কোরবা, 3 ফেব্রুয়ারি : ফের নাবালিকা ধর্ষণের ঘটনার খবর সামনে এল৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের কোরবা এলাকা৷ অভিযোগ, এই 16 বছরের কিশোরীকে গণধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়৷ একই সঙ্গে খুন করা হয়েছে ওই কিশোরীর পরিবারের আরও দুই সদস্যকে৷ এই ঘটনায় ছত্তিশগড় পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে৷
পুলিশ জানিয়েছে, বাকি দুই নিহতদের একজন তার বাবা৷ আর দ্বিতীয়জন তার ভাইঝি বা বোনঝি৷ যার বয়স মাত্র 4 বছর৷ গত 29 জানুয়ারি ঘটনাটি ঘটে কোরবা জেলার গোধুরিপাড়া গ্রামে৷ খুনের পর দেহগুলি জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়৷
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বাবা বারপানি গ্রামের বাসিন্দা৷ তিনি গত জুলাই মাস থেকে সান্তরাম মাঝোয়ারের বাড়িতে কাজ করছিলেন৷ ওই মাঝোয়ারই ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত৷ সেই ওই তিনজনকে জঙ্গলের মধ্যে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়েছিল৷ তার পর বাকিদের সঙ্গে নিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে৷ শেষে পাথর ও লাঠি দিয়ে মেরে খুন করে তিনজনকে৷
আরও পড়ুন : দেশের ভালো ভারতীয়দের বুঝতে দিন, রিহানাদের জবাব সচিনের
ওই ব্যক্তির ছেলে পুলিশের কাছে তিনজনের নিখোঁজের অভিযোগ করে৷ তদন্তে নেমে ওই ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ তার পর ধৃতদের কাছ থেকে জেরায় পাওয়া তথ্য অনুযায়ী ওই জায়গায় যায়৷ নির্যাতিতা তখনও বেঁচেছিল৷ কিন্তু বাকি দু’জনের মৃতদেহ উদ্ধার হয়৷ তবে হাসপাতালে নিয়ে গেলে নির্যাতিতাকে মৃত বলে ঘোষণা করা হয়৷