তিরুঅনন্তপুরম, 10 জুলাই : ডেল্টা প্লাসের (Delta Plus variant) চোখ রাঙানির মধ্যেই আবার জিকা ভাইরাসের (Zika virus) দাপাদাপি ৷ ইতিমধ্যেই কেরালায় আক্রান্ত হয়েছেন 15 জন ৷ সংক্রমণ প্রতিহত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কেরালা সরকার ৷ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে ৷ তিরুঅনন্তপুরম পাবলিক হেল্থ ল্যাব (Thiruvananthapuram Public Health Lab), কোজ়িকোডে মেডিক্যাল কলেজ (Kozhikode Medical College) এবং আলাপ্পুজ়ার ন্যাশানাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (National Institute of Virology) -এ শুরু করা হবে নমুনা পরীক্ষা ৷
গত 24 ঘণ্টায় কেরালায় বেড়েছে জিকার সংক্রমণ ৷ শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 14 জন ৷ এই নিয়ে মোট 15 জন আক্রান্ত হলেন ৷ পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে 19টি নমুনা পাঠানো হয়েছিল ৷ তার মধ্যে 15টি নমুনা পজিটিভ আসে ৷ দেখা যায়, 15 জনের মধ্যে 14 জনই স্বাস্থ্যকর্মী ৷ তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত ৷ বাকি একজন যিনি স্বাস্থ্যকর্মী নন তিনি নন্দনকোডের বাসিন্দা 24 বছর বয়সী এক মহিলা ৷ তাঁর সংক্রমণের বিষয় সামনে আসায় সেই এলাকায় সংক্রমণ রুখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷
পাশাপাশি গর্ভবতীদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ৷ ভ্রুণের মস্তিষ্কের বিকাশকে মারাত্মক ভাবে প্রভাবিত করতে পারে ৷ স্বাস্থ্য দফতরের তরফে যে সমস্ত গর্ভবতী মহিলার সামান্য লক্ষ্মণও লক্ষ করা যাচ্ছে, তাঁদের নমুনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সরকারি তরফে জানানো হয়েছে, গর্ভাবস্থার প্রথম চার মাস পর্যন্ত জিকা ভাইরাসের সংক্রমণের সম্ভাবন বেশি ৷ তাই গর্ভবস্থার প্রথম পাঁচ মাস পর্যন্ত নমুনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে ৷
তিরুঅনন্তপুরমে যাঁরা জিকায় আক্রান্ত হয়েছেন, দেখা যাচ্ছে তাঁদের লক্ষ্মণ হিসাবে জ্বর, চোখ লাল এবং গায়ে লাল দাগ লক্ষ করা গিয়েছে ৷ এই ধরনের লক্ষ্মণ থাকাদের নমুনা পরীক্ষার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে ৷
কেরালায় আক্রান্তদের শরীরে কীভাবে জিকা ভাইরাস এল তা জানা যায়নি ৷ তবে মশাবাহিত এই সংক্রমণ রুখতে মশা জন্মায় এমন যেকোন জায়গা পরিষ্কার রাখা জরুরি ৷ এছাড়াও যৌন সংসর্গের মাধ্যমেও ছড়াতে পারে জিকা ভাইরাস ৷ কেরালা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, হাসপাতাল-সহ সম্ভাব্য অঞ্চলগুলিতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে । রাজ্যজুড়ে এনিয়ে সতর্কতাও জারি করা হয়েছে ।
আরও পড়ুন : একটা ভুলও প্রাণঘাতী হতে পারে, কোভিড নিয়ে বেপরোয়া মনোভাবে উদ্বিগ্ন মোদি