ETV Bharat / bharat

Heroin Seized in Punjab: গত দেড় মাসে পঞ্জাবের ফাজিলকায় বাজেয়াপ্ত 145 কেজি হেরোইন

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 1:38 PM IST

মাদকমুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷ তাঁর এই ভাবনাকে বাস্তবায়িত করতে লাগাতার অভিযান চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ এরই অংশ হিসাবে গত দেড় মাসে রাজ্যের একটি জেলা থেকেই উদ্ধার হয়েছে 145 কেজি মাদক ৷

Heroin Seized
হেরোইন

চণ্ডীগড়, 9 সেপ্টেম্বর: বড়সড় সাফল্য পঞ্জাব পুলিশের ৷ গত দেড় মাসে পঞ্চাবের ফাজিলকায় অভিযান চালিয়ে প্রায় 145 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশের এসএসওসি দল ৷ যার মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে । রাজ্য থেকে মাদক চোরাকারবারীদের নির্মূল করতে লাগাতার অভিযান চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ রাজ্য সরকার এর জন্য একের পর এক বিভিন্ন পুলিশের দল গঠন করছে । এমনটাই জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব ।

পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে(টুইটার) মাদক অভিযান নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, মাদকের সাপ্লাই চেইন ভাঙতে পঞ্জাব পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এর অধীনে ফাজিলকায় পুলিশ বিভাগের এসএসওসি দল গত দেড় মাসে 145 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে ৷ পাশাপাশি এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা করেছে পুলিশ বলেও তিনি জানিয়েছেন ।

গৌরব যাদব বলেন, "এসএসওসি ফাজিলকা গত 45 দিনে 145 কেজি হেরোইন উদ্ধার করেছে ৷ সদর ফাজিলকা থানায় এনডিপিএস আইনের অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷ মাদক সরবরাহকারীদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে ৷ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাবনা অনুযায়ী রাজ্যকে মাদকমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ পঞ্জাব পুলিশ ।"

আরও পড়ুন: পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন

ডিজিপি পঞ্জাব আরও জানিয়েছেন, আন্তঃসীমান্ত মাদক চোরাচালান নেটওয়ার্কগুলির বিরুদ্ধে গোয়েন্দাদের নেতৃত্বে একটি অভিযান চালানো হয় ৷ এই সময় এসএসওসি ফাজিলকা মাদক চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে এবং ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ ওই অভিযুক্তদের কাছ থেকে 15 কেজি হেরোইনও উদ্ধার করেছে পুলিশ । খড় বোঝাই ট্রাক্টর করে মাদক পাচার করা হচ্ছিল ৷ সেসময় তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন ।

চণ্ডীগড়, 9 সেপ্টেম্বর: বড়সড় সাফল্য পঞ্জাব পুলিশের ৷ গত দেড় মাসে পঞ্চাবের ফাজিলকায় অভিযান চালিয়ে প্রায় 145 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশের এসএসওসি দল ৷ যার মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে । রাজ্য থেকে মাদক চোরাকারবারীদের নির্মূল করতে লাগাতার অভিযান চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ রাজ্য সরকার এর জন্য একের পর এক বিভিন্ন পুলিশের দল গঠন করছে । এমনটাই জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব ।

পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে(টুইটার) মাদক অভিযান নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, মাদকের সাপ্লাই চেইন ভাঙতে পঞ্জাব পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এর অধীনে ফাজিলকায় পুলিশ বিভাগের এসএসওসি দল গত দেড় মাসে 145 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে ৷ পাশাপাশি এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা করেছে পুলিশ বলেও তিনি জানিয়েছেন ।

গৌরব যাদব বলেন, "এসএসওসি ফাজিলকা গত 45 দিনে 145 কেজি হেরোইন উদ্ধার করেছে ৷ সদর ফাজিলকা থানায় এনডিপিএস আইনের অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷ মাদক সরবরাহকারীদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে ৷ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাবনা অনুযায়ী রাজ্যকে মাদকমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ পঞ্জাব পুলিশ ।"

আরও পড়ুন: পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন

ডিজিপি পঞ্জাব আরও জানিয়েছেন, আন্তঃসীমান্ত মাদক চোরাচালান নেটওয়ার্কগুলির বিরুদ্ধে গোয়েন্দাদের নেতৃত্বে একটি অভিযান চালানো হয় ৷ এই সময় এসএসওসি ফাজিলকা মাদক চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে এবং ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ ওই অভিযুক্তদের কাছ থেকে 15 কেজি হেরোইনও উদ্ধার করেছে পুলিশ । খড় বোঝাই ট্রাক্টর করে মাদক পাচার করা হচ্ছিল ৷ সেসময় তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.