নয়াদিল্লি, 9 মে : রাজধানীতে 125 কিলো 480 গ্রাম হেরোইন-সহ গ্রেফতার দুই আফগান ৷ উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার দর ভারতীয় মুদ্রায় আনুমানিক 860 কোটি টাকা ৷ ধৃতদের নাম মহম্মদ শফি (48) ও তারিনা (36) ৷ দু'জনেরই বাড়ি আফগানিস্তানের কান্দাহারে ৷
দিল্লি পুলিশের ওয়েস্ট ডিস্ট্রিক্টের কমিশনার উরভিজ়া গয়াল ইতিমধ্যেই হেরোইন সাপ্লাই ও ড্রাগের ব্যবসা বন্ধ করার জন্য বিশেষ একটি দল তৈরি করার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর ৷
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকে জাল পেতেছিল তাঁদের ধরার জন্য ৷ ধৃতরা ওয়াজ়িরাবাদ থেকে গন্ডা নালা রোডের দিকে যাচ্ছিল ৷ সেই সময় খয়ালা গ্যাস এজেন্সির সামনে তাঁদের আটক করে পুলিশ ৷ সাতটি প্লাস্টিকের ব্যাগ থেকে মোট 125 কিলো 480 গ্রাম হেরোইন উদ্ধার করেন তাঁরা ৷