ETV Bharat / bharat

World Tour: ক্যারাভ্যানে বিশ্বভ্রমণ ! ঘুরতে ঘুরতে ভারতে পৌঁছলেন 15 দম্পতি - 15 Couple

বিশ্বভ্রমণে (World Tour) বেরিয়েছেন 15 দম্পতি (15 Couple) ৷ তাঁদের সওয়ারি 15টি ক্যারাভ্যানে (Caravan) ৷ ভারতের আতিথেয়তায় মুগ্ধ ভিনদেশিরা ৷

15 Couple belong to different countries travel together for a World Tour on Caravan
World Tour: ক্যারাভ্য়ানে বিশ্বভ্রমণ ! ঘুরতে ঘুরতে ভারতে পৌঁছলেন 15 দম্পতি
author img

By

Published : Dec 16, 2022, 2:31 PM IST

Updated : Dec 16, 2022, 3:00 PM IST

অঙ্গোলে (অন্ধ্রপ্রদেশ), 16 ডিসেম্বর: ওঁরা সকলেই ষাটেরও বেশি বসন্ত দেখে ফেলেছেন ৷ কিন্তু, তারপরও ওঁদের মন, মস্তিষ্কে বার্ধক্য বাসা বাঁধতে পারেনি ৷ কায়িক শ্রম হোক, কিংবা মানসিক চাপ সামলানো, সবকিছুতেই জোর টক্কর দিতে পারেন তরুণদের ৷ আর তাঁরা তাই 'অবসর' যাপনের জন্য বেছে নিয়েছেন অভিনব পন্থা ৷ ক্যারাভ্যানে (Caravan) চড়ে ঘুরে বেড়াচ্ছেন সারা পৃথিবী ! উদ্দেশ্য, বিভিন্ন দেশ দেখা (World Tour), দেশের মানুষকে দেখা এবং তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া ৷ আপাতত, এই 15 দম্পতি (15 Couple) এসে পৌঁছেছেন দক্ষিণ ভারতে ৷ তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন ইটিভি ভারতের স্থানীয় প্রতিনিধি ৷ কথা হল দেশ, দুনিয়া নিয়ে ৷

ভিনদেশি এই 'অভিযাত্রী'রা (অভিযাত্রী বলছি, কারণ, 30 জন ষাটোর্ধ্ব মানুষের এই যাত্রা কোনও অভিযানের থেকে কম নয় !) জানালেন, তাঁদের এই পথচলা একসঙ্গে হলেও আদতে তাঁরা ভিন্ন দেশের নাগরিক ৷ যোগাযোগের নেপথ্যে রয়েছে একটি ভ্রমণ সংস্থা ৷ পৃথিবী ঘোরার 'অভিযান' শুরু হয়েছিল, ইস্তানবুল শহর থেকে ৷ দিনটি ছিল চলতি বছরের 1 অগাস্ট ৷ সবকিছু হিসাব মাফিক চললে দেশঘোরা শেষ হবে 2023 সালের 31 জুলাই ৷ ততদিনে তাঁরা পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ার ডারউইনে ৷ ভ্রমণের তালিকায় রয়েছে মোট 18টি দেশ ৷ ভারতে ঢোকার আগেই জর্জিয়া, আর্মেনিয়া, ইরান এবং পাকিস্তান ঘোরা হয়ে গিয়েছে এই 15টি বিবাহিত দম্পতির ৷ ভারতে এখনও পর্যন্ত তাঁরা ঘুরেছেন দিল্লি, মুম্বই এবং গোয়া ৷ আপাতত ঘাঁটি গেড়েছেন অন্ধ্রপ্রদেশের অঙ্গোলায় ৷ পরবর্তী গন্তব্য হায়দরাবাদ ৷

আরও পড়ুন: জল বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে দেশ ভ্রমণ কলকাতার সম্রাটের

অঙ্গোলায় তাঁদের স্বাগত জানান স্থানীয় রোটারি ক্লাবের প্রতিনিধিরা ৷ বিদেশিদের হাতে গোলাপের গুচ্ছ তুলে দেন তাঁরা ৷ ভারতের এমন আতিথেয়তায় আপ্লুত অনফেন, উইলিয়ামস উল্ফ, উলরিকেরা ৷ তাঁদের বক্তব্য, ভারতীয়দের কাছ থেকে তাঁরা যে সম্মান ও ভালোবাসা পেয়েছেন, তা সারা জীবন মনে রাখবেন ৷ এদেশের সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্য মন কেড়েছে উৎসাহী এই মানুষগুলির ৷ আগামী কয়েক মাসের মধ্য়ে এই 15 দম্পতি একে একে ঘুরবেন নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া ৷

15 দম্পতির প্রত্য়েকেরই নিজস্ব একটি করে ক্যারাভ্য়ান রয়েছে ৷ তার ভিতরেই রয়েছে থাকা, খাওয়া-সহ রোজের প্রয়োজনের সমস্ত বন্দোবস্ত ৷ ভারতীয় মুদ্রায় এক-একটি ক্যারাভ্যানের দাম 1 কোটি থেকে 1 কোটি 75 লক্ষ টাকা ৷ 15 জোড়া স্বামী-স্ত্রী মিলে দফায় দফায় পালটা-পালটি করে গাড়ি চালাচ্ছেন ৷ এই গাড়ির অন্দরেই রয়েছে কম্পিউটার, ইন্টারনেট পরিষেবা এবং জিপিআরএস ৷ পথের মাঝখানে যেখানেই যাত্রার বিরতি হচ্ছে, সেখানেই রান্না, খাওয়ার আয়োজন করা হচ্ছে ৷ রীতিমতো পিকনিকের আমেজে সারা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ৷ ক্যারাভ্য়ানের দাম বাদ দিয়ে ঘোরার খরচ হিসাবে প্রত্যেক দম্পতি ব্যয় করছেন অন্তত 1 কোটি টাকা ৷

অঙ্গোলে (অন্ধ্রপ্রদেশ), 16 ডিসেম্বর: ওঁরা সকলেই ষাটেরও বেশি বসন্ত দেখে ফেলেছেন ৷ কিন্তু, তারপরও ওঁদের মন, মস্তিষ্কে বার্ধক্য বাসা বাঁধতে পারেনি ৷ কায়িক শ্রম হোক, কিংবা মানসিক চাপ সামলানো, সবকিছুতেই জোর টক্কর দিতে পারেন তরুণদের ৷ আর তাঁরা তাই 'অবসর' যাপনের জন্য বেছে নিয়েছেন অভিনব পন্থা ৷ ক্যারাভ্যানে (Caravan) চড়ে ঘুরে বেড়াচ্ছেন সারা পৃথিবী ! উদ্দেশ্য, বিভিন্ন দেশ দেখা (World Tour), দেশের মানুষকে দেখা এবং তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া ৷ আপাতত, এই 15 দম্পতি (15 Couple) এসে পৌঁছেছেন দক্ষিণ ভারতে ৷ তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন ইটিভি ভারতের স্থানীয় প্রতিনিধি ৷ কথা হল দেশ, দুনিয়া নিয়ে ৷

ভিনদেশি এই 'অভিযাত্রী'রা (অভিযাত্রী বলছি, কারণ, 30 জন ষাটোর্ধ্ব মানুষের এই যাত্রা কোনও অভিযানের থেকে কম নয় !) জানালেন, তাঁদের এই পথচলা একসঙ্গে হলেও আদতে তাঁরা ভিন্ন দেশের নাগরিক ৷ যোগাযোগের নেপথ্যে রয়েছে একটি ভ্রমণ সংস্থা ৷ পৃথিবী ঘোরার 'অভিযান' শুরু হয়েছিল, ইস্তানবুল শহর থেকে ৷ দিনটি ছিল চলতি বছরের 1 অগাস্ট ৷ সবকিছু হিসাব মাফিক চললে দেশঘোরা শেষ হবে 2023 সালের 31 জুলাই ৷ ততদিনে তাঁরা পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ার ডারউইনে ৷ ভ্রমণের তালিকায় রয়েছে মোট 18টি দেশ ৷ ভারতে ঢোকার আগেই জর্জিয়া, আর্মেনিয়া, ইরান এবং পাকিস্তান ঘোরা হয়ে গিয়েছে এই 15টি বিবাহিত দম্পতির ৷ ভারতে এখনও পর্যন্ত তাঁরা ঘুরেছেন দিল্লি, মুম্বই এবং গোয়া ৷ আপাতত ঘাঁটি গেড়েছেন অন্ধ্রপ্রদেশের অঙ্গোলায় ৷ পরবর্তী গন্তব্য হায়দরাবাদ ৷

আরও পড়ুন: জল বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে দেশ ভ্রমণ কলকাতার সম্রাটের

অঙ্গোলায় তাঁদের স্বাগত জানান স্থানীয় রোটারি ক্লাবের প্রতিনিধিরা ৷ বিদেশিদের হাতে গোলাপের গুচ্ছ তুলে দেন তাঁরা ৷ ভারতের এমন আতিথেয়তায় আপ্লুত অনফেন, উইলিয়ামস উল্ফ, উলরিকেরা ৷ তাঁদের বক্তব্য, ভারতীয়দের কাছ থেকে তাঁরা যে সম্মান ও ভালোবাসা পেয়েছেন, তা সারা জীবন মনে রাখবেন ৷ এদেশের সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্য মন কেড়েছে উৎসাহী এই মানুষগুলির ৷ আগামী কয়েক মাসের মধ্য়ে এই 15 দম্পতি একে একে ঘুরবেন নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া ৷

15 দম্পতির প্রত্য়েকেরই নিজস্ব একটি করে ক্যারাভ্য়ান রয়েছে ৷ তার ভিতরেই রয়েছে থাকা, খাওয়া-সহ রোজের প্রয়োজনের সমস্ত বন্দোবস্ত ৷ ভারতীয় মুদ্রায় এক-একটি ক্যারাভ্যানের দাম 1 কোটি থেকে 1 কোটি 75 লক্ষ টাকা ৷ 15 জোড়া স্বামী-স্ত্রী মিলে দফায় দফায় পালটা-পালটি করে গাড়ি চালাচ্ছেন ৷ এই গাড়ির অন্দরেই রয়েছে কম্পিউটার, ইন্টারনেট পরিষেবা এবং জিপিআরএস ৷ পথের মাঝখানে যেখানেই যাত্রার বিরতি হচ্ছে, সেখানেই রান্না, খাওয়ার আয়োজন করা হচ্ছে ৷ রীতিমতো পিকনিকের আমেজে সারা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ৷ ক্যারাভ্য়ানের দাম বাদ দিয়ে ঘোরার খরচ হিসাবে প্রত্যেক দম্পতি ব্যয় করছেন অন্তত 1 কোটি টাকা ৷

Last Updated : Dec 16, 2022, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.