ETV Bharat / bharat

দিল্লিতে সংঘর্ষের ঘটনায় 22টি এফআইআর দায়ের - Delhi police

সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি ৷ একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনায় এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ।

Delhi
দিল্লি
author img

By

Published : Jan 27, 2021, 8:49 AM IST

Updated : Jan 27, 2021, 10:36 AM IST

দিল্লি, 27 জানুয়ারি : দিল্লিতে ট্রাক্টর মিছিলের ঘটনায় এফআইআর এর সংখ্যা বেড়ে 22 ৷ দিল্লি পুলিশ সূত্রের খবর, আরও এফআইআর দায়ের হতে পারে ৷ তবে, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি ৷ দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "পূর্ব জেলায় 5টি এফআইআর দায়ের হয়েছে ৷ তিনটি দ্বারকা ও একটি শাহদরা জেলায় এফআইআর দায়ের হয়েছে ৷"

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের দিন তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাস্তা ৷ আন্দোলনরত কৃষক সংগঠনগুলোর ট্রাক্টর র্যালিকে ঘিরে ধুন্ধুমার হয়ে ওঠে দিল্লির অবস্থা ৷ কৃষকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷ দিল্লির বিভিন্ন সীমান্তে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷ করা হয় ব্যারিকেডও ৷ তবে, অপ্রতিরোধ্য কৃষকেরা ব্যারিকেড ভেঙে ফেলে ৷ দুপুরের দিকে আন্দোলনরত কৃষকদের একটি দল প্রবেশ করে লালকেল্লায় ৷ সেখানে দেশের পতাকার পাশাপাশি তাঁদের পতাকাও ওড়ায় আন্দোলনরত কৃষকেরা ৷

আরও পড়ুন : দিল্লি-লালকেল্লা দখল কৃষকদের, দিনভর তপ্ত রাজধানী দেখল মৃত্যুও

আন্দোলনরত কৃষক পুলিশ সংঘর্ষে জখম হন কমপক্ষে 86 জন পুলিশ কর্মী ৷ ঘটনায় জখম হয়েছেন বেশ কিছু সাধারণ মানুষও ৷ ঘটনার পরই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাজধানীকে ৷ মোতায়েন করা হয় অতিরিক্ত 15 কোম্পানি আধা সামরিক বাহিনী ৷ বন্ধ করে দেওয়া হয় একাধিক মেট্রো স্টেশন ৷ বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগও ৷

দিল্লি, 27 জানুয়ারি : দিল্লিতে ট্রাক্টর মিছিলের ঘটনায় এফআইআর এর সংখ্যা বেড়ে 22 ৷ দিল্লি পুলিশ সূত্রের খবর, আরও এফআইআর দায়ের হতে পারে ৷ তবে, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি ৷ দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "পূর্ব জেলায় 5টি এফআইআর দায়ের হয়েছে ৷ তিনটি দ্বারকা ও একটি শাহদরা জেলায় এফআইআর দায়ের হয়েছে ৷"

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের দিন তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাস্তা ৷ আন্দোলনরত কৃষক সংগঠনগুলোর ট্রাক্টর র্যালিকে ঘিরে ধুন্ধুমার হয়ে ওঠে দিল্লির অবস্থা ৷ কৃষকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷ দিল্লির বিভিন্ন সীমান্তে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷ করা হয় ব্যারিকেডও ৷ তবে, অপ্রতিরোধ্য কৃষকেরা ব্যারিকেড ভেঙে ফেলে ৷ দুপুরের দিকে আন্দোলনরত কৃষকদের একটি দল প্রবেশ করে লালকেল্লায় ৷ সেখানে দেশের পতাকার পাশাপাশি তাঁদের পতাকাও ওড়ায় আন্দোলনরত কৃষকেরা ৷

আরও পড়ুন : দিল্লি-লালকেল্লা দখল কৃষকদের, দিনভর তপ্ত রাজধানী দেখল মৃত্যুও

আন্দোলনরত কৃষক পুলিশ সংঘর্ষে জখম হন কমপক্ষে 86 জন পুলিশ কর্মী ৷ ঘটনায় জখম হয়েছেন বেশ কিছু সাধারণ মানুষও ৷ ঘটনার পরই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাজধানীকে ৷ মোতায়েন করা হয় অতিরিক্ত 15 কোম্পানি আধা সামরিক বাহিনী ৷ বন্ধ করে দেওয়া হয় একাধিক মেট্রো স্টেশন ৷ বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগও ৷

Last Updated : Jan 27, 2021, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.