ETV Bharat / bharat

CPIM: বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের - সিপিএমের ভানুলাল সাহা

বুধবার ত্রিপুরার সিপাহীজলা জেলায় সিপিএমের (CPIM) একটি পথসভা ছিল ৷ ওই পথসভায় হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ সিপিএমের দাবি, এক বিধায়ক-সহ 15 জন আহত হয়েছেন ৷ অভিযুক্ত বিজেপি (BJP) ৷

15-cpim-workers-including-mla-injured-after-alleged-bjp-attack-in-tripura
CPIM: বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের
author img

By

Published : Nov 30, 2022, 8:09 PM IST

Updated : Nov 30, 2022, 10:57 PM IST

ত্রিপুরা (আগরতলা), 30 নভেম্বর: বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল সিপিএম (CPIM) ৷ ত্রিপুরায় (Tripura) এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ সিপিএমের দাবি, বিজেপির হামলায় আহত হয়েছেন 15 জন নেতা-কর্মী ৷ সেই তালিকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিপিএমের ভানুলাল সাহাও (CPIM MLA Bhanu Lal Saha) আছেন ৷

বুধবার ত্রিপুরার সিপাহীজলা জেলার চারিলামে দলের কার্যালয়ের সামনে সিপিএমের পথসভা ছিল ৷ পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই ওই পথসভা করা হয় বলে দাবি করেছেন ভানুলাল সাহা ৷ তাঁর অভিযোগ, সেই সভায় আচমকাই হামলা চালায় বিজেপি ৷ বোমাবাজি করা হয় ৷ সিপিএমের নেতা-কর্মীদের খুনের উদ্দেশ্য়েই এই হামলা চালানো হয় ৷

15-cpim-workers-including-mla-injured-after-alleged-bjp-attack-in-tripura
বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের

তাঁর আরও দাবি, সিপিএমের নেতা-কর্মীদের দিকে পাথর ছোড়া হয় ৷ প্রথমে তাঁরা লুকিয়ে পড়েন ৷ পরে সেখানে হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ৷ তিনি পালিয়ে একটি এটিএমের মধ্যে আশ্রয় নেন ৷ সেখানে এসেও হামলা চালানো হয় ৷ তবে তাঁর নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে বেরিয়ে যান ৷

15-cpim-workers-including-mla-injured-after-alleged-bjp-attack-in-tripura
বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের

সিপিএমের দাবি, সেখানে পুলিশও মোতায়েন ছিল ৷ তার পরও কীভাবে এই হামলা হল, সেই প্রশ্ন তুলেছে তারা ৷ যদিও সিপিএমের তরফেও পালটা প্রতিরোধ করার অভিযোগ পাওয়া গিয়েছে ৷ এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ পরে ঘটনাস্থলে সিআরপিএফ (CRPF) ও পুলিশ মোতায়েন করা হয় ৷

হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন

এই নিয়ে পুলিশ বা প্রশাসন, কোনও তরফেরই কোনও বক্তব্য মেলেনি ৷ তবে পুলিশের একটি সূত্রের দাবি, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ৷ নতুন করে গোলমাল যাতে না ছড়ায় সেই দিকে খেয়াল রাখা হচ্ছে ৷

আরও পড়ুন: ভয় থেকেই রক্তদান শিবিরে আক্রমণ করছে বিজেপি, অভিযোগ সিপিএমের মানিকের

ত্রিপুরা (আগরতলা), 30 নভেম্বর: বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল সিপিএম (CPIM) ৷ ত্রিপুরায় (Tripura) এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ সিপিএমের দাবি, বিজেপির হামলায় আহত হয়েছেন 15 জন নেতা-কর্মী ৷ সেই তালিকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিপিএমের ভানুলাল সাহাও (CPIM MLA Bhanu Lal Saha) আছেন ৷

বুধবার ত্রিপুরার সিপাহীজলা জেলার চারিলামে দলের কার্যালয়ের সামনে সিপিএমের পথসভা ছিল ৷ পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই ওই পথসভা করা হয় বলে দাবি করেছেন ভানুলাল সাহা ৷ তাঁর অভিযোগ, সেই সভায় আচমকাই হামলা চালায় বিজেপি ৷ বোমাবাজি করা হয় ৷ সিপিএমের নেতা-কর্মীদের খুনের উদ্দেশ্য়েই এই হামলা চালানো হয় ৷

15-cpim-workers-including-mla-injured-after-alleged-bjp-attack-in-tripura
বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের

তাঁর আরও দাবি, সিপিএমের নেতা-কর্মীদের দিকে পাথর ছোড়া হয় ৷ প্রথমে তাঁরা লুকিয়ে পড়েন ৷ পরে সেখানে হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ৷ তিনি পালিয়ে একটি এটিএমের মধ্যে আশ্রয় নেন ৷ সেখানে এসেও হামলা চালানো হয় ৷ তবে তাঁর নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে বেরিয়ে যান ৷

15-cpim-workers-including-mla-injured-after-alleged-bjp-attack-in-tripura
বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের

সিপিএমের দাবি, সেখানে পুলিশও মোতায়েন ছিল ৷ তার পরও কীভাবে এই হামলা হল, সেই প্রশ্ন তুলেছে তারা ৷ যদিও সিপিএমের তরফেও পালটা প্রতিরোধ করার অভিযোগ পাওয়া গিয়েছে ৷ এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ পরে ঘটনাস্থলে সিআরপিএফ (CRPF) ও পুলিশ মোতায়েন করা হয় ৷

হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন

এই নিয়ে পুলিশ বা প্রশাসন, কোনও তরফেরই কোনও বক্তব্য মেলেনি ৷ তবে পুলিশের একটি সূত্রের দাবি, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ৷ নতুন করে গোলমাল যাতে না ছড়ায় সেই দিকে খেয়াল রাখা হচ্ছে ৷

আরও পড়ুন: ভয় থেকেই রক্তদান শিবিরে আক্রমণ করছে বিজেপি, অভিযোগ সিপিএমের মানিকের

Last Updated : Nov 30, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.