ETV Bharat / bharat

দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লাখ - corona in india

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে করোনার টিকা উৎসব ৷ এখনও পর্যন্ত 10 কোটি 15 লাখ 95 হাজার 147 জনের শরীরে করোনার টিকা দেওয়া হয়েছে ৷

new covid cases are found in india
new covid cases are found in india
author img

By

Published : Apr 11, 2021, 10:04 AM IST

Updated : Apr 11, 2021, 10:22 AM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল : লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত 1 লাখ 52 হাজার 879 । এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ গতকাল যা ছিল 1 লাখ 45 হাজার 384 । এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে 1 কোটি 33 লাখ 58 হাজার 805 জন । এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে 11 লাখ 8 হাজার 87 জন ।

কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 839 জনের ৷ গতকাল যা ছিল 794 ৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 69 হাজার 275 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 90 হাজার 584 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 20 লাখ 81 হাজার 443 জন ৷

দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 33 লাখ 43 হাজার 951 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 27 লাখ 48 হাজার 153 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 60 হাজার 204 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 15 হাজার 342 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 55 হাজার 40, সুস্থ হয়েছে 9 লাখ 80 হাজার 519 জন ৷

আরও পড়ুন : রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, দোসর ভ্যাকসিন সংকট

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে গত একদিনে মোট 14 লাখ 12 হাজার 47টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 25 কোটি 66 লাখ 26 হাজার 850টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

চলতি মাসের প্রথম থেকে শুরু হয়েছে লাখের উপরে দৈনিক করোনা সংক্রমণ ৷ দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ৷ এই ওয়েভ রুখতে কোথাও নাইট কার্ফু, তো কোথাও সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ মহারাষ্ট্রে নাইট কার্ফু জারি ছিল, তবে সপ্তাহান্তে লকডাউন শুরু হয়েছে ৷ এছাড়া উত্তরপ্রদেশে নাইট কার্ফু জারি রয়েছে ৷ দিল্লিতে 30 এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়াও গুজরাত, রাজস্থান, পঞ্জাবে চলছে নাইট কার্ফু ৷ ছত্তিশগড়ের রায়পুরে সম্পূর্ণ লকডাউন জারি হয়েছে ৷

নয়াদিল্লি, 11 এপ্রিল : লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত 1 লাখ 52 হাজার 879 । এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ গতকাল যা ছিল 1 লাখ 45 হাজার 384 । এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে 1 কোটি 33 লাখ 58 হাজার 805 জন । এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে 11 লাখ 8 হাজার 87 জন ।

কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 839 জনের ৷ গতকাল যা ছিল 794 ৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 69 হাজার 275 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 90 হাজার 584 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 20 লাখ 81 হাজার 443 জন ৷

দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 33 লাখ 43 হাজার 951 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 27 লাখ 48 হাজার 153 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 60 হাজার 204 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 15 হাজার 342 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 55 হাজার 40, সুস্থ হয়েছে 9 লাখ 80 হাজার 519 জন ৷

আরও পড়ুন : রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, দোসর ভ্যাকসিন সংকট

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে গত একদিনে মোট 14 লাখ 12 হাজার 47টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 25 কোটি 66 লাখ 26 হাজার 850টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

চলতি মাসের প্রথম থেকে শুরু হয়েছে লাখের উপরে দৈনিক করোনা সংক্রমণ ৷ দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ৷ এই ওয়েভ রুখতে কোথাও নাইট কার্ফু, তো কোথাও সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ মহারাষ্ট্রে নাইট কার্ফু জারি ছিল, তবে সপ্তাহান্তে লকডাউন শুরু হয়েছে ৷ এছাড়া উত্তরপ্রদেশে নাইট কার্ফু জারি রয়েছে ৷ দিল্লিতে 30 এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়াও গুজরাত, রাজস্থান, পঞ্জাবে চলছে নাইট কার্ফু ৷ ছত্তিশগড়ের রায়পুরে সম্পূর্ণ লকডাউন জারি হয়েছে ৷

Last Updated : Apr 11, 2021, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.