মুম্বই, 19 নভেম্বর: মুম্বইয়ের চেম্বুর এলাকায় ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের কোয়ার্টারে কলেজ পড়ুয়াকে গণধর্ষণ ৷ সরকারি অফিসের কোয়ার্টারে গণধর্ষণের শিকার 19 বছরের এক তরুণী। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করেছে চেম্বুর পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির 376, (ধর্ষণ), 376 (ডি) (গণধর্ষণ), 28 এবং 34 নম্বর ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ উভয় অভিযুক্তকে আদালতে পেশ করেছে। 20 নভেম্বর পর্যন্ত অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
চেম্বুর পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে 15 নভেম্বর, বুধবার রাত 10 থেকে সাড়ে 12টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতা তাঁর মা, বাবা ও বোনের সঙ্গে মহারাষ্ট্রের পালঘর জেলায় ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের কোয়ার্টারে থাকেন ৷ এক অভিযুক্ত অজিত কুমার যাদব (26) কাছের একটি ফ্ল্যাটে থাকতেন। তার বাবাও একজন ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের কর্মচারী। সেদিন ওই অভিযুক্তের ফ্ল্য়াটে বাবা, মা ছিলেন না ৷ সে জন্য তিনি তাঁর এক বন্ধু প্রভাকর যাদবকে (30) ফোন করে ডাকেন আবাসনের ফ্ল্যাটে।
এদিকে নির্যাতিতা অজিত চেম্বুর পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অজিত কুমার যাদবের বাড়িতে রান্নার উপকরণ কম থাকায় তা আনতে গিয়েছিলেন ৷ তারপরই মর্মান্তিক পরিণতি ৷ সে সময়ই তাঁকে মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস অভিযুক্তরা খেতে দিয়েছিল বলে অভিযোগ। তা খাওয়ার পরই অচৈতন্য হয়ে পড়েন ওই 19 বছরের ওই যুবতী। তখন দুই বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাত সাড়ে 12টা নাগাদ হুঁশ ফেরে ওই কলেজ ছাত্রীর। সঙ্গে সঙ্গে তিনি নিজের ফ্ল্যাটে চলে আসেন। ঘটনার কথা ওই আবাসনের বসবাসকারী ঘনিষ্ঠদের জানান।
অভিযুক্তের বাড়ি থেকে ঠান্ডা পানীয়ের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। নির্যাতিতা কর্মাস বিভাগের ছাত্রী। গত 16 নভেম্বর নির্যাতিতা বিষয়টি পুলিশকে জানায়। এরপর দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়। দু'জনকেই একই দিনে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করে 20 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিকে, পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে ঠান্ডা পানীয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং মেডিক্যাল রিপোর্ট এখনও আসেনি। চেম্বুর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দু'জনই ছাত্র।
আরও পড়ুন:
- বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্তাইন' বার্তা! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের
- অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে
- আইডলের স্বাক্ষর করা জার্সি উপহার নিয়ে মাঠে নামলেন কোহলি