দিল্লি, 16 জানুয়ারি : দেশে কিছুটা বাড়ল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 16 হাজার 977 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 15 হাজার 590 জন । এই মুহূর্তে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 5 লাখ 42 হাজার 841 ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 175 জনের ৷ যা গতকাল ছিল 191 ৷ এই নিয়ে দেশে কোরোনায় মৃতের সংখ্য়া দাঁড়িয়েছে 1 লাখ 52 হাজার 93 ৷
আরও পড়ুন:দেশে শুরু কোরোনা টিকাকরণ
একদিকে যখন কোরোনায় সংক্রমণের হার কমছে তেমনই সুস্থতার হারও ক্রমশ বাড়ছে ৷ সুস্থ হয়ে উঠেছে মোট 1 কোটি 1 লাখ 79 হাজার 715 জন ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 11 হাজার 33 জন ৷
-
India reports 15,158 new #COVID19 cases, 16,977 discharges and 175 deaths in last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) January 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Total cases: 1,05,42,841
Active cases: 2,11,033
Total discharges: 1,01,79715
Death toll: 1,52,093 pic.twitter.com/J7Z5QsC6dH
">India reports 15,158 new #COVID19 cases, 16,977 discharges and 175 deaths in last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) January 16, 2021
Total cases: 1,05,42,841
Active cases: 2,11,033
Total discharges: 1,01,79715
Death toll: 1,52,093 pic.twitter.com/J7Z5QsC6dHIndia reports 15,158 new #COVID19 cases, 16,977 discharges and 175 deaths in last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) January 16, 2021
Total cases: 1,05,42,841
Active cases: 2,11,033
Total discharges: 1,01,79715
Death toll: 1,52,093 pic.twitter.com/J7Z5QsC6dH
আক্রান্তের নিরিখে এখনও দেশের মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 19 লাখ 84 হাজার 768 জন ৷ এরপর রয়েছে কর্নাটক ৷ আক্রান্তের সংখ্যা 9 লাখ 30 হাজার 668 তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে আক্রান্ত 8 লাখ 85 হাজার 710 ৷