একটি কুয়ো খনন করছে ৷ সেখান থেকে একটি টানেল তৈরি করে ওই কুয়োর মধ্যে উদ্ধারকারীরা যাওয়ার পরিকল্পনা রয়েছে । শিশুটি বর্তমানে কুয়োর 50 ফুট গভীরে আটকে আছে বলে জানা গিয়েছে । অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে ।

Madhya Pradesh Borewell incident
শিশুটিকে উদ্ধারকাজ চলছে

জেলা প্রশাসন, পুলিশ ও রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সিহোর জেলার বাসিন্দা ৷ তিনিও উদ্ধার কাজের খোঁজ রাখছেন । এমনকী মেয়েটিকে নিরাপদে যাতে উদ্ধার করা যায় সে বিষয়েও তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা হেডকোয়ার্টার থেকে উদ্ধার কাজের উপর নজর রাখছেন ।

মুখ্যমন্ত্রী টুইট করেন, "আমি সিহোরের মুঙ্গাভালি গ্রামে একটি শিশু কন্যার কুয়োতে পড়ে যাওয়ার ঘটনার খবর পেয়েছি । রাজ্যের উদ্ধারকারী দল (এসডিআরএফ) ঘটনার পর পরেই সেখানে পৌঁছেছে এবং কুয়ো থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷" শিবরাজ সিং চৌহান জানান, তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন এবং তিনি প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন । তিনি আরও বলেন, "উদ্ধারকারী দল শিশুটিকে নিরাপদে উদ্ধারের চেষ্টা করছে । আমি শিশুটির সুস্থতার জন্য প্রার্থনা করছি ।"

আরও পড়ুন: শেষরক্ষা হল না, 24 ঘণ্টা পর মৃত অবস্থায় কুয়ো থেকে উদ্ধার সাত বছরের লোকেশ

প্রসঙ্গত, এর আগে মার্চ মাসে মধ্যপ্রদেশে একই ঘটনা ঘটেছিল ৷ হনুমানের হাত থেকে পালাতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল সাত বছরের লোকেশ ৷ 24 ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে তাকে তোলা হলেও শেষমেষ বাঁচানো সম্ভব হয়নি ৷ চিকিৎসকেরা লোকেশকে মৃত ঘোষণা করেছিলেন ৷ তারপরে ফের ওই রাজ্যে মঙ্গলবার কুয়োতে পড়ে গেল আড়াই বছরের শিশুটি ৷

সেহোর(মধ্যপ্রদেশ), 7 জুন: মধ্যপ্রদেশে 300 ফুট গভীর কুয়োতে পড়ে গেল আড়াই বছরের শিশু কন্যা ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে সিহোর জেলার মুঙ্গাভালি গ্রামের একটি মাঠে । মেয়েটির নাম সৃষ্টি কুশওয়াহা ৷ জানা গিয়েছে, সে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল ৷ সেসময় খেলতে খেলতে ভুলবশত কুয়োর মধ্যে পড়ে যায় ৷

গতকাল থেকে এখনও পর্যন্ত ভারী আর্থ মুভারের সাহায্যে শিশুটিকে উদ্ধারের কাজ চলছে । উদ্ধারকারী দলগুলি কুয়োর সমান্তরাল আরও একটি কুয়ো খনন করছে ৷ সেখান থেকে একটি টানেল তৈরি করে ওই কুয়োর মধ্যে উদ্ধারকারীরা যাওয়ার পরিকল্পনা রয়েছে । শিশুটি বর্তমানে কুয়োর 50 ফুট গভীরে আটকে আছে বলে জানা গিয়েছে । অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে ।

Madhya Pradesh Borewell incident
শিশুটিকে উদ্ধারকাজ চলছে

জেলা প্রশাসন, পুলিশ ও রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সিহোর জেলার বাসিন্দা ৷ তিনিও উদ্ধার কাজের খোঁজ রাখছেন । এমনকী মেয়েটিকে নিরাপদে যাতে উদ্ধার করা যায় সে বিষয়েও তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা হেডকোয়ার্টার থেকে উদ্ধার কাজের উপর নজর রাখছেন ।

মুখ্যমন্ত্রী টুইট করেন, "আমি সিহোরের মুঙ্গাভালি গ্রামে একটি শিশু কন্যার কুয়োতে পড়ে যাওয়ার ঘটনার খবর পেয়েছি । রাজ্যের উদ্ধারকারী দল (এসডিআরএফ) ঘটনার পর পরেই সেখানে পৌঁছেছে এবং কুয়ো থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷" শিবরাজ সিং চৌহান জানান, তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন এবং তিনি প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন । তিনি আরও বলেন, "উদ্ধারকারী দল শিশুটিকে নিরাপদে উদ্ধারের চেষ্টা করছে । আমি শিশুটির সুস্থতার জন্য প্রার্থনা করছি ।"

আরও পড়ুন: শেষরক্ষা হল না, 24 ঘণ্টা পর মৃত অবস্থায় কুয়ো থেকে উদ্ধার সাত বছরের লোকেশ

প্রসঙ্গত, এর আগে মার্চ মাসে মধ্যপ্রদেশে একই ঘটনা ঘটেছিল ৷ হনুমানের হাত থেকে পালাতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল সাত বছরের লোকেশ ৷ 24 ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে তাকে তোলা হলেও শেষমেষ বাঁচানো সম্ভব হয়নি ৷ চিকিৎসকেরা লোকেশকে মৃত ঘোষণা করেছিলেন ৷ তারপরে ফের ওই রাজ্যে মঙ্গলবার কুয়োতে পড়ে গেল আড়াই বছরের শিশুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.