ETV Bharat / bharat

Wildlife Smuggling in Bengaluru: বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত কিং কোবরা, পাইথন, বাঁদরের মৃতদেহ - King cobra Smuggling

আইনের ফাঁক গলে চলছে বন্যপ্রাণী পাচার চক্র ৷ আন্তর্জাতিক বেআইনি পশুপাচার চক্র যে সক্রিয়, তার প্রমাণ মিলল বেঙ্গালুরু বিমানবন্দরে ৷ জীবন্ত কিং কোবরা, পাইথন উদ্ধার করল কাস্টমস দফতরের কর্মীরা ৷

ETV Bharat
বিমানবন্দরে বাজেয়াপ্ত কিং কোবরা-সহ পাইথন ও বাঁদরের মৃতদেহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 11:28 AM IST

বেঙ্গালুরু, 8 সেপ্টেম্বর: ব্যাগে ছিল বাঁদরের মৃতদেহ। আরও ছিল জ্যান্ত কিং কোবরা এবং পাইথন ! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে থাইল্যান্ড থেকে এই সমস্ত প্রাণীর চোরাচালান হচ্ছিল ভারতে ৷ বুধবার রাতে বেঙ্গালুরু বিমানবন্দরে একটি ব্যাগ থেকে পাওয়া যায় 17টি কিং কোবরা, 55টি বল পাইথন ৷ এর সঙ্গেই মেলে 6ট ক্যাপুচিন বাঁদরের মৃতদেহ ৷ সাপগুলিয় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৷

বেঙ্গালুরুর কাস্টমস দফতর সূত্রে খবর, বুধবার রাত প্রায় 10.30 মিনিটে বেঙ্গালুরুর বিমানবন্দরে একটি ব্যাগ চেক করার সময় কাস্টমস দফতরের কর্মীরা কিং কোবরা, পাইথন ও মৃত বাঁদরগুলির দেহ খুঁজে পান ৷ বেঙ্গালুরু কাস্টমস সামাজিক মাধ্যমে লেখে, "6 সেপ্টেম্বর, 2023 তারিখে বেঙ্গালুরুর কেআইএএলে বন্য পশু পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ জ্যান্ত পশুগুলিকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা মেনে মৃত বাঁদরগুলির ক্ষেত্রেও উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷" বৃহস্পতিবার এই বিবৃতিটি প্রকাশ করেছে কাস্টমস ৷

  • #IndianCustomsAtWork A case of Wildlife smuggling was booked by Bengaluru Air Customs on 6th Sep, 2023 at KIAL Bengaluru. Animals found alive have been deported to country of origin and 6 dead Capuchin monkeys were disposed. Further investigation under progress. pic.twitter.com/NoM0XTkcjq

    — Bengaluru Customs (@blrcustoms) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী, কিং কোবরা এবং পাইথন- দু'টি প্রজাতির সাপের শিকার বেআইনি ৷ আন্তর্জাতিক বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদ ব্যবসার আইনে এই তিনটি প্রাণীর উল্লেখ আছে ৷ বন্যপ্রাণী আইনের শিডিউল-1-এর অধীনে পাইথনের নাম আছে ৷ কিং কোবরা আছে দ্বিতীয় স্থানে ৷ দু'টি বিপন্ন প্রজাতির প্রাণীর অন্তর্ভুক্ত ৷ কাস্টমস আধিকারিকদের সন্দেহ, হয়তো আন্তর্জাতিক পশুপাচার চক্রের একটি অংশ হিসেবে ভারতে এই বন্য প্রাণীগুলি পাচার করা হয়েছে ৷

বেঙ্গালুরু কাস্টমস দফতর অনুযায়ী, বুধবার রাতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এই বন্যপ্রাণীগুলির দেহ বাজেয়াপ্ত করার ঘটনাটি এবছরের সবচেয়ে বড় ঘটনা ৷ তবে যে এই ব্যাগগুলি নিয়ে বিমানবন্দরে নেমেছিল, সেই অভিযুক্তের সন্ধান পায়নি বিমানবন্দরের কাস্টমস দফতর ৷ পুলিশের কাছে এই মর্মে অভিযোগ জানানো হয়েছে ৷

আরও পড়ুন: কাঞ্চনকন্যা ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার প্রচুর পাখি ও প্রাণী

21 অগস্ট কাস্টমস দফতর 234টি বহুমূল্য বিদেশি প্রাণীর দেহ বাজেয়াপ্ত করেছে ৷ এর মধ্যে আছে পাইথন, চ্যামেলিয়নস, ইগুয়ানা, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির কুমির এবং একটি ক্যাঙ্গারু শাবকের মৃতদেহ ৷ ব্যাঙ্কক থেকে এক যাত্রী দু'টি ট্রলি ব্যাগে এই বিপুল পরিমাণ প্রাণী নিয়ে বিমানবন্দরে নেমেছিল ৷

বেঙ্গালুরু, 8 সেপ্টেম্বর: ব্যাগে ছিল বাঁদরের মৃতদেহ। আরও ছিল জ্যান্ত কিং কোবরা এবং পাইথন ! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে থাইল্যান্ড থেকে এই সমস্ত প্রাণীর চোরাচালান হচ্ছিল ভারতে ৷ বুধবার রাতে বেঙ্গালুরু বিমানবন্দরে একটি ব্যাগ থেকে পাওয়া যায় 17টি কিং কোবরা, 55টি বল পাইথন ৷ এর সঙ্গেই মেলে 6ট ক্যাপুচিন বাঁদরের মৃতদেহ ৷ সাপগুলিয় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৷

বেঙ্গালুরুর কাস্টমস দফতর সূত্রে খবর, বুধবার রাত প্রায় 10.30 মিনিটে বেঙ্গালুরুর বিমানবন্দরে একটি ব্যাগ চেক করার সময় কাস্টমস দফতরের কর্মীরা কিং কোবরা, পাইথন ও মৃত বাঁদরগুলির দেহ খুঁজে পান ৷ বেঙ্গালুরু কাস্টমস সামাজিক মাধ্যমে লেখে, "6 সেপ্টেম্বর, 2023 তারিখে বেঙ্গালুরুর কেআইএএলে বন্য পশু পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ জ্যান্ত পশুগুলিকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা মেনে মৃত বাঁদরগুলির ক্ষেত্রেও উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷" বৃহস্পতিবার এই বিবৃতিটি প্রকাশ করেছে কাস্টমস ৷

  • #IndianCustomsAtWork A case of Wildlife smuggling was booked by Bengaluru Air Customs on 6th Sep, 2023 at KIAL Bengaluru. Animals found alive have been deported to country of origin and 6 dead Capuchin monkeys were disposed. Further investigation under progress. pic.twitter.com/NoM0XTkcjq

    — Bengaluru Customs (@blrcustoms) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী, কিং কোবরা এবং পাইথন- দু'টি প্রজাতির সাপের শিকার বেআইনি ৷ আন্তর্জাতিক বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদ ব্যবসার আইনে এই তিনটি প্রাণীর উল্লেখ আছে ৷ বন্যপ্রাণী আইনের শিডিউল-1-এর অধীনে পাইথনের নাম আছে ৷ কিং কোবরা আছে দ্বিতীয় স্থানে ৷ দু'টি বিপন্ন প্রজাতির প্রাণীর অন্তর্ভুক্ত ৷ কাস্টমস আধিকারিকদের সন্দেহ, হয়তো আন্তর্জাতিক পশুপাচার চক্রের একটি অংশ হিসেবে ভারতে এই বন্য প্রাণীগুলি পাচার করা হয়েছে ৷

বেঙ্গালুরু কাস্টমস দফতর অনুযায়ী, বুধবার রাতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এই বন্যপ্রাণীগুলির দেহ বাজেয়াপ্ত করার ঘটনাটি এবছরের সবচেয়ে বড় ঘটনা ৷ তবে যে এই ব্যাগগুলি নিয়ে বিমানবন্দরে নেমেছিল, সেই অভিযুক্তের সন্ধান পায়নি বিমানবন্দরের কাস্টমস দফতর ৷ পুলিশের কাছে এই মর্মে অভিযোগ জানানো হয়েছে ৷

আরও পড়ুন: কাঞ্চনকন্যা ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার প্রচুর পাখি ও প্রাণী

21 অগস্ট কাস্টমস দফতর 234টি বহুমূল্য বিদেশি প্রাণীর দেহ বাজেয়াপ্ত করেছে ৷ এর মধ্যে আছে পাইথন, চ্যামেলিয়নস, ইগুয়ানা, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির কুমির এবং একটি ক্যাঙ্গারু শাবকের মৃতদেহ ৷ ব্যাঙ্কক থেকে এক যাত্রী দু'টি ট্রলি ব্যাগে এই বিপুল পরিমাণ প্রাণী নিয়ে বিমানবন্দরে নেমেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.